![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
জামায়াত শিবির একটি সুসংগঠিত সংগঠন। সেই তুলনায় বিএনপি, জাতীয়পার্টি এবং নিষিদ্ধ ঘোষিত আম্লিগ সুসংগঠিত নয়। জামায়তের সংগে বিএনপি, জাতীয়পার্টি এবং নিষিদ্ধ ঘোষিত আম্লিগের বিশাল ফারাক লক্ষ করা যায়। বিএনপি, জাতীয়পার্টি এবং নিষিদ্ধ ঘোষিত আম্লিগের নেতা কর্মীদের মধ্যে সবসময়ই খাই খাই ভাব এবং এই পার্টি ত্রয় যখন ক্ষমতায় ছিল তখন তারা যে যেভাবে পারে লুটে পুটে খেয়েছে। আম্লিগের সময় তো পুরো দেশটি পারলে ওরা গিলে খেতো। শেখ পরিবার ও তার দোসররা ব্যাংক ডাকাতী করে বিভিন্ন দেশে পাচার করে দেশকে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে নিয়েছিল। ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আপাতত রক্ষা পেয়েছে।
জামায়াত এখনো রাষ্ট্রিয় ক্ষমতায় যেতে পারেনি তাই তাদের সম্পর্কে পরিস্কার ধারনা পাওয়া যাচ্ছেনা যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কতটা খাই খাই হবে। জামায়াতের মৌলিক পার্থক্য হলো তাদের নেতাকর্মীরা দলের জন্য চাঁদা দেয় অন্য যে ত্রয়ি দল আছে তারা চাঁদা খায়। ইতিম্যেই বিএনপির চাঁদাবাজদের নিয়ে জনগন, পেপার পত্রিকা ও সামাজিক মাধ্যমে বিপুল আলোচনার জন্ম দিয়েছে।
জামায়াত তাদের অর্থনৈতিক মেরুদন্ড শক্ত করার জন্য অনেক প্রতিষ্ঠান করেছিল সেগুলো দেশের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছিল। আম্লিগ অনেক পুরোনো দল হলেও তাদের কোন ধরনের প্রতিষ্ঠান ছিলনা যার মাধ্যমে আয় হবে তারা চাঁদাবাজি, চুরি ডাকাতীতে ব্যস্ত ছিল। বিএনপিরও একই অবস্থা। জাতীয় পার্টি ছাগলের তিন নম্বর বাচ্চা যাদের চাল চুলা কিছুই নেই, আম্লিগের দালালী করতে করতেই শেষ।
দেশ পরিচালনার ক্ষেত্রে জামায়াতের কোন দক্ষ নেতা নেই। যেগুটি কয়েক নেতা আছে তাদের আন্তর্জাতিক গ্রহনযোগ্যতা নেই এমনকি বহিঃবিশ্বে তাদেরকে মেনে নেওয়ার মতো কোন রাষ্ট্রও নেই বা পরিচিতিও নেই। পশ্চিমারা তাদেরকে সরাসরি বয়কট করবে। দেশ এক অতল গহবরে নিমজ্জিত হবে। দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যেতে পারে। ভারত আরো কোনঠাসা করার জন্য জঙ্গী নাটকের ব্যবস্থা করবে, দেশে পুরোদমে নৈরাজ্য সৃষ্টির কোন কার্পণ্য করবেনা ভারত।
আমার ব্যক্তিগত পর্যবেক্ষনে আগামি নির্বাচনে জামায়াত সর্বোচ্চ ৩৫/৪০ টা সিট পেলেও পেতে পারে। যেহেতু আম্লিগ নিষিদ্ধ দল তাই বিএনপি ছক্কা মারবে বলে আমার ধারণা।
আপনার মতামত শেয়ার করলে আগামী নির্বাচন সম্পর্কে একটা সম্মক ধারনা পাওয়া যেতে পারে।
১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের উপজেলার যিনি জামায়াত প্রার্থী ছিলেন তিনি নাকি পৈতৃক সম্পত্তিতে বোনকে বঞ্চতি করেছেন- শোনা কথা।
২| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জামায়াতকে মেনে নেওয়ার মতো অন্য দেশ নেই, এটা ঠিক নয়, যত দূর মনে হয়।
মুসলিম ব্রাদারহুড তুরস্কের ক্ষমতায়। কাতারও আছে লাইনে!!!
তাই, জামায়াতের সাপোর্টের অভাব হবে না।
১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুসলিম দেশগুলো কোন মেরুদন্ড আছে?
৩| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেলেছেন মশিউর দা ভাল থাকবেন
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৭
কিরকুট বলেছেন: দক্ষ কসাই কেবল পশু জবাই করতে পারে , সংসার চালাতে তার কোন দক্ষতা কাজে লাগে না ।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কসাইদের কি সংসার নেই?
