নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

জুলাই বিপ্লব }--শরীরে ৫৫ গুলির চিহ্ন ছিল শহীদ ওসমানের

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮



‘আম্মু তুমি অনুমতি দাও। আমার মন বলে, হৃদয় বলে-আমরা গেলে এই সরকারের পতন হবেই হবে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের আটকে রাখো, তাহলে দেশ থেকে কীভাবে অন্যায় দূর হবে? কীভাবে পরিবর্তন আসবে? ৩ আগস্ট রাতে ও ৪ আগস্ট ২০২৪ সকালে এসব বলেই শত বাধা অতিক্রম করে মাকে বুঝিয়ে আন্দোলনে যাওয়ার অনুমতি নেন মো. ওসমান পাটোয়ারী (২২)।

ওসমানের সঙ্গীরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে চাচ্ছিলেন। তখন ওসমান বলেন, ‘আমি বিজয় নিয়ে বাড়ি ফিরব, তোরা চলে যা।’ তাদের বিদায় দিয়ে আবার সামনের দিকে যান ওসমান। এরপর আর ওসমানের সঙ্গে দেখা হয়নি তার বন্ধুদের। কিছুক্ষণ পর ওসমানের নম্বরে কল করে জানতে পারেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এরপর তার বন্ধুরা হাসপাতালে গিয়ে জানতে পারেন ওসমান গুলিতে শাহাদতবরণ করেছেন।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বীরের দেশে বীর সন্তান
আমরা তোমায় ভুল না
তুমি মৃত্যুঞ্জয়ী ওসমান!
সবদিবসের করবে স্মরণ-

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ চমৎকার কবিতা!






ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫

এ পথের পথিক বলেছেন: সামনের দিনে শদিদের নিয়ে আরো লিখবেন ভাই, আর্কাইভ হয়ে থাকবে ইনশাআল্লাহ্‌ ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পত্র পত্রিকা থেকে সংকলন করে দেওয়ার চেষ্টা করবো।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৭

রাসেল বলেছেন: তারা আত্মাহুতি দিলেও দেশ কি মুক্তির পথে আসবে? আইন উপদেষ্টার সরল স্বীকারোক্তি ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো দরকার; ব্যর্থ লোক।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এইসব শহীদের যথাযথ মর্যাদা দিয়ে অপর করে রাখার জোর দাবী জানাচ্ছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সংগে সহমত।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৪

নতুন বলেছেন: এসব বলেই শত বাধা অতিক্রম করে মাকে বুঝিয়ে আন্দোলনে যাওয়ার অনুমতি নেন ইসলামী ছাত্রশিবিরের সাথিপ্রার্থী মো. ওসমান পাটোয়ারী (২২)। মা রেহানা আক্তার কোনোভাবেই ছেলেকে বোঝাতে না পেরে অনুমতি দিলেও ওসমানের বাবা মো. আবদুর রহমানকে বিষয়টি জানান। বাবা ফোনে বোঝানোর চেষ্টা করতেই ওসমান বলেন, ‘বাধা দিও না। আব্বু তুমি আমারে মাফ করে দিও, আমি আজকে যাব। আমার ভাইরা শহীদ হচ্ছে, আমাকে বাধা দেবে না ।’

জুলাইয়ে আয়ামীলীগের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন তারা ধর্মযুদ্ধে যোগ দিতে জায় নাই। তারা আয়ামীলীগের অন্যায়ের প্রতিবাদে গিয়েছেন।

আর জামাত শিবির যারা মারা গেছেন, শহিদ হয়েছেন তাদের জামাত, শিবির কর্মী এবং তারা জিহাদী জজবা নিয়ে যুদ্ধে মরতে ঝাপিয়ে পড়েছেন বলে কাহিনি বানাচ্ছে? এরা বাঙ্গালী মুসলমানের ধর্মবিশ্বাস নিয়ে এমন ভাবেই খেলে।

জুলাাই আন্দলনে যারাই গেছে তারা কেউই আন্দোলনে শহীদ হতে যোগ দেয় নাই। মৃত্যুর ঝুকি আছে যেতেই আন্দোলনে গেছে সেটা ঠিক। কিন্তু বাড়ীতে শহিদ হবে সেই বাসনা প্রকার করে মায়ের কাছে বিদায় নিয়ে গেছে?

জামাত শিবির এমন গল্প প্রচার করে বাঙ্গালীর ধর্মানুভুতির উপরে কাঠাল ভাঙ্গতে চাইছে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এরা ২৯ মিলিয়নের শিকার।
এরা শহীদ নয়।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: বাংলা মায়ের কিছু দামাল ছেলে আছে। এরা ভয় পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.