![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় ফেসিস্ট হাসিনা ও তার দল আম্লিগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছে দলটির চোরচোট্টা নেতাকর্মীরা। অনেক চোরচোট্টা দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলো আম্লিগ সরকারের আমলের সাবেক লুইচ্চা রাষ্ট্রপতি আবদুল হামিদ। অবশেষে সেও দেশ ছাড়লো।
গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় লুইচ্চা হামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। মামলাটিতে ফেসিস্ট হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি প্রকৃত অর্থেই লুইচ্চা ছিলেন। উনি বঙ্গভবনের ফুলবাগান কেটে বহুকোটি টাকা (প্রকৃত সংখ্যাটি এই মুহুর্তে মনে নেই) ব্যয়ে সুইমিং পুল এবং বার বানিয়ে ছিল; মহিলা নিয়ে ফূর্তি করতো সেখানে মহিলা সাপলাই দিতো ডিবি হারুন।
২| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:১৬
ভুয়া মফিজ বলেছেন: আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কিছু বিএনপি তথা ভারতপন্থী উপদেষ্টা, প্রশাসনের দালাল আর সেনাবাহিনীর কতিপয় উচ্চপদস্থ ভারতীয় দালাল না সরানো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। মোদির প্রিয়তমা স্ত্রী হাসিনা পালানোর পরেও অনেক ঘটেছে। খুনী / লুইচ্চা সবাই একে একে সুযোগ পাবে। নো চিন্তা!!! সাবেক স্পীকারকেও বাসায় গিয়ে পাসপোর্ট দিয়ে আসা হয়েছে। সেও একসময়ে পালিয়ে গিয়ে দালালদের মুখরক্ষা করবে। ওয়েট করেন।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন দেখছি বিএনপি-ই আম্লিগের প্রধান কান্ডরী হয়ে দাড়াচ্ছে; বিএনপি-ই আম্লিগকে পূনর্বাসন করার যাবতীয় কাজ করছে।
৩| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩০
যামিনী সুধা বলেছেন:
আপনি, ভুয়া ও আরো ২/১ জন ব্লগার রাজনৈতিক পোষ্ট লিখতে গিয়ে, নীচুমানের শব্দ ইত্যাদি দিয়ে পোষ্টকে গার্বেজে পরিণত করেন।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইচ্ছে করেই আমি তার বিরুদ্ধে এমন শব্দচয়ন করেছি। এনারা ক্লাসিক শব্দ ব্যবহারের উপযোগী না।
৪| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৩
অরণি বলেছেন: দেশের প্রধান অভিভাবক হিসেবে ওনাকে সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু উনি তা না করে উল্টা আরো বেপরোয়া হয়েছিলেন।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগে থেকেই তার ব্যক্তিগত চরিত্র ভালো ছিলোনা, রাষ্ট্রপতি হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন।
৫| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৪১
ভুয়া মফিজ বলেছেন: @যামিনী সুধাঃ অপারেশান কইরা সেক্স চেন্জ করছেন। আপনের প্রতিটা কথাই গার্বেজ। আপনের গার্বেজ ঘাটাঘাটি কইরা অন্যের পোষ্ট গান্ধা করার কোন ইচ্ছা আমার নাই। নিজের পোষ্টে যতো খুশী ল্যাদান। আপেনেরে কে মানা করছে? আবাল কুনহানকার!!!!
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি আমাদের মুরুব্বী।
৬| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৫
যামিনী সুধা বলেছেন:
@ভুয়া,
নিজেব নিকটা সুন্দরভাবে নির্বাচন করতে সমর্থ হননি; ১টি গার্বেজ নিক নিয়েছেন।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনের এই নিকটা ভালো হয়েছে।
৭| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৮
যামিনী সুধা বলেছেন:
আপনার মতো পরিচয়হীন লোকজন দেশের উঁচুপদের লোকদের নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে সোস্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে!
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লুইচ্চারা পরিচিতি পায় বেশি; আমি তো রাজনীতিক না যে আমারে সবাই চিনবে।
৮| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:০৪
ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: উনি আমাদের মুরুব্বী। হ.........কথা ঠিক। আমার বড়ভাই ছিল। এখন বড়বোন বলবো কিনা বুঝতে পারছি না!!!!
তবে মুরুব্বী যদি আবাল হয় তাইলে কিন্তু সর্বদা পরিত্যাজ্য!!!!!
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: “দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য”
৯| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আবদুল হামিদ আর বিচারপতি কালো মানিকের বাহাস খুব মজার ছিলো। বিচারপতি কালো মানিক আবদুল হামিদ কে দুই টাকার উকিল বলে অপমান করেছিলো। কারণ তিনি কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে এলএলবি পাশ করেছিলেন।
আবদুল হামিদ প্রিয়াংকা চোপড়া কে পছন্দ করতেন । সরকারের উচ্চ পর্যায় ও সেনাবাহিনীর সাথে সেটিং হয়েছে উনার। আবার যদি এনসিপির ফান্ডে ১/২ কোটি দেন তাতে অবাক হওয়ার কিছু নেই।
০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার উচিত ছিল এনসিপির ফান্ডে ১/২ কোটি দেওয়া।
১০| ০৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ওনার এলাকার কেউ ওনার সুনাম করে না । এই ক্ষমতা দিয়ে মানুষ কি করবে ?
০৮ ই মে, ২০২৫ বিকাল ৫:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এলাকার জনগনের সংগে তার কোন সম্পৃক্ততার ছিলনা।
১১| ০৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
কামাল১৮ বলেছেন: এলাকায় উনি জনপ্রিয়।কোন নির্বাচনে পরাজিত হন নি।
১২| ০৮ ই মে, ২০২৫ রাত ৮:৩৭
মেঠোপথ২৩ বলেছেন: ডক্টর ইউনুস ও দুই ছাত্র উপদেষ্টা পুরোপুরি কোনঠাসা হয়ে পড়সে। মাহফুজুল আলম এক সাক্ষাৎকারে বলেছে। ইন্টারিমের সব ডিসিশন এখন বিএনপি নেয়।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:০৯
যামিনী সুধা বলেছেন:
দেশের প্রাক্তন প্রেসিডেন্টকে "লুইচ্ছা" ডাকার কারণ কি?