নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
২০২৩ সালে সোসাল মাধ্যমে একটি সংবাদ চাউর হয়েছিল যে, বৌ এবং সম্পদ দুটোই হারালো হাসিনা পুত্র। হাসিনার পুত্রের সাথে তার মার্কিন স্ত্রী ক্রিস্টিনার ডিভোর্স সম্পন্ন হয়েছে। বোন পুতুলের পথেই গেলো জয়ের ভাগ্য। অবশ্য সে এখন গ্রেফতার হওয়ার ভয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে। মানিলন্ডারিং, ট্যাক্স ফাঁকি, অর্থজালিয়াতির দায়ে যে কোনো সময় এফবিআই এর হাতে ধরা পড়তে পারে।
আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থাৎ ক্রিস্টিনা মার্কিন আইন অনুযায়ী জয়ের সম্পদের অর্ধেকটা নিয়েছে। তার পরিমান হলো ২২ মিলিয়ন ডলার, ২টি বাড়ি আরও বহু কিছু। তখন আম্লিগরা স্ব-দলবলে বলতে লাগলো এগুলো বিএনপি প্রপাগান্ডা। কিন্তু এবার জয় নিজেই ঘোষনা দিলেন যে তিনি ৩ বছর আগেই তালাক প্রাপ্ত হয়েছেন!
হাসিনার মাদকাসক্ত পুত্রের সংসার থাকলো কি গেলো তাতে এ জাতির কিছু যায় আসেনা। কিন্তু প্রশ্ন হলো ক্রিস্টিনাকে ২২ মিলিয়ন ডলার ২টি বাড়ি আরও বহু কিছু দিতে হলো, এই সম্পদ জয় পেলো কোথাথেকে?
১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জয় মাতাজী। এমন মা কয়জনের আছে?
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
এইচ এন নার্গিস বলেছেন: অপপ্রচার ! প্রোপাগান্ডা ! বিরাট দল আছে জামাতে ইসলামির এখানে। টিউলিপ সব কিছু ডিকক্লিয়ার করেই এই পদে আসে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২২ মিলিয়ন ডলার ও ২ টি বাড়ি ক্রিষ্টিনাকে দিলো নিশ্চয় তাহলে আরো সম্পদ আছে জয়ের? আমেরিকায় জয়ের রোজগারে উৎস কী?
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩
জুল ভার্ন বলেছেন: "শেখ পরিবারের সবাই চোর"- এই কথা আমরা যুগযুগ ধরে বলে আসছি, এখন সব প্রমাণিত হচ্ছে।
খবরে প্রকাশ হাছিনা মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও ক্ষমতার প্রভাব এবং দুর্নীতির মাধ্যমে আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পেয়েছে।ব
১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবই এখন জলের মতো পরিস্কার হয়ে যাচ্ছে; আরো তথ্য সামনে আসবে।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬
অরণি বলেছেন: আমেরিকায় জয়ের জয়জয়কার; কজনার এমন মা আছে ছেলের জন্য উজারকরে ডলার পাঠায়?
১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জয় মাতাজী। এমন মা কয়জনের আছে?
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: জয় ছিলেন মোবাইল ফোন আবিস্কারক, গুগল এর প্রতিষ্ঠাতা, ইন্টারনেটের প্রতিষ্ঠাতা! তা টাকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। বাংলাদেশ কে বাম্বু দিলেও সারা বিশ্ব জয়ের কাছে ঋণী।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
অপু তানভীর বলেছেন: এসব প্রশ্ন করলে আমাদের ব্লগের আসুভারা রাগ করেন। জয়ের মত সৎ আর কেউ নেই।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সব মায়ের আশির্বাদ। জয় মাতাজী।