নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
গত ২৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে করাপ্টেড সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) ঢাকার বাসায় অভিযান চালায় দুদক। দুদকটিম আলমারির নিচে বিশেষ কায়দায় রাখা নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে এবং ওই অভিযান থেকেই কেন্দ্রীয় ব্যাংকে থাকা লকারগুলোর সন্ধান মেলে।
পরে এস কে সুরের লকার খুলে নগদ ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর ও এক কেজি সোনার অলংকার জব্দ করা হয়। সেই সময় সিলগালা করা লকার পাওয়া যায়। এমনিতেই বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার ভল্টে লকার থাকে সেখানে কেন সিলগালা করা লকার এনিয়েই প্রশ্ন ওঠে দুদকের মনে।
কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এ লকারগুলো। তারা ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রেখেছেন। ( আপনারা অনেকেই জানেন যে, যখন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন টিম বিভিন্ন বেসরকারি ব্যাংক পরিদর্শনে যায় তখন তাদের ভাব দেখলে মনে হয় যেন ওরা চোর ধরতে গিয়েছে; সকালে কয়েক আইটেম দিয়ে নাস্তা করাতে হয় দুপুরে ১৪/১৫ আইটেম দিয়ে লাঞ্চ করাতে হয় আবার যাওয়ার সময় বড় বড় প্যাকেট ধরিয়ে দিতে হয় না হলে রেহাই নেই। তারা 9 কে 6 বানাবে নতুবা 6 কে 9 বানিয়ে আপনাকে ফাঁসানোর ব্যবস্থা করবে তবে সবাইনা ব্যতিক্রমও আছে) ওই সব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
একইভাবে ক্স্টমস/এনবিআর/পুলিশ/সিটি কর্পোরেশন/এলজিআরডি এবং যেসব প্রতিষ্ঠানে অবৈধ্ভাবে অর্থকামানোর সুযোগ আছে সেই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ছেলে-মেয়ে, বাবা-মা, ভাই-বোন, শশুড়-শাশুড়ী এবং শালা-শালী সবারই একাউন্ট, লকার তল্লাশি করলে এরকম লক্ষ লক্ষ সুর চৌধুরীর খোঁজ পাওয়া যাবে।
সুতরাং বিষটি সরকারের ভেবে দেখা দরকার; ইহা এখন সময়ের দাবী।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতসিদ্ধ কথা; তাদের টার্গেটই থাকে কাকে কুপকাত করে সুবিধা নেওয়া যায়।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আর কমু কন। বড় স্যারদের বড় মাথা, বড় ব্যাংক ব্যালেন্স। আদার ব্যাপারী হলাম আমরা ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ আফা হাছা কইচেন বড় স্যারদের বড় মাথা, বড় ব্যাংক ব্যালেন্স
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ভালো সিদ্ধান্ত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাস্টমস/এনবিআর/পুলিশ/সিটি কর্পোরেশন/এলজিআরডি এবং যেসব প্রতিষ্ঠানে অবৈধ্ভাবে অর্থকামানোর সুযোগ আছে সেই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ছেলে-মেয়ে, বাবা-মা, ভাই-বোন, শশুড়-শাশুড়ী এবং শালা-শালী সবারই একাউন্ট, লকার তল্লাশি করলে এরকম লক্ষ লক্ষ সুর চৌধুরীর খোঁজ পাওয়া যাবে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪
অরণি বলেছেন: আসলেই ক্স্টমস/এনবিআর/পুলিশ/সিটি কর্পোরেশন/এলজিআরডি অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে অবৈধ্ভাবে অর্থকামানোর সুযোগ আছে সেই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ছেলে-মেয়ে, বাবা-মা, ভাই-বোন, শশুড়-শাশুড়ী এবং শালা-শালী সবারই একাউন্ট, লকার তল্লাশি করলে এরকম লক্ষ লক্ষ সুর চৌধুরীর খোঁজ পাওয়া যাবে। শতভাগ সত্য কথা। আমিও জোড় দাবী জানাচ্ছি কতৃপক্ষের কাছে এদের একাউন্ট ও লকার তল্লাশি করা হোক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই লক্ষ লক্ষ এসকে সুর চৌধুরীর খোঁজ পাওয়া যাবে।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২২
জটিল ভাই ২.০ বলেছেন:
এখনো যুদ্ধ শেষ হয়নি! এখনো অনেক রাত......
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই এখনেি যুদ্ধ শেষ হয়নি।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন স্যালুট
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: থ্যাংস মন্তব্যের জন্য।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
শায়মা বলেছেন: খুব ভালো হয়েছে! আরও হোক!
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
কু-ক-রা বলেছেন: উহারা সম্ভবত দুর্নীতিবাজ
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাংলাদেশ ব্যাংকের বড়কর্তা থেকে লোয়ার মিডলেভেল পর্যন্ত অধিকাংশই বিভিন্ন ব্যাংকে অনৈতিক সুবিধা নেয়।