নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

চোরের মায়ের বড় গলা

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩


দরবেশকে ডিম থেরাপী দেওয়া প্রকৃত সত্য বেরিয়ে আসছে। গণহত্যাকারী খুনী হাসিনার পরিবারের লুটপাটের সহযোগী দরবেশ এখন সব কথায় বলে দিচ্ছে। ব্লাড সাকার হাসিনার পুরো পরিবারে অনিয়মের কথা হাসিনা জানতো এবং মৌন সম্মতি ছিল। নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিত শেখ হাসিনার পরিবারের সদস্যরা তাদের মধ্যে রেহানা এবং জয় অন্যতম। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুই জানতো শেখ হাসিনা। তবে হাসিনা কখনো তাতে বাধাও দেয়নি বা নাও করেননি। যারা রেহানা এবং জয়ের কথামত নতুন নতুন প্রকল্পে হাত না দিত এবং প্রকল্পে মাঝখানে এসে বাজেট কয়েকগুন না বাড়াতো তাদের রেহাই ছিলনা অর্থাৎ তারা আউট চিরতরে।

নারীলোভী দরবেশ আরো জানিয়েছে এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি।

দরবেশ আরো বলেছে, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সব সময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন। কারণ, তিনি সব সময়ই তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন।

এই হাসিনাই দিনরাত তারেক চোর তারেক চোর বলে মুখে ফেনা তুলতো প্রকৃতি পক্ষে তারেক, হাসিনার থানা পর্যায়ের নেতা যে পরিমান কামিয়েছে তার ধারে কাছেও যেতে পারবেনা।

অথচ গণহত্যাকারী হাসিনা সব সময় বলতো, শেখের বেটী পালায়না, শেখের বেটী ক্ষমতার লোভ করেনা, শেখের বেটী অন্যায়কে প্রশ্রয় দেয় না। কথায় বলেনা চোরের মায়ের বড় গলা।




এখানে এবং এখানেও দেখা যেতে পারে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৮

কিরকুট বলেছেন: যাক এতো দিনে কথাখানা যোগ্য বাহক পেলো ।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বটে।

২| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দরবেশকে আরো ডিম থেরাপী দিলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এই পাপিষ্ঠ নির্লজ্জ নারীলোভেী হাসিনার অনেক অপকর্মের সহযোগী।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুধু দরবেশ না এর সংগে নজরুল ইসলাম মজুমদার, এস আলম এদের সবাইকে পুরো গরম ডিম দিয়ে থেরাপী দিলে হাসিনার টাকা পাচারের সব কাহিনী বেরিয়ে আসবে।

৩| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

খাঁজা বাবা বলেছেন: দেশ ধ্বংশ করাই ছিল হাসিনার অন্যতম মিশন।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা শুধু মুখেই দেশপ্রেম দেখাতো প্রকৃতপক্ষে দেশ ধ্বংশ করাই ছিল তাদের অন্যতম মিশন।

৪| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০২

নতুন নকিব বলেছেন:



খুবই ভালো খবর। দেশ থেকে পাচারকৃত সব অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অপারগতায়, পাচারকারীদের যাবতীয় সম্পদ হিসেব করে রাষ্ট্রায়াত্ত করা হোক। একইসাথে পাচারকারী প্রত্যেককে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় মেহমানখানায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হোক। যেন বাকি জীবনে আর খাওয়া পড়ার জন্য কোনো ধরণের চিন্তা এদের করতে না হয়।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথাযথ বলেছে যদি পাচারকৃত অর্থ ফেরত আনা না যায় তাহলে তাদের প্রত্যেককে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় মেহমানখানায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হোক। যেন বাকি জীবনে আর খাওয়া পড়ার জন্য কোনো ধরণের চিন্তা এদের করতে না হয়।

৫| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৬

ফেনা বলেছেন: অহংকারই পতনের মূল।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাতের ভোটে অহংকার আর দাম্ভিকতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল।

৬| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৭

অরণি বলেছেন: @ ব্লগার নতুন নকিবের সংগে সহমত।



খুবই ভালো খবর। দেশ থেকে পাচারকৃত সব অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অপারগতায়, পাচারকারীদের যাবতীয় সম্পদ হিসেব করে রাষ্ট্রায়াত্ত করা হোক। একইসাথে পাচারকারী প্রত্যেককে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় মেহমানখানায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হোক। যেন বাকি জীবনে আর খাওয়া পড়ার জন্য কোনো ধরণের চিন্তা এদের করতে না হয়।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদি পাচারকৃত অর্থ ফেরত আনা না যায় তাহলে তাদের প্রত্যেককে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় মেহমানখানায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হোক। যেন বাকি জীবনে আর খাওয়া পড়ার জন্য কোনো ধরণের চিন্তা এদের করতে না হয়। বলেছেন নতুন নকিব।

৭| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অর্থ পাচারের সংগে যারা জড়িত তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং বাকী অর্থ ফেরত পাওয়ার জন্য জেলখানায় তাদের বড় ছেলে মেয়ে সহ সবাইকে আমৃত্যু বন্দি রাখতে হবে।

২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদেরকে জেলে পঁচিয়ে মারতে হবে যাতে ভবিষ্যেতে কেউ জনগনের সম্পদের দিকে চোখতুলে তাকানোর সাহস না পায়।

