![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
দফায় দফায় হামলা-সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনে উত্তপ্ত গোপালগঞ্জ। হামলা-সংঘর্ষের সময় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে জেলা শহরে ১৪৪ ধারা ও পরে রাত আটটা থেকে পরবর্তী ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’- কর্মসূচি ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়।
আম্লিগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা ইতিপূর্বেও বহু সন্ত্রাসী কর্মকান্ডের জন্য দেশ-বিদেশে ঘৃণিত হয়েছে এই নিষিদ্ধ সংগঠনটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই সংগঠনটি দুর্বৃত্তায়নের পথ বেছে নেই। সেটা শুরু হয় বাকশাল কায়েম ও কম্বল চুরির মাধ্যমে। হেন কোন অপকর্ম নেই যে আম্লিগ করেনা। খুন, গুম তাদের কাছে পান্তাভাত। চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটামার, ধর্ষন, সম্পত্তিদখল, গুলি করে হত্যা, গ্রেনেড ছোড়া, পুলিশের অস্ত্র লুট, ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার সবই আম্লিগের কাজ। সর্বশেষ তাদের অপকর্মের তালিকায় যুক্ত হয়েছে অগ্নিসন্ত্রাস।
অনেকেই হয়তো বলবেন অগ্নিসন্ত্রাস বিএনপির সৃষ্টি। না আপনি এখা্নেই ভুল করছেন। আম্লিগ চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষন, গ্রেনেড নি্ক্ষেপ, পুলিশের অস্ত্র লুট, জঙ্গীনাটক এগুলো সবই আম্লিগ অতিনিপূন হাতে সম্পাদন করতো তারপর তাদের গৃহপালিত মিডিয়ার মাধ্যমে বিএনপি ও জামাতের বিরুদ্ধে অপপ্রচার করতো। জনগনকে কখনো আসল সত্য জানতে দিতোনা। যেটুকা জানতো সেটুকু সামাজিক মিডিয়ার মাধ্যমে জনগন জানতে পারতো।
তাই গতকাল গোপালগঞ্জে আপ্লিগের পৈচাশিক কর্মকান্ড তাদের জন্য বুবেরাং হয়ে গেছে এবং অন্যদের জন্য তা হয়েছে শাপেবর। গতকালের পৈচাশিক হামলার মাধ্যমে দেশের জনগন আবারো জানলো যে আম্লিগ একটা সন্ত্রসী সংগঠন এবং এদের দেশে কোন স্থান দেওয়া ঠিক হবেনা।
১৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেন ভাই সত্য বললে রাগ করছেন? আম্লিগ কেন এনসিপির উপর হামলা করলো? একটু বরবেন কী?
২| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক কথা এই ঘটনা আবারো প্রমান করলো আওয়ামীলীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং আওয়ামীলীগকে নিষিদ্ধ এটি সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ।
১৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বাধীনতার পর থেকেই আম্লিগ একটা সন্ত্রাসীর সংগঠন। বাকশাল গঠন ও কম্বলচুরি দিয়ে যার শুরু হয়েছে।
৩| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: একজন ইনিয়ে বিনিয়ে হত্যা গুম, খু-ন
চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার বাজি জায়েজ করতে চায় সব সময়। তারে আমলিক কি দিছে , সুবিধা ভোগ করেছে মনে হয়। তা না হলে সত্য স্বীকার কেন করবে না। এত এত মায়ের বুক খালি হলো এতে তার বিন্দুমাত্র অনুতাপ নেই। একটা সন্ত্রাসী দলের পক্ষপাতিত্ব যে করে সেও একটা আস্ত সন্ত্রাসী। আল্লাহ তারে হিদায়েতের পথ দেখান।
#প্রথম_মন্তব্যকারী
১৭ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ এখনো মনে করেনা বা স্বীকার করেনা যে তারা দেশের ব্যাংক ডাকাতী করেছে, বিদেশে টাকা পাচার করেছে দেশকে দেওলিয়া করেছে। যারা ভাত পেতনা তারা কোটি টাকার মালিক যাদের নেই বাড়ির ঠিকানা তারাও শতকোটি টাকা মালিক। যারা দিন আনে দিন খায় তারা আম্লিগ করে এখন বাইক দাপিয়ে বেড়ায় কাজ করেনা।
৪| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ১০:১৪
মেঘনা বলেছেন: জুলাইতে পুলিশের গুলিতে নিহিত হওয়া বাংলাদেশের নিয়তি। কখনো তা আম্লীগ কখনো তা জামাতি।
