নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

এই সম্পদ জয় পেলো কোথাথেকে?

১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৪


২০২৩ সালে সোসাল মাধ্যমে একটি সংবাদ চাউর হয়েছিল যে, বৌ এবং সম্পদ দুটোই হারালো হাসিনা পুত্র। হাসিনার পুত্রের সাথে তার মার্কিন স্ত্রী ক্রিস্টিনার ডিভোর্স সম্পন্ন হয়েছে। বোন পুতুলের পথেই গেলো জয়ের ভাগ্য। অবশ্য সে এখন গ্রেফতার হওয়ার ভয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে। মানিলন্ডারিং, ট্যাক্স ফাঁকি, অর্থজালিয়াতির দায়ে যে কোনো সময় এফবিআই এর হাতে ধরা পড়তে পারে।

আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থাৎ ক্রিস্টিনা মার্কিন আইন অনুযায়ী জয়ের সম্পদের অর্ধেকটা নিয়েছে। তার পরিমান হলো ২২ মিলিয়ন ডলার, ২টি বাড়ি আরও বহু কিছু। তখন আম্লিগরা স্ব-দলবলে বলতে লাগলো এগুলো বিএনপি প্রপাগান্ডা। কিন্তু এবার জয় নিজেই ঘোষনা দিলেন যে তিনি ৩ বছর আগেই তালাক প্রাপ্ত হয়েছেন!

হাসিনার মাদকাসক্ত পুত্রের সংসার থাকলো কি গেলো তাতে এ জাতির কিছু যায় আসেনা। কিন্তু প্রশ্ন হলো ক্রিস্টিনাকে ২২ মিলিয়ন ডলার ২টি বাড়ি আরও বহু কিছু দিতে হলো, এই সম্পদ জয় পেলো কোথাথেকে?

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সব মায়ের আশির্বাদ। জয় মাতাজী।

১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জয় মাতাজী। এমন মা কয়জনের আছে?

২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০

এইচ এন নার্গিস বলেছেন: অপপ্রচার ! প্রোপাগান্ডা ! বিরাট দল আছে জামাতে ইসলামির এখানে। টিউলিপ সব কিছু ডিকক্লিয়ার করেই এই পদে আসে।

১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২২ মিলিয়ন ডলার ও ২ টি বাড়ি ক্রিষ্টিনাকে দিলো নিশ্চয় তাহলে আরো সম্পদ আছে জয়ের? আমেরিকায় জয়ের রোজগারে উৎস কী?

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩

জুল ভার্ন বলেছেন: "শেখ পরিবারের সবাই চোর"- এই কথা আমরা যুগযুগ ধরে বলে আসছি, এখন সব প্রমাণিত হচ্ছে।
খবরে প্রকাশ হাছিনা মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও ক্ষমতার প্রভাব এবং দুর্নীতির মাধ্যমে আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পেয়েছে।ব

১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবই এখন জলের মতো পরিস্কার হয়ে যাচ্ছে; আরো তথ্য সামনে আসবে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬

অরণি বলেছেন: আমেরিকায় জয়ের জয়জয়কার; কজনার এমন মা আছে ছেলের জন্য উজারকরে ডলার পাঠায়?

১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জয় মাতাজী। এমন মা কয়জনের আছে?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: জয় ছিলেন মোবাইল ফোন আবিস্কারক, গুগল এর প্রতিষ্ঠাতা, ইন্টারনেটের প্রতিষ্ঠাতা! তা টাকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। বাংলাদেশ কে বাম্বু দিলেও সারা বিশ্ব জয়ের কাছে ঋণী।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা বাংলাদেশিরা আরো বেশি ঋণী জাতির নাতি বলে কথা।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

অপু তানভীর বলেছেন: এসব প্রশ্ন করলে আমাদের ব্লগের আসুভারা রাগ করেন। জয়ের মত সৎ আর কেউ নেই।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি এসব বলি জন্য গাজী সাহেব আমার ওপর খুবই নাখোশ এবং আমাকে শিবির বলেছেন; ইশ্বর ওনার মঙ্গল করুন।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা এবারো হয়তো কেউ এস বলবেন ষড়যন্ত্র চলছে। যাই হোক ওরা চুরি করে থাকলে বিচার হবে, দুনিয়াও আখেরাত কোনটায় ভালো যাবে না।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুনিয়াতেই বিচার হতে হবে না হলে এই দানবরা বার বার ফিরে আসবে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বাধীনতার পর থেকেই শেখ পরিবার লুটপাটে ব্যস্ত। শেখ মুজিব জেনেও এগুলি না দেখার ভান করতেন। ওনার প্রশ্রয়ে শেখ পরিবার এবং আওয়ামীলীগ দানব হয়েছিল।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুজিব যখন স্বেচ্ছায় পাকিদের কাছে ধরা দিলেন তখন তার পরিবার পাকি সামরিক বাহিনীর কাছে মাসোহারা নিয়েছে তখন থেকেই এই পরিবার দূর্ণীতির সংগে জড়িত।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০২

চারাগাছ বলেছেন:
শেখ হাসিনার নামে প্রচারের চেয়ে অপ্রচার চালানো হচ্ছে বেশি। - জনৈক ব্লগারের একটা মন্তব্য চোখে পড়ছিল এমন।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই জনৈক ব্লগারের আদ্যপ্রান্ত খোঁজ নিলে জানতে পারবেন সে উচ্ছিষ্টভোগী।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বোলো মাতাজী-কি জ্যায়।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জয় মাতাজী জয়।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭

কিরকুট বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ ঠিক কথা।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: এত সম্পদ পীরজাদা জয় পেয়েছেন পারিবারিক ত্যাগ এবং নিজের কারিশমায়।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছে এটাও একটা ত্যাগের বিনিময়ে। জয় মাতার ত্যাগ আর কী।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: বিএনপি যখন ক্ষমতায় ছিলো, ততবার দেশ প্রতিবছর দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
বিএনপির এমন কোনো নেতা নাই যে দূর্নীতি করে নাই। মির্জা আব্বাস, ফালু, হাসিস চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে ইচ্ছামতো লুটপাট করেছে। সেই ইতিহাস কি আপনারা ভুলে গেছেন?

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা।
হাসিনার পুলিশ কমান্ডার বেনজিরের কাছেই বিএনপি সম্মিলিতভাবে সবই এখনো মাতৃগর্ভে বুঝতে পেরেছেন দাদা? অন্যদের কথা বাদই দিলাম।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

জটিল ভাই বলেছেন:
এসব নানারবাড়ির ওয়ারিশানা :(

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৩

কলাবাগান১ বলেছেন: আপনি একটা ডকুমেন্ট দেন যাতে বলা আছে ২২ মিলিয়ন এবং দুটা বাড়ী দিয়েছিল। এখন গায়ের জোরে দাবী করলে তো হবে না অন্তত এই ইন্টারনেটের যুগে, আমেরিকার ওপেন কোর্টের একটা ডুকুমেন্ট উপস্হাপন করুন। দাবী যখন করলেন, তখন ২২ মিলিয়ন কে ২২০ মিলিয়ন বলে চালিয়ে দেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.