৫| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: জামাত পাওয়ারে আসলে আরেকটা বিজেপি হবে।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিজেপি হওয়ার সুযোগই পাবেনা কারণ তাদের ক্ষমতায় যাওয়া অসম্ভব।
৬| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৪১
রাবব১৯৭১ বলেছেন: ১৯৭১ এর মুক্তিযোদ্ধারা কি মরে গেছে? নাকী এদেশের সব আওয়ামী লীগের কর্মীরা অন্য দল করে? এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নদোষ হয়ে গেলেও আশা পূরণ হবেনা।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযোদ্ধা মরেনি কিন্তু আম্লিগ মরে ভুত হয়ে গেছে এখন গর্তে হাইবারনেশনে আছে ওখানেই প্রেগন্যান্ট হয়ে পড়বে।
৭| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৯
অরণি বলেছেন: জামাত ২০/২৫ টা পেতে পারে।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হতে পারে।
৮| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৪
নতুন বলেছেন: যারা ১৯৭১ সাল থেকেই পরকিয়া করে আসছে তারা অবশ্যই সংসার করতে পারে।
তবে আলুর দোষ তো মরলেও যাবেনা। তাই পাকি প্রেমী ভন্ড ধার্মিকেরা ক্ষমতা পেলে কি করবে সেটা কল্পনা করে দেখতে পারে জনগন।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা কোনভাবেই দেশ পরিচালনা করতে পারবেনা; সেই নেতা তাদের নেই। ইরানের ধমীয় নেতারা বাঘা; জামাতের গুলো মিউ মিউ।
৯| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৫
সরলপাঠ বলেছেন: দুটি সংযোজন:
১) জামাতের বর্তমান আন্তর্জাতিক সংযোগ খুবই উচু পর্যায়ে। আগামীকাল জামাতের একটি দল চীন সফরে যাওয়ার কথা। ভারত ব্যতীত সব দেশই জামাতের সাথে সংযোগ স্থাপন করেছে। জুলাই বিপ্লব আন্তর্জাতিক পর্যায়ে জামাতকে নতুন উচ্ছতায় নিয়ে গিয়েছে। তবে মুসলিম বিশ্ব ব্যতীত অন্য দেশের সাথে জামাতের সম্পর্ক হবে "মুখে মধু অন্তরে বিষ"।
২) ১৯৯১/১৯৯৬ বা ২০০১/২০০৮ এর নির্বাচনকে মানদন্ড হিসাবে নিয়ে জামাতের আসন হিসাব করলে ভুল হবে। বর্তমান জামাতের এ উলপ্ফনের জন্য বিএনপি এবং আওয়ামীলিগ সমভাবে দায়ী। পাশাপাশি পশ্চিমা বিশ্বে এবং ভারতে উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান বাংলাদেশের মুসলমানদের কাছে জামাতের গ্রহনযোগ্যতা বাড়িয়েছে। এটি অনেকটা রিপল/ডমিনো এফেক্টর মত।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় ভারতের হিন্দুত্ববাদীদের কারণে জামাতে সিট বাড়তে পারে। সেই সংগে আম্লিগের জুলুম নির্যাতনও একটা কারন।
১০| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: জামাত একটি হারামী সংগঠন। ব্যস। আর কোনো কথা হবে না।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৭১ এর হিসাব এখন চলবেনা এভাবে ৫৫ বছর পার করলাম আপনি কি আরো ৫৫ বছর এভাবেই কাটাতে চান?
১১| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪০
মেঘনা বলেছেন: ISIS -খোরাসান ও জামায়াত শিবির মতো একটি সুসংগঠিত সংগঠন।
১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ISIS -খোরাসান আমেরিকার তৈরী ইসরাইলকে রক্ষা করার নীল নকশা; জামাত আমেরিকার তৈরী নয়
১২| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আওয়ামী হায়েনা মুক্তা দেশ চাই।
১৩| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
কাঁউটাল বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আওয়ামী হায়েনা মুক্তা দেশ চাই।
১৪| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
কামাল১৮ বলেছেন: দুই হাজার একে বিএনপির সাথে মিলে তারা ক্ষমতার অংশিদার হয়ে ছিলো।সেই সময়ের কথা আমাদের মনে আছে।হিন্দুদের উপর চরম নির্যাতন হয়েছে সেই সময়।এখনো তারা ক্ষমতার অংশিদার।দুধের নহর বইছে এখন।উপলব্ধি করছে সবাই।
একক ভাবে তারা ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তানে পরিনত হবে।
১৫| ১১ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১১
কথামৃত বলেছেন: @কামাল১৮- : দুই হাজার একে বিএনপির সাথে মিলে তারা ক্ষমতার অংশিদার হয়ে ছিলো।সেই সময়ের কথা আমাদের মনে আছে।হিন্দুদের উপর চরম নির্যাতন হয়েছে সেই সময়
মালাউন মুক্ত বাংলাদেশ চাই।
১৬| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৪৫
কামাল১৮ বলেছেন: @কথামৃত, মুসলমান মুক্ত ভারত চাইলে তখন কি করবেন।যদিও গনতান্ত্রিক ভারত তা কখনো চাইবে না।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিএনপি'র সবাই খারাপ, তা নয়। এই দলে অনেক ত্যাগী নেতা-কর্মী আছেন যারা দেশের ভালো চান।
অন্যদিকে, জামায়াতের সবাই ভালো, তাও ঠিক নয়। জামায়াতের কিছু মানুষকে চিনি যারা আমানতের খিয়ানত করেছেন।
আমাদেরকে পুরোপুরি সৎ মানসিকতার রাজনীতিবিদ ও দল খুঁজতে হবে।