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ পুরাই একটা সন্ত্রাসী সংগঠন। সেটা প্রমান করলো গোপালগঞ্জে।
৫| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২২
কামাল১৮ বলেছেন: একটা ছেলেকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় গুলিকরে মারতে প্রথম দেখলাম।এর আগে এই কাজটি করতো পাক বাহিনী।
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা শুধু আপনার পক্ষে দেখাই সম্ভব আর কেউ এভাবে দেখতে পাবেনা।
৬| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫০
কলাবাগান১ বলেছেন: উপর এর রাজাকারী কমেন্ট কারীদের জন্য:
"তোমাদের অস্তিত্বই অস্থায়ী, কারণ তোমাদের ইতিহাস নেই, উত্তরাধিকার নেই। তোমাদের পূর্বপুরুষ বাঙলাদেশের জন্মদাত্রীদের ধর্ষণ করেছে, আর আমাদের পূর্বপুরুষ ৭ই মার্চে দাঁড়িয়ে বলেছিল, "এইবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।"
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি করতে করতে ৫৫ বছর শেষ তারা আরো ৫৫ বছর এভাবে কাটাতে চায় ক্ষমতাকে কুক্ষিগত করার অভিলাষে।
৭| ১৭ ই জুলাই, ২০২৫ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: মনে রাখবেন, আওয়ামী লীগের কাছে গোপালগঞ্জ অবশ্যই একটা সেনসেটিভ যায়গা। নির্বাচন বিরোধীদের যোগসাজশে, প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ এর ঘটনা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে।
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গোপালগঞ্জ থেকে আম্লিগের শেষ নিশানা হয়তো থাকবে না যদি তারা এমন বাড়াবাড়ি করে। নির্বাচন বিরোধিতা করে কেউ লাভবান হবেনা; সেটা জনগন মানবেনা। এরকম অভিলাষ জামাত বা এনসিপির পূর্ণ হবেনা।
৮| ১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
APC
APC
APC
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
৯| ১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গোপালগঞ্জকে এর ফল ভুগতে হবে; উচ্ছিষ্ট খেতে খেতে এদের বেশ বাড়বাড়স্ত হয়েছে। পুচকে গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর বিভাগের চেয়েও বেশি; এটা ভাবা যায়। গোপালগঞ্জের নামও পাল্টানো দরকার। গোপালগঞ্জের নাম পাল্টে তারেকগঞ্জ করার জোড় দাবী জানাচ্ছি।
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুচকে গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর বিভাগের চেয়েও বেশি; এটা ভাবা যায়।
গোপালগঞ্জের নাম পাল্টানোর জোড় দাবী করছি।
১০| ১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৭
অপু তানভীর বলেছেন: নিষিদ্ধ ছাত্রলীগে শান্তিপূর্ণ ককটেল হামলা, শান্তিপূর্ন রামদা-পিস্তল নিয়ে হামলায় বাধা দেওয়া ঠিক হয় নাই, পুলিশ আর্মি যে তাদের পিটিয়েছে সেটাও ঠিক হয় নাই। তাদের কোলে নিয়ে চুমু দেওয়া উচিত ছিল।
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার চেতনায় উজ্জেবিত সোনার সন্ত্রাসী ছেলে, হাসুর বুকের ধন তারা শান্তিপূর্ণ ককটেল হামলা, শান্তিপূর্ন রামদা-পিস্তল নিয়ে হামলা করার পর তাদের শরবত খাইয়ে কোলে নিয়ে চুমু দেওয়া উচিত ছিল।
১১| ১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: APC APC APC
১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: NCP=ACP
১২| ১৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫২
অরণি বলেছেন: আহারে হাসুর বুকের ধন নিষিদ্ধ সন্ত্রাসীলীগের শান্তিপূর্ণ ককটেল হামলা, শান্তিপূর্ন রামদা-পিস্তল হামলাকে দেশের জঙ্গীজনগন কোনভাবেই সহ্য করতে পারছেনা
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের উপরে আপনার অনেক রাগ ক্ষোভ। সেটা আপনার লেখায় স্পষ্ট। এই নীতি বাদ দেন।