নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

তোমাদেরকেও দরবেশের ভাগ্য বরণ করতে হবে অচিরেই।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৪


চাঁদা নিয়ে বেশ আলোচনা চলছে। চাঁদাবাজরাও আর কেউ না ছাত্র-জনতা আন্দোলনের সক্রিয় ছাত্রদেরই একাংশ; যেটা ভাবতে কষ্ট লাগে। এখন প্রশ্ন হলো এরা সেই পর্যন্ত যেতে পারলো কি করে?

এনসিপি যে ধোয়া তুলসি পাতা সেটা ভাবা ঠিক হবেনা যারা ভাববে তারা এনসিপি দোষ খুঁজে বেড়াবে। বাংলাদেশে কোন রাজনৈতিক দলই সম্পদের বিষয়ে স্বচ্ছ নয় জামাত কিছুটা ব্যতীক্রম (ট্যাগ লাগানো আগে ভাবুন/ ভাবতে শিখুন)। একটা কথা আমাদের মনে রাখতে হবে বিএনপি জামাত কেউই ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রকাশ্য অঙ্গের একখানা কেশ ছিঁড়তে পারেনি কিন্তু এখন আন্দোলনের সুবিধাভোগী হওয়া জন্য হণ্যে হয়ে ছুটছে; ছুটতে গিয়ে এনসিপিই তাদের সামনে বড় বাধা। আরে বাবা একটু ধর্য্য ধরো সময় এখন তোমাদের। আম্লিগ আউট, জাপা ছাগলের ৫ নম্বর বাচ্চা সুতরাং তোমারাইতো ক্ষমতায় যাবা একটু ধর্য্য ধরা যায় না কি?

এই সরকারের সময় যারা চাঁদাবাজি, তদবির, নিয়োগ বানিজ্য, বিভিন্ন মন্ত্রনালয়কে জিম্মি করে রাতারাতি অনেক পয়সার মালিক হয়েছো, বিদেশে পাচার করছো তারা শুনে রাখো তোমাদেরকেও দরবেশের ভাগ্য বরণ করতে হবে অচিরেই। সময় কাউকে ক্ষমা করেনা।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২৪

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির দল গঠন করা উচিত ছিলো সরকারের হেলপ না নিয়ে। ঢালাও ভাবে সব দলের লোক নেয়া তাদের আরেকটা ভুল।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দল গঠন করে মারাক্তক ভুল করেছে এনসিপি। কারো কাঁধে ভর না করে একটাও সিট পাবেনা।

২| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৭

কিরকুট বলেছেন: চান্দা তোলা বাঙ্গালীর রক্তে মিশে গেছে । আর কিছু নাহোক পিকনিকের জন্য হলেও তারা চান্দা তুলবে । এর পেছনের কারন হলো ফাও খাওয়ার অভ্যাস ।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফাও খাওয়ার অভ্যাস বাঙালীর রন্ধ্রে রন্ধ্রে গেথে আছে। একবার ফাও খাওয়ার মজা পেলে তারে আর থামায় কে?

৩| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৯

ইপিআর সৈনিক বলেছেন:



এনসিপি কি রাজনৈতিক দল, নাকি "মব"?
রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনীতিবিদ থাকতে হয় দলে, এই ছেলেপেলেগুলো কি রাজনীতিবিদ?

আপনি নিজে কি রাজনীতি বুঝেন?

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাকে আরারো স্বাগতম। একটা কথা মনে রাখবেন আমি কাউকে স্থায়ী ব্যন করার পক্ষে নই।


রাজনৈতি দল বলা যাবেনা এই মুহূর্তে তবে আপনার দৃষ্টিতে ওরা মব।

রাজনীতি কেন কোন কিছুই আমি বুঝিনা যেমনটা আপনি সবকিছুই বোঝেন।

৪| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫০

ইপিআর সৈনিক বলেছেন:



আপনার পোষ্ট পড়লে বুঝা যায় আপনি রাজনীতি বুঝেন না; ২০২৪ সালে আমেরিকা ক্যু করায়েছে আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করে; এসব ছেলেগুলোকে আমেরিকা ভাড়া করেছিলো মাঠ দখল করতে, এরা পালিয়ে যাবে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছেলেগুলোর সবচেয়ে বড় ভুল রাজনৈতিক দল গঠন করা; একসময় এরা থাকবেনা।

৫| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক বাঙ্গালী দূর্নীতিবাজ হয় ছাত্রাবস্থায়।

ছাত্র থাকতেই এরা পরীক্ষায় নকল করে দূর্নীতি করে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্র অবস্থায় যার মননে দূর্ণীতির আশ্রয় সে জাতীয় জীবনে সে ভালো হতে পারেনা।

৬| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮

ইপিআর সৈনিক বলেছেন:



ডোনাল্ড লু'এর যায়গায়, পল কাপুর নামে এক লোক নিযুক্তি পাবে; তখন বাংলাদেশের বর্তমান অবস্হার পরিবর্তন ঘটবে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখা যাক ভবিষ্যতে কি হয়; তখন কি আবার দেশ ভারত মুখী হবে?

