নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

জুলাই বিপ্লব }-- জহিরুলের হাতে-পাঁজরে গুলি করে পুলিশ

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩



স্বৈরাচারবিরোধী আন্দোলন তখন এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। উত্তপ্ত সারা দেশ। ৪ আগস্ট সকাল থেকেই ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে। বেলা সাড়ে ১১টায় রাজধানীর বংশালে আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন জহিরুল ইসলাম সোহাগ।

সে দিন পুলিশ জহিরুল ইসলাম সোহাগকে ডান হাতে ও তার ডান বুকের পাঁজরে খুব কাছ থেকে দুটি গুলি করে। মৃত্যুর সংবাদ পেয়ে ওই দিন তাকে গ্রামে আনতে ব্যর্থ হয় তার স্বজনরা। পরে ৬ আগস্ট ঢাকা মেডিকেল থেকে লাশ এলাকায় এনে ওই দিন সন্ধ্যায় দাফন করে। জহিরুল ইসলাম সোহাগের স্ত্রী তার স্বামী হত্যার বিচার চায় সেই সংগে তার মেয়ের ভবিষ্যতের জন্য সরকারের আর্থিক সহযোগিতা চায়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২০

সৈয়দ কুতুব বলেছেন: এখনো কোনো টাকা পায় নি? :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুবই দুঃখজনক ব্যাপার।


ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

ধুলোপরা চিঠি বলেছেন:



সে যদি সমন্ময়কদের সাথী হয়ে থাকে টাকা আগেই পেয়ে গেছে; আর যদি লিষ্টের বাহিরে হয়, তার পরিবার টাকা পাবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি যদি ভুল না করি তাহলে আপনি নিশ্চয় চাঁদগাজী<সোনাগাজী< জেনারেশন৭১

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

ধুলোপরা চিঠি বলেছেন:



নতুন দল গঠন করতে হাজার কোটী নেয়া হয়েছে বসুন্ধরা, এস আলম গ্রুপ, যমুনা গ্রুপ, আওয়ামী লীগের শিল্পপতিদের থেকে ও কয়েক'শ গার্মেন্টস থেকে; সেখান থেকে এদেররকে সামান্য টাকা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: টাকা নিয়েছে কিনা সেটা কোন ক্লু নেই এই মুহুর্তে; আপনার কাছে আছে কী?

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

এ পথের পথিক বলেছেন: ধুলোপরা চিঠি বলেছেন:
নতুন দল গঠন করতে হাজার কোটী নেয়া হয়েছে বসুন্ধরা, এস আলম গ্রুপ, যমুনা গ্রুপ, আওয়ামী লীগের শিল্পপতিদের থেকে ও কয়েক'শ গার্মেন্টস থেকে; সেখান থেকে এদেররকে সামান্য টাকা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।


আপনি কি করে জানলেন এসব প্রতিষ্ঠান থেকে টাকা নেয়া হয়েছে, আবার বলেও দিয়েছেন টাকার পরিমাণ । কি ব্যাপার দাদু এটাকা খাওয়ার সাথে নিশ্চয় আপনিও জড়িত আছেন :D
দাদু ব্লগে অনেক দিন পর দেখা, যাইহোক সবাইকে আম্লিকের মতন ভাইবেন না দাদু ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার দাদুকে আপনি ক্যামনে চিনলেন?

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৯

ধুলোপরা চিঠি বলেছেন:



আপনি লিখেছেন, "খুব কাছের থেকে গুলি করা হয়েছে"; আগষ্টের ৪/৫ তারিখে মানুষ পুলিশের "খুব কাছে" কি গিয়েছিলো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা ঢাকায় থাকি অনেক কিছুই নিজ চোখে দেখেছি পক্ষান্তরে আপনি খবরে পড়েছেন বা দেখেছেন।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫১

এ পথের পথিক বলেছেন: লেখক বলেছেন: আপনার দাদুকে আপনি ক্যামনে চিনলেন?

প্রথমে কুকরা ধরতে পেরেছিল, তারপর ভালভাবে কমেন্টের ধরন দেখে বুঝে ফেলেছি সেই আমাদের দাদু ।
ব্লগে ফিরে আসার জন্য দিল্লির দাসী মাদার অফ অল ডেভিলস খুনি হাসুর পক্ষ থেকে শিমুল ফুলের শুভেচ্ছা জানাইছিলাম, তিনি খুশি হননি ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: সমন্বয়করা এখন খুবই ব্যস্ত। কারো দিকে তাকানোর সময় নেই তাদের। সামনে নির্বাচন। এদিকে তাদের দলটা নতুন।

আপনাকে বলে রাখি, এই সমস্ত সমন্বয়করা পালাবে। নির্বাচনের পর এদের খুজে পাওয়া যাবে না। এদের ভরাডুবি হবে। মূলত দেশের ভালো করার জন্য রাজনীতিতে নামতে হয় না। যারা রাজনীতিতে নামে তাদের অন্য উদ্দ্যেশ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.