নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ভালবাসার আসলে জোয়ার
কান্না হাসি হয় একাকার,
খিলখিলিয়ে কেউবা হাসে,
কারো আবার দুই চোখেতে
অশ্রু জলের বন্যা নামে।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব, ভাল থাকবেন, জনাব
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: হুম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
এস এম ইসমাঈল বলেছেন: হালুম।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার লাগলো।