৭| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১১

কাঁউটাল বলেছেন: ইপিআর ছাগল = ছাগল খায় আম = ফারমার চাঘল = চাংগাজী

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এসবে উনি রেগে যাবেন।

৮| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮

সৈয়দ কুতুব বলেছেন: ইপিআর সৈনিক@এখন যে আওয়ামি লিগ দেখা যায় সেটা কি পলিটিকাল দল নাকি মাফিয়াদের সংঘ ? এনসিপি মব করে থানা থেকে লিগ ছাড়ায় আনতেসে। মানুষ তও বলাবলি শুরু করেছে এনসিপি কি সোনার ছেলেদের নতুন ভারশন কিনা । :)

শেখ হাসিনার এতো পপুলারিটি যে লু হাওয়ায় উড়ে গেছে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইপিআর সৈনিক উত্তর দিবেন।

৯| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩০

সৈয়দ কুতুব বলেছেন: এসবের দায় শেখ হাসিনার। ছেলেপুলে দেখেছে শেখ হাসিনার পিওন পাশ না দিয়ে ৪০০ কোটির মালিক। ছেলেপুলে ১৫/১৬ বছর খেটে চাকুরি পায় ৩০ হাজার টাকার।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি বলেন প্রশ্নফাঁস জেনারেশন। এই প্রশ্নফাঁস তো আম্লিগের সৃষ্টি; আম্লিগে গুন্ডার পড়াশুনা করতোনা তাই পাশ করতো চাকুরী পেতনা তাই সহজ বুদ্ধি বাতলে দিয়েছিল হাসিনা।

১০| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একথা অবশ্যই স্বীকার করতে হবে আজ ছাত্রদের জন্যই স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে।

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই।

১১| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪০

ইপিআর সৈনিক বলেছেন:



লেখক বলেছেন: দেখা যাক ভবিষ্যতে কি হয়; তখন কি আবার দেশ ভারত মুখী হবে?

বাংলাদেশ, পাকিস্তান কখনো ভারতমুখী ছিলো না, ভারতমুখী হওয়ার মতো জ্ঞানী মানুষ এই ২ দেশে নেই। আপনার কথা ভাবেন, আপনার যতটুকু শিক্ষাদীক্ষা ও প্রজ্ঞা আছে, আপনার সমমানের ভারতীয়ের সাথে আপনি প্রতিযোগীতায় টিকবেন? আমি তো আমেরিকায় দেখছি, কোথায় বাংগালীরা আর কো্থায় ভারতীয়রা!

১২| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৮

কাঁউটাল বলেছেন: ইপিআর ছাগলের ধারণা জ্ঞানী মানুষরা উহার পভুপাদ মুদির দেশ ভঁড়ৎমুখি হয়। কত বড় চাঘল। :-*

১৩| ২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৬

ইপিআর সৈনিক বলেছেন:



@কুতুব,
আপনি বলেছেন, "শেখ হাসিনার এতো পপুলারিটি যে লু হাওয়ায় উড়ে গেছে। "

লু ছিলো ডেমোক্রেটদের পলিটিটিক্যাল এপোয়েন্টি; তার বদলে আসছে রিপাবলিকান পল কাপুর; সে এলে, আমেরিকান দুতাবাসের আচরণ বদলাবে।

১৪| ২৭ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ইপিআর সৈনিক@লেখক মশিউর কে আপনি বলেছেন, ভারতমুখী হওয়ার মতো জ্ঞানী মানুষ এই ২ দেশে নেই। আপনার কথা ভাবেন, আপনার যতটুকু শিক্ষাদীক্ষা ও প্রজ্ঞা আছে, আপনার সমমানের ভারতীয়ের সাথে আপনি প্রতিযোগীতায় টিকবেন?

ভারতের চেয়ে পিছিয়ে আছি দেখে বাংলাদেশের পলিটিক্সে বাম হাত দিলে আমরা নিরবে দেখে যাবো ? ২০১৪ সালে কি ভারত ও লীগ-এর যৌথ প্রযোজনার নাটকে এরশাদকে নিয়ে মানুষ কিছুই দেখেনি? এই নাটকের বিরুদ্ধে প্রতিবাদ করতেও পারবো না, কারণ আমাদের সেই যোগ্যতা নেই? শেখ হাসিনার এমপিরা যখন বলেন, “দিল্লি আছে, আমরাও আছি” বা “তলে তলে সমঝোতা হয়ে গেছে” তখন কি সবাই চুপ করে বসে থাকবে?

১৫| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:১৪

কামাল১৮ বলেছেন: যে সবথেকে কমজ্ঞানী সে ভাবে সে বেশ জ্ঞানী।আর যে জ্ঞানী সে ভাবে জানার আরো অনেক বাকি।জ্ঞান একটা চলমান প্রকৃয়া এর কোন শেষ নাই।
ভারত আইটিতে জ্ঞানী আর আমরা ধর্মে জ্ঞানী।

১৬| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: ঘটনা ঃ আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা ।

বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন সংঠনের প্রতিক্রিয়াঃ চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুই সংগঠন পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শনিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হলো।
অন্যদিকে, বাগছাস দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। আজকে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

একটা দলে খারাপ মানুষ থাকতেই পারে। দেখার বিষয় যে , দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে কিনা । আপনি আমাকে দেখান যে এতখানি জবাবদিহিতার নজির আজ পর্যন্ত আর কোন রাজনৈতিক দলে আছে ? এখন যারা এই ঘটনাকে ইস্যূ করে এনসিপির বিরুদ্ধে লেগেছে , তারা মুলত স্বৈরাচারের দোসর। বিএনপি এখন লীগের বি টীম যেটা সবার জানা হয়ে গেছে। একসময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় বেশ কিছু মানুষকে ব্যক্তিগতভাবে চিনি যারা এখন আর বিএনপিকে সমর্থন করে না , বিএনপির লীগপ্রীতির কারনে। এছাড়াও বাংলাদেশের পরিবারতন্ত্রের দূবৃত্তায়ন মাফিয়া রাজণীতির অবসান অনেক মানুষই চায় না নিজেদের অনৈ্তিক স্বার্থে।

১৭| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৫

ঢাবিয়ান বলেছেন: https://www.youtube.com/watch?v=unanRvF3xAw

জনসভায় , ফেসবুক সর্বত্র এনসিপি নেতারা বলেছে যে, অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে 'সমন্বয়ক' পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.