![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম সাইফুল আলমের বাসায় অভিযান চালায়। সেখান থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। দুদকের সাথে যৌথবাহিনীও এ অভিযানে অংশ নেয়। ওই বাসায় একটি ট্রাংক থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে এই জব্দ টাকা আদালতে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
আম্লিগের যেটাকেই ধরে সেটার কাছেই কোটি কোটি টাকার পাওয়া যায়; পাতিনেতা, ধেরেনেতা, তেড়েনেতা, হেলমেটনেতা, চাকুনেতা, পিস্তলনেতা, ছোটনেতা বড়নেতা সবাই কোটি কোটি টাকা মালিক। মমতাময়ী আম্মো হাসিনার আশির্বাদ।
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা বাসায় রক্ষিত আছে মাত্র। ব্যংক ও পাচারের তথ্য এখনো আসেনি; আসলে আসল চিত্র পাওয়া যাবে। উহা নিশ্চয় শত কোটি টাকার বেশি কামিয়েছে।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
২| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসিনা লীগের সবাই চোর নয়তো ডাকাত।
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা রাস্ট্রের সমস্ত সম্পদ লুটেপুটে খেয়েছে বিগত ১৫ বছরে।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৩| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত যে কামাইলো
তবে তাদের শান্তি কই আজ।
বেশী কিছুই ভালো না। প্রয়োজনের অতিরিক্ত জীবনের শান্তি কেড়ে নেয়
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অতিরিক্ত কোন কিছু শান্তি নিশ্চিত করতে পারেনা এগুলোই তার উদাহরণ।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৪| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৪১
অনন্য দায়িত্বশীল বলেছেন: আম্লিগের যেটাকেই ধরে সেটার কাছেই কোটি কোটি টাকার পাওয়া যায়; পাতিনেতা, ধেরেনেতা, তেড়েনেতা, হেলমেটনেতা, চাকুনেতা, পিস্তলনেতা, ছোটনেতা বড়নেতা সবাই কোটি কোটি টাকা মালিক। মমতাময়ী আম্মো হাসিনার আশির্বাদ।
দারুন লেগেছে আপনার এই কথমালা।
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের নেতাদের টাইটেল তো এমনই।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৫| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৫:৪০
ধুলোপরা চিঠি বলেছেন:
ঢাকায় যাদের রিয়েল এষ্টেট আছে, তাদের কাছে ২ কোটী কিছুই না। এসব চাকুরী যারা করেছে, এরা ঢাকায় যায়গা, এপার্টমেরন্ট ইত্যাদির মালিক হওয়ার সম্ভাবনা আছে।
৬| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
জুল ভার্ন বলেছেন: সন্দেহঃ নিশ্চয়ই আড়াই হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার সুযোগ দিয়ে এবং সরানোর নিশ্চয়তা পেয়েই আড়াই কোটি টাকা উদ্ধার করেছে!
৭| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৮:৫৪
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আড়াই কোটি টাকা, নিশ্চয়ই কোন ভেজাল আছে। এতো কম কেনো ?
৮| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:১৭
কামাল১৮ বলেছেন: আড়াইশ হলে একটা খবর হতো।ধরা নাপরতেই তো হাজার হাজার কোটি টাকার খবর আসছে।
৯| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:২১
রিফাত হোসেন বলেছেন: বাকি পয়সা কোথায় আছে তা কয়েক ডিগ্রী দিলেই বের হবে। এখন ডিগ্রী বাড়াবে নাকি লীগপন্থী আইনের সদস্যরা সমঝোতা করে, তা সময় বলে দিবে!
১০| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:৩৫
রিফাত হোসেন বলেছেন: বাকি পয়সা কোথায় আছে তা কয়েক ডিগ্রী দিলেই বের হবে। এখন ডিগ্রী বাড়াবে নাকি লীগপন্থী আইনের সদস্যরা সমঝোতা করে, তা সময় বলে দিবে!
১১| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:৩৫
রিফাত হোসেন বলেছেন: বাকি পয়সা কোথায় আছে তা কয়েক ডিগ্রী দিলেই বের হবে। এখন ডিগ্রী বাড়াবে নাকি লীগপন্থী আইনের সদস্যরা সমঝোতা করে, তা সময় বলে দিবে!
১২| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:৫২
বাকপ্রবাস বলেছেন: এটা হাত খরচের টাকা, জাত বেচার টাকা বিদেশে
১৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: নিচু শ্রেনীর প্রাণী।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:২০
সৈয়দ কুতুব বলেছেন: মাত্র আড়্বাই কোটি ! উহা আড়াইশো কোটি হলে সত্য মনে হতো৷