![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সম্প্রতি মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় ছোট্ট নিস্পাপ কোমলমতি শিশুদের হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের প্রতিটি মানুষকে কাঁদিয়েছে, মর্মাহত করেছে, হৃদয় ভেঙ্গে গিয়েছে, প্রতিটি মানুষ নিপতিত হয়েছে এক গভীর হৃদয় যন্ত্রনায়। আত্নীয়স্বজন, পিতামাতার যে কি অবস্থা তা কোন ভাবেই বর্ণনা করে কিম্বা লিখে প্রকাশ করা যাবেনা।
এখানে ব্যতীক্রম শুধু আম্লিগ। মানুষ হত্যা করে তার ওপর নৃত্যকরে যারা পৈচাশিক আনন্দ লাভ করে, যারা খুন করতে না পারলে বিমর্ষ হয়, লাশ না দেখলে যাদের প্রশান্তির ঘুম হয়না তারাই হলো আম্লিগ। আম্লিগ কখনো মানুষ ছিলনো এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। আম্লিগ অবৈধভাবে সম্পদ অর্জন ও শেখ পরিবার এর বাহিরে কিছু ভাবতে পারেনা, ভাবেও না।
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবখানেই যাত্রাপালা।
২| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি তো আওয়ামীলীগে পিচাশ ছাড়া অন্য কিছু দেখতে পাই না। পিচাশের কাজ পিচাশ করেছে!
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পিচাশ ছাড়া অন্য কিছু থাকলে তো দেখতে পাবেন।
৩| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৯
রিফাত হোসেন বলেছেন: এমনো হতে পারে এই প্রাক্তন রাজনৈতিক দলের নেতা-নেত্রীর নির্দেশে, তাদের অনুসারী দিয়ে যুদ্ধযান Sabotage করেছে! এদের লোক যেমন পুলিশ, প্রশাসনে আছে তেমনি সেনাবাহিনীতে থাকা স্বাভাবিক ঘটনা। বিমান বাহিনী প্রধানের পদত্যাগ না চেয়ে, চাওয়া হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ! যা যৌক্তিক নয়।
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি সুন্দর একটা বিষয় সামনে নিয়ে এসেছেন। আপনার কথা উড়িয়ে দেওয়ার মতো নয়; আম্লিগ সবই করতে পারে।
৪| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫২
অরণি বলেছেন: আওয়ামী লীগ এতো নিচু হতে পারে সেটা ভাবতেই অবাক লাগে।
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পৃথিবীতে এমন কোন নিকৃষ্ট কাজ নেই যে সেটা আম্লিগ করতে পারবেনা। উহারা সবই করতে পারে।
৫| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ফেসবুকের কমেন্টসগুলোই বলে দিচ্ছে ওরা কেমন হায়েনা প্রকৃতির মানুষ।
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদের মধ্যে মনুষত্ববোধ উধাও হয়ে গেছে। ওরা শেখ পরিবার ও সম্পদ ডাকাতি ছাড়া কিছুই বোঝেনা।
৬| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মিটফোর্ডে পাথর দিয়ে আঘাত করে মারা লোকটা আওয়ামী লীগ ছিল? দেশে খুন-ধর্ষণ-দুর্নীতিতে যারা জড়িত, তারা সব আওয়ামী লীগ? শেখ হাসিনার পেটিকোট নিয়ে নাচানাচি যারা করছে, তারাও কি আওয়ামী লীগ?
৭| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্ষণের দায়ে বরিশালে বিএনপি নেতার যাবজ্জীবন।
স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ
এরাও আওয়ামী লীগ? দিনরাত আওয়ামী লীগের মুণ্ডুপাত করবেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইবেন আর ওরা ১০-১২ জন প্রতিক্রিয়া জানালে দোষ। লাখ লাখ আওয়ামী লীগার সমবেদনা জানালে চোখে পড়ে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৩
ঢাবিয়ান বলেছেন: সব ফাত্রামি অনলাইনে। অফলাইনে দেখেন কি অবস্থা এদের https://www.youtube.com/watch?v=7XJiEQ5-SMo