নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অবশেষে হারামী গ্রেফতার!

২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২১


ষ্টের যে বীজ রোপীত হয়েছিল তা ধীরে ধীরে মহীরুহে পরিনত হয়েছিল এক খায়রুল হকের হাত ধরে। এই খায়রুল হকই তার ব্যক্তিস্বার্থে হাসিনাকে সন্তুষ্ট করতে গিয়ে নির্বাচন ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছিল। জিয়া, এরশাদ, খালেদা জিয়ার শাসন ব্যবস্থাকে অবৈধ ঘোষনা করেছিল কিন্তু সেইসব সরকারের দেওয়া বিচারপতিদের সুযোগ সুবিধাকে অবৈধ ঘোষনা করেনি।

ই খায়রুল হকই হাসিনাকে ফেসিস্ট ডাইনী হতে সমস্ত ভুমিকা রচিত করে গিয়েছিল।

আজ খায়রুল হক কট। ওরে জন সম্মুখে জুতা মারা উচিত।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৯

কিরকুট বলেছেন: জিয়া এরশাদ এদের শাসনকাল অবৈধ ছিলো । কোন সেনা শাসনই বৈধ না ।

জুতা মারতে গেলে অনেক গুলা জুতা প্রস্তুত রাখুন । কারন, বাংলাদেশের যেকোন সরকার কে ভুল পথে পরিচালনার সকল দায় ভার সচিবদের । তারা তাদের সুবিধামতো রাস্ট্রের পরিবর্তন ঘটায় । দেখুন এতোকিছু হয়ে গেলো সচিবালয়ের সচিবদের কি কোন হিলদোল আছে? না, নাই । উলটা এনবিআর এর ঘুশখোরেরা আন্দলোন করে ঘুশ খাইছে তা বলা বা প্রমান করা যাবে না ।

২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিয়া এরশাদের শাসনকাল অবৈধ হলে বিচারকদের তাদের দেয়া সুযোগ সুবিধাগুলো কেন অবৈধ হলোনা?

আমার অত জুতা নেই আপনিও কিছু রেডি রাখুন।

২| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৩

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: জিয়া এরশাদের শাসনকাল অবৈধ হলে বিচারকদের তাদের দেয়া সুযোগ সুবিধাগুলো কেন অবৈধ হলোনা?
আমার অত জুতা নেই আপনিও কিছু রেডি রাখুন।


এখন যে সরকার চলে তার থেকে পাওয়া সুজুগ সুবিধা কি বলে মনে হয় আপনার ?

বাংলাদেশের কোন সরকারী কর্মকর্তা তাদের সুজুগ সুবিধা কে অবৈধ বলবে না । বর্তমান বেতন কাঠামো নিয়ে ভাবুন । কি পরিমান বৈষম্য এটা কি বৈধ?

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই সময় বিচারকদের জন্য আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল।

৩| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের উপর আপনার অনেক রাগ এবং ঘৃণা।
ঠিক সেভাবেই বর্তমান অন্তবর্তী সরকারের উপরেও মানুষের রাগ আর ঘৃণা জমছে।
এটা একটা চক্র। এই চক্র চচলতেই থাকিবে।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশের মধ্যে বিভাজন তৈরি ও নির্বাচন ব্যবস্থাকে শেষ করার জন্য কেয়ারটেকার পদ্ধতি বাতিল করেছিল এই দূরাচার।

৪| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর@দুটো রাগ কখনো এক হতে পারে না ।

কেয়ারটেকার সরকার বাতিলের কুশিলব ।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণঅভ্যুত্থানকে রাজিব সাহেব ক্যু বলে চালিয়ে দিচ্ছে। তাদেরকে জঙ্গি বলছে এটা অন্যায়।

৫| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: এই বিচারপতি কেয়ারটেকার সরকার প্রথা বাতিল করেছিল।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ। কেয়ারটেকার সরকার প্রথা বাতিল করে দেশ এক কঠিন অরাজকতার মধ্যে নিমজ্জিত করেছিল।

৬| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খায়রুলের আমলনামা।

৭| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খায়রুলের আমলনামা।

৮| ২৪ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১১

মেঠোপথ২৩ বলেছেন: ভাল পদক্ষেপ নিয়েছে সরকার। এরপর স্বৈরাচারের দোসর আমলাদের দিকে দৃষ্টি দিতে হবে।

৯| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:৪৬

কাঁউটাল বলেছেন: চাঘল নূর একজন হাউয়ামী। উহার উচিত উহার পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া লেদানো।

১০| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বানানোর প্রধান কারিগর হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিলেন। জালিয়াতির মাধ্যমে অন্যায্য রায় দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনায় পরিণত করেছেন। তিনি বিচার বিভাগের কলঙ্ক। উনি বিচার বিভাগের সম্মানকে ভূলুণ্ঠিত করেছেন। আওয়ামী লীগের একজন কর্মীর মতো আচরণ করেছেন।

১১| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.