নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

স্মিথ হাসান

শূন্য

স্মিথ হাসান › বিস্তারিত পোস্টঃ

বিএনপির সামান্য কুকীর্তি -----

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

বিএনপির সামান্য কুকীর্তি -----



১) ১৯৭৫ সালের পরে সকল রাজাকারকে মুক্তিদান

২) রাজাকারের বিচার বন্ধ ঘোষণা

৩) গোলাম আজমকে দেশে আসতে দেয়া

৪) আইডিএল নামক দল খুলতে দিয়ে রাজাকারদের রাজনীল্র সুযোগ করে দেয়া

৫) বঙ্গবন্ধুর বিচার ব্যাহত করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ চালু

৬) জামায়াতের রাজনীতি ফিরিয়ে দেয়া

৭) গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া

৮) খুনি, ঘাতক জানজুয়াকে রাষ্ট্রীয় শোক বার্তা প্রদান

৯) মা জাহানারা ইমামকে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া

১০) আব্দুল মান্নান মন্ত্রী বানানো

১১) শাহ্‌ আজিজকে প্রধানমন্ত্রী বানানো

১২) মতিনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো

১৩) আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানানো

১৪) জামায়াতকে ব্যাবসা করতে নানাভাবে সুযোগ করে দেয়া

১৫) মতিউর রহমান নিজামীকে শিল্পমন্ত্রী বানানো

১৬) মুজাহিদকে সমাজকল্যাণ মন্ত্রী বানানো

১৭) কুছাত্র গোলাম আযম পুত্র আব্দুল্লাহ আজমীকে সামরিক বাহিনীতে নিয়োগ প্রদান

১৮) বঙ্গবন্ধুর বিচার কাজ ডিপ ফ্রিজে রেখে দেয়া

১৯) দেশে জঙ্গিবাদের উত্থানে মদদ দেয়া

২০) রাজাকারের বিচার শুরু হলে তাদের পক্ষে অবস্থান নেয়া

২১) বিএনপি এর অনেক বাঘা বাঘা ব্যারিস্টার রাজাকারের পক্ষে বিচারে লড়া

২২) সাকার মতো একজন নিগৃহীত রাজাকারকে ওআইসি'র মহাসচিব রুপে নিয়োগ দেয়া

২৩) রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী বানানো

২৪) শাহবাগের আন্দোলন শুরু হইলে চুপ করে থাকা এবং গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া

২৫) শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে হেফাজতীদের তৈরি করা

২৬) রাজাকারদের বিচার নস্যাৎ করার জন্য শাহবাগকে ঢালাও ভাবে নাস্তিক ট্যাগ দেয়া

২৭) ফটিকছড়িতে আওয়ামী যুবলীগের কর্মীদের উপর নরপিচাশের মতো আক্রমন করলে তাদের পক্ষে সাফাই গাওয়া

২৮) রাজাকারদের বাঁচানোর জন্য শাপলা চত্বরে হেফাজতীদের পক্ষ নিয়ে সরকার পতনের ডাক দেয়া

২৯) ৩০০০ লাশের কল্পকাহিনী প্রচার করে বেরানো

৩০) আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গণহত্যার মতো নোংরা ইস্যু নিয়ে কেইস করতে চাওয়া

৩১) জামায়াত করতিক সারাদেশে নানান তাণ্ডব চালানোয় বিএনপি করতিক জামায়াতকে গোপনে ইন্ধন দেয়া

৩২) মৌন সমর্থন দিয়ে এবং লোকবল দিয়ে জামায়াতের প্রতিটা কর্মসূচি সফল করার চেষ্টা করা

৩৩) হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রাজাকারের বিচার বানচাল করার চেষ্টা করা

৩৪) দলের প্রধানসহ সকল নেতাকর্মী করতিক রাজাকারদের রাজবন্দী হিসাবে আখ্যা প্রদান এবং তাদের মুক্তি চাওয়া

৩৫) দেশের নানান জায়গায় রাজাকারদের পক্ষে জনমত সংগঠনের নামে জামায়াত-শিবির করতিক সমাবেশে ব্যাপক শো ডাউন।

৩৬) সাকার রায়ের আগে ডিজিটাল রায় ফাঁশ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা

৩৭) রায়ের পরে চট্টগ্রামে হরতাল দেয়া

৩৮) বিচার চলাকালীন বিচার প্রক্রিয়া নিয়ে দেশে বিদেশে নানা ভাবে প্রচার চালানো

৩৯) আমরা বিচার চাই তবে তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বলে বিচার প্রক্রিয়া কে বাঁধাগ্রস্থ করা

৪০) বিদেশীদের চোখে এইটা একটা বিরোধী দল দমন নামক বিচার বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা।

৪১) জামায়াতের সাথে জোট গঠন।

৪২) বিচারের সাথে জড়িত থাকাদের বিচারের আওতায় আনার হুমকি প্রদান।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

কাক ফ্রাই বলেছেন:
আইলাভ বিএপি ..তাদের কীতি গুলো বলে আপনি কিছুই করতে পারবেন না আমরা সবাই অন্ধ আর ধান্দাবাজ ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

হাসিব০৭ বলেছেন: লিখলে দুই দলেরটা নিয়েই লিখবেন নতুবা মনে করব হাম্বালীগের দালাল.... =p~ =p~ =p~ =p~ =p~ ফা.......ক রাজনীতি........ দুই দলই চোর আর তোরা চোরের দালাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.