৮| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অবাক হইনি, বিষয়গুলো অনেকটাই অনুমেয়। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ফাইন্যান্স না করার পেছনে তেমনি একটি "কমিশন ইস্যু" থাকায় বিশ্ব ব্যাংক এগুতো চায় নি। সে সময়ে ড. ইউনূস এ বিষয়ে স্বচ্ছতার কথা তোলায় তিনি হাসিনার বিরাগভাজন হন। প্রাথমিকভাবে প্রস্তাবিত বাজেটের তিনগুণ টাকা খরচ হয়েছে পদ্মা সেতুতে। কেন হয়েছে সেটা রহমানকে কাঁঠাল থেরাপি দিলেও বের হয়ে আসবে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা সবসময়ই কমিশনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিতে বলতো এবং আগেই কমিশন নির্ধারণ করে দিত। প্রতিটি মেগা প্রকল্পেই কয়েকবার করে বাজেট বাড়তো এবং পরবর্তীতে বাড়ন্ত বাজেটের টাকা গুলো চলে যেত ওদের কাছে। দরবেশকে গরম ডিমে জেলি লাগিয়ে থেরাপী দিলে আরো কথা বেরিয়ে আসবে।

৯| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: "চোরের মায়ের বড় গলা,তাহার ( চোরার )পরিবার খায় দুধ-কলা" - চোরায় যে অবৈধ কাজ করে তাহার ধরা পরার ভয়ে সে বা তাহার মা সবসময় ভীত থাকে।

ভাই, চোরার মায় কিংবা চোরা যদি বড় গলা না করে মানে যে চুরি করে সে যদি সাধুর ভেক না ধরে এবং বেশী বেশী চুরির বিপক্ষে না বলে তাহলে ধরা পইড়ে :P যাবেনা?

আর তাই আমাদের এই বগংদেশের গদিনশীন পীর হাসু দাদী ওরফে মুদির চেলা হাসু সবসময় ভেক ধরে বড় গলায় চুরির বিপক্ষে বলত।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চুরি করে সাধুর ভেক ধরতে হলে বড় গলায় কথা বলতে হবে।

১০| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২

প্রহররাজা বলেছেন: ইউনুস কে ডিম থেরাপী দিলে ৫ অগাষ্টের পরের হত্যা, লুটপাটের রহস্য বেরিয়ে আসবে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনের জন্য গরম ডিম রেড়ী আছে।

১১| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩০

কামাল১৮ বলেছেন: একমাত্র এক এগারোর সরকার তারেকের কিছু টাকা ফেরত এনেছিলো।তাছাড়া পাচার হওয়া কোন টাকা ফেরত আসে নাই।
হাসিনা এতোবছর ক্ষমতায় থেকেও এক টাকাও ফেরত আনতে পারে নাই।এরাতো আছে মাত্র কয়েক দিনের জন্য।ছাত্রদল এখনি এদের পিটিয়ে অনেক ভারসিটি ছাড়া করছে।কুমিল্লায় ত্রান দিতে গিয়ে জেন নিয়ে ফিরে আসছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারেক আওয়ামীলীগের কাছে শিশু; আওয়ামীলীগের থানা পর্যায়ের নেতা যে পরিমান চুরি করেছে তার ধারেকাছেও তারেক যেতে পারেনি বড় চোরদের কথা বাদই দিলাম।

১২| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অদের সাজা ওরা পেয়ে যাবে। তবে দেশের আপমর জনসাধারণের টাকাগুলো হয়তো ফেরত পাওয়া যাবে না। সাবেক বিচারপতি মানিক হলো তার উদাহরণ।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সাজা হতেই হবে ওরা দেশে কিছুই রাখেনি সবই চুরি করেছে।

১৩| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪

জটিল ভাই বলেছেন:
দরবেশ কি আবার দাঁড়ি রাখবে??? =p~

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লুচ্চামী আড়াল করার জন্য আবারো দাঁড়ি রাখবে যদি কখনো ক্ষমতায় আবার আসতে পারে।

১৪| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০১

করুণাধারা বলেছেন: মন্তব্য করতে এসেছিলাম। কিন্তু গভীর ভাইয়ের মন্তব্য দেখে গভীর ভাবনায় পড়ে গেলাম! B-)

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ভাবনা আপনি প্রকাশ করে যান।

১৫| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের খবর কী? সেখান থেকেও নাকি মেরেছে? কিন্তু রাশিয়া তো বলল গুজব।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওখানেও কমিশন নিয়েছে। রাশিয়া অস্বীকার করবেই কারণ তাছাড়া ওদের আন্তর্জাতিক ইমেরজ নষ্ট হবে; অকামের কথা কেউ স্বীকার করেনা।

১৬| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮

আপেক্ষিক বলেছেন: পাচারকৃত অর্থ আনার ব্যবস্থা নেওয়া হোক। আর পাচারকারীদের ধরতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা করতেই হবে না হলে পরবর্তীতে সকলেই একই ধারা বজায়ে রাখবে।

১৭| ৩০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের মানুষ আবেগ নির্ভর এবং বৃহত্তর অংশের বুদ্ধি মোটা প্রকৃতির। দেশে সুশিক্ষাও নাই। যে কারণে হাসিনাকে চিনতে এতো সময় লাগছে। এখনও হাসিনার গুণগান করছে। হাসিনাকে এবং শেখ পরিবারকে আরও বহু আগেই চেনা গেছে। তবে সবাই চিনতে পারেনি।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা সবাই চিনতে পারেনি; যারা চিনতে পেরেও গুনগান গাইছে তারা উচ্ছিষ্ট ভোগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.