নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

স্মিথ হাসান

শূন্য

স্মিথ হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আজ তার ভবিষ্যত কাণ্ডারিকে পেয়ে গেছে---

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১































বাংলাদেশ আজ তার ভবিষ্যত কাণ্ডারিকে পেয়ে গেছে--



প্রজন্মকে মুগ্ধ করে Sajeeb Wazed Joy নিজেকে এমন প্রানবন্ত, এমন জড়তাহীন ভাবে উপস্থাপন করে

দেশের প্রথম কোন রাজনীতিক নেতা হিসেবে এইভাবে সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দিলেন।



সম্পূর্ণ তথ্যভিত্তিক সপ্রতিভ মুখে সকল প্রশ্নের জবাব দিয়ে জয় প্রমান করলেন তিনিই এই দেশের ভবিষ্যৎ নেতা।

We Really Proud of You "Joy" Bangladesh Waiting For You.





সজীব ওয়াজেদ জয়ের আজকের টকশোর ভিডিও লিংক-

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পরের পর্বগুলো কি এসেছে?

চমৎকার!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ইকরাম বাপ্পী বলেছেন: O assa tai? Emn ondho hoye thaka shikkhito dr jonno aj korun dosha..... Paribarik rajniti r kotodin????

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

খাটাস বলেছেন: বাংলাদেশ নয়, আপনি আপনার নেতা পেয়ে গেছেন। আপনার পোস্ট অরকাইভ প্রমান করে যে আপনি লীগ সমর্থক। তাই আপনার দৃষ্টি এক তরফা যা কোন ভাবেই একজন নিরপেক্ষ মানুষ হিসেবে সমর্থন করি না।
তবে জয় তারেকের চেয়ে ভাল রাজনিতিবিদ, কারন তিনি রাজনৈতিক কৌশল আর কূটনীতিকতা অনেক ভাল বোঝেন, তিনি শিক্ষিত বলেই হয়ত। আর তারেক সাহেবের অ্যারোগেন্ত ভাব বেশি শিক্ষার অভাব বলেই হয়ত।
আমি আমার মূল্যায়নে জয় কেই এগিয়ে রাখি। তিনি কত টুকু যোগ্য তা ভবিষ্যৎ প্রমান করবে।
শুভ কামনা।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনার পোস্টের শিরোনামে মাইনাস । ---

জয় সাহেব প্রথমেই বলেছেন তিনি একটা ডিজিটাল বাংলাদেশ চান। ভালো কথা আমরাও চাই ।

কিন্তু জয় সাহেব জানেন আমি যখন এই পোষ্টে দেওয়া ভি ডি ও টা দেখতেছিলাম পাক্কা ৪০ মিনিট লেগেছে ১৬ মিনিটের একটা ভিডিও দেখতে।

আপনার শ্রদ্ধেয় আম্মাজান আমাদের ইন্টারনেট স্পীড কমিয়ে গিগা গিগা ব্রডব্যান্ড ভারত কে বিনা মূল্যে দিয়ে দিয়েছেন ।

গোটা পৃথিবী যখন নিজেদের নেট স্পীড বাড়াতে মরিয়া তখন আপনার আম্মাজান কমিয়েছেন ।

এখন ঝাতি আপনার কাছে জানতে চায় যেখানে ভারতের জন্য আপনি আমাদের নেট স্পীড কমিয়ে দিয়েছেন সেখানে আমরা আপনাকে কি করে বিশ্বাস করব আপনি ডিজিটাল বাংলাদেশ বানাবেন ?

আপনার আম্মাজানও এমন কথা বলেছিলেন । ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা পাইনি বরং আগে যে রকম ছিল তার থেকে এখন অনেক অধঃপতন হয়েছে।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

খেয়া ঘাট বলেছেন: নতুন প্রজন্মের একেবারে কাছাকাছি এসে মুক্ত আলোচনায় এভাবে উনার অংশগ্রহণ দেখে ভালো লেগেছে।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

নতুন বলেছেন: রাজার ছেলে রাজা হবে এই চিন্তা থেকে বের হওয়া যায়না?

যে দলে গনতন্ত্রের চচা` হয়না তারা কিভাবে দেশে গনতন্ত্র চালায়??

পরিবারতন্ত্র বন্ধের সময় এসেছে.... মা প্রধান মন্ত্রী বলেই ছেলে বিরাট নাপিত হইয়া গেছে আর আমাদের তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে.... এমুন অন্ধ চিন্তাভাবনা কখনোই ভাল কিছু হতে পারেনা..

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

পরোবাশি২০১৩ বলেছেন: Very eloquent and polished. Looks confident and poised.

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: শেষ ভাল যার সব ভাল তার ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

provat বলেছেন: দুষ্টু লোকেরা সবসময় মিষ্টি কথা বলে । তাই মানুষকে চিনতে হলে তার স্বভাব-চরিত্র কেমন তা ভালভাবে যাচাই করে দেখতে হবে এবং তার অতীত কর্মকান্ড় ভালোভাবে পর্যালোচনা করে দেখতে হবে । বিশেষ করে দেশের নেতা নির্বাচনের ক্ষেত্রে খারাপ চরিত্রের কোন লোককে কোনভাবেই সমর্থন করা যাবে না, হউক সে হাসিনাপুত্র বা খালেদাপুত্র । নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে । অার কোন ব্যক্তি বা দলের প্রতি অন্ধ সমর্থন সর্বদাই পরিত্যাজ্য হওয়া উচিত । কারন, দেশের উন্নয়নে সকল নাগরিক লাভবান হয়, কিন্ত ব্যক্তি বা দলের উন্নয়নে মুষ্টিমেয় কিছুলোক লাভবান হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.