নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইহা কী মত প্রকাশের স্বাধীনতা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে বিষোদগার?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫


খাদ্য খেয়ে শুধুই বমি করে যাচ্ছে অনবরত তিনি হলেন আহরণ। তার কাজই হলো অত্যন্ত কুরুচীপূর্ণ কমেন্ট করা এবং ব্লগে দূর্গন্ধ ছড়ানো ইহা রীতিমত সহ্যের সীমাও ছেড়ে গেছে। আহরণ ব্লগে এসেছে মাত্র ৫ মাস ১ সপ্তাহ হলো পোস্ট করেছে: ০টি, মন্তব্য করেছে: ৪৬৯টি, মন্তব্য পেয়েছে: ০টি, অনুসরণ : ০ জন, অনুসরণ করছে: ১ জন এই হলো তার চিত্র কিন্তু আজ পযন্ত তাকে কুরুচীপূর্ণ মন্তব্য ছাড়া ভালো কিছু দেখা যায়নি।

ব্লগ কতৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে ইহা কী মত প্রকাশের স্বাধীনতা নাকি শুধু মাত্র ইসলামের বিরুদ্ধে বিষোদগার? বিষয়টি পরিস্কার করলে সবাই অবগত হতে পারবে।











মন্তব্য ১৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

নতুন নকিব বলেছেন:



এই আইডি থেকে শুধু ইসলাম ধর্মের বিষয়ে অবমাননাকর মন্তব্যই করা হয় না, বরং বাংলাদেশ রাষ্ট্র নিয়েও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যার প্রমান আপনার পোস্টেই রয়েছে।

ব্লগ মডারেটরের সদয় দৃষ্টি আকর্ষন করছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটার কাজই হলো শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে বিষোদগার করা ও রাষ্ট্র নিয়ে প্রাপাগান্ডা করা।




ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগটিমের উচিত এসব দেখা। নিন্দা জানাই এবং এ ব্লগারকে শাস্তির আওতায় আনার অনুরোধ করছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগটিম যদি এদেরকে শাস্তির আওতায় না আনে তাহলে ব্লগে অস্থিরতা তৈরি হবে।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি এসব দেখার জন্য। প্রচন্ড নিন্দা ও ধিক্কার জানাই। বিকারগ্রস্থ আহরণকে শাস্তির আওতায় আনার আহবান করছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা সকলেই এই সব বিকারগ্রস্থদেরকে শাস্তির আওতায় আনার আহবান করছি।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬

যারীন তাসনীম আরিশা বলেছেন: এসব গার্বেজ ব্লগ থেকে বিতাড়িত করা উচিত। এরা শুধু ঘৃনা ছড়ায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গার্বেজ যত থাকবে তত গন্ধ ছড়াবে।



ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ধর্ম যার যার।
আপনে চেতেন ক্যালা?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা ধর্ম নিয়ে বিরামহীনভাবে বমি করবে সেটার মানে ধর্ম যার যার নয়। আপনি ধর্ম মানবেন না সেটা নিতান্তই আপনার নিজস্ব ব্যপার তাতে আমার কোন অসুবিধাও নেই কোন মাথা ব্যথাও নেই কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট একটা ধর্মকে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্যকরা নিশ্চয় কোন ভালো মতলব নয় এটা আপনি অবশ্যই বোঝেন।


ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২

এ পথের পথিক বলেছেন: এই যে আরেক জন আছে "মোহাম্মদ সাজ্জাদ হোসেন" । যিনি মাদার অফ অল ডেভিলসের পক্ষে লড়ে যাচ্ছে, তিনি বাংলাদেশকে ভাড়তের দাসি বানাতে, ইসলাম নিয়ে বিষদকার করতে সারাদিন ব্যস্ত ( সব জায়গায় কমেন্ট দেখতে পাবেন ইসলামকে কটুক্তি করে কথা বলে ) । তিনি আবার অভিমান করে দেশ ছেড়েছেন, তার মা খুনি হাসু ভাড়তে গেছে তাই ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ ধর্ম মানবেন না সেটা নিতান্তই তার নিজস্ব ব্যাপার তাতে আমাদের কোন অসুবিধাও নেই কোন মাথা ব্যথাও নেই কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট একটা ধর্মকে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্যকরা নিশ্চয় কোন ভালো মতলব নয়।


ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮

নতুন বলেছেন: ধর্ম বিদ্বেষী হউয়া উচিত না। অন্যের মনে আঘাত না দিয়েও আলোচনা করা যায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।



ভালো থাকুন অনিঃশেষ।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাই, এই যে আপনি ওনারে বিষদ এই পোষ্টখানা দিলেন-
এখন আমার মত যারা এইসব মন্তব্য দেখেনী তাদের কাছে ও
বিষয়টি পৌঁছায়ে দিলেন। এইসব স্পর্শকাতর বিষয় ইগনোর করুন, রিপোর্ট মারেন বা ডিলিট করেন দিন।
যারা মাল্টিনিক থেকে ঘৃণা,‌বিশৃঙ্খলা ছড়ানো এইসব মন্তব্য করেন তারা জানা বা বোঝার জন্য এইসব বলে না।
ওনাদের কাজ এইসব পোস্ট করে ব্লগ গরম করা।
কেউ পাত্তা না দিলে, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে।

আচ্ছা ওনার এই মন্তব্য ই রাসুলুল্লাহ (স:) মাহাত্ম্য কমে যাবে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।



ভালো থাকুন অনিঃশেষ।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

কৃষ্ণের মুরলী বলেছেন: অনেকে উন্নত দেশ বলতে অজ্ঞান। এগুলি হীনমন্যতা। মন্দ কাজ, ভণ্ডামি সব দেশেই আছে। ব্লগ কর্তৃপক্ষ নিরপেক্ষ না। এরা হাওয়া বুঝে চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.