| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
যদি একজন ব্যক্তি যিনি অন্যদের প্রতি শ্রদ্ধাশীল, সৎ এবং সমাজের নিয়মকানুন মেনে চলেন এবং যিনি ভদ্র, সচ্চরিত্র এবং মার্জিত স্বভাবের এরকম মানুষকেই আমরা সুশীল হিসেবে বিবেচনা করি। অন্যদিকে সুশীল সমাজ বলতে সরকারের বাইরে থাকা নাগরিক সংস্থা ও প্রতিষ্ঠানের একটি সমষ্টি যা সমাজের বিভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং জনকল্যাণমূলক কাজ, মানবাধিকার রক্ষা, সরকারি নীতিতে প্রভাব বিস্তার এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। সাধারণত স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, ধর্মীয় ও সাংস্কৃতিক গোষ্ঠীগুলো এর অন্তর্ভুক্ত থেকে সমাজের স্বার্থ ও ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং সভ্য সমাজ বিনির্মানে ভূমিকা রাখে।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল বা সুশীল সমাজের অংশ হতে গেলে আপনাকে প্রমান করতে হবে আপনি ইসলাম ধর্মকে পছন্দ করেন না, আপনি আম্লিগের চেতনা অন্তকরণে ধারন করেন, আপনি বাংলাদেশের চেয়ে ভারতকে মহান দেশে হিসেবে গন্য করেন এবং পাকিস্তানকে সর্বতভাবে ঘৃণা করেন এবং ছেলে মেয়ে, নাতি পুতিকে নসিহত করে যাবেন এই কাজটিকে বংশপরমপরা বজায়ে রাখতে তবেই আপনি প্রকৃত সুশীল যদি এর কোনটির ব্যর্তয় ঘটে তাহলে আপনি সুশীলা না পাকি প্রেমী, জঙ্গী, রাজাকার।
অতএব আপনি তখনই সুশীল যখন উল্লেখিত কর্মের কোন ব্যর্তয় ঘটবেনা।
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনস্টার হাসিনা তাহাজ্জুত নামাজ পড়ার সময় ক্যামেরা, লাইট, একশন রেডি থাকতো যেহেতু আওলিয়া তেনাদের।
২|
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের দালালী না করলে কোন দিনই সুশীল হতে পারবেন না।
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুশীলের প্রধান বৈশিষ্ট হলো ভারতের দালালী করা।
৩|
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাকিস্তানকে সব সময় উগ্র জঙ্গী রাস্ট্র বলতে হবে এটাও একটা শর্ত।
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তা না বললে হবেনা।
৪|
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আওয়ামীলীগ ছাড়া সবাই জঙ্গী এটাও বলতে হবে।
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্ষক আম্লিগ তাই ভাবে।
৫|
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৫
রাসেল বলেছেন: ভালোবাসা এবং ঘৃণা; সবই ব্যক্তিগত স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য নয়।
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।
৬|
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৯
লুধুয়া বলেছেন: তোমাদের এই ট্রিক লোকে ধরে ফেলেছে। ধর্ম কে শিল্ড হিসাবে ব্যাবহার করা ধর্ম ব্যাবসায়ী দের কাজ। ভারতে BJP-RSS, পাকিস্তান সব ইসলামিস্ট পার্টি, আফগানিস্তানে তালিবান, বাংলাদেশে জামাতি আপনারা।আপনারা এখন ধর্মের দোহাই দিয়ে জামাতি দের রাজাকার ভাবমূর্তি কে মুছতে পারবেনা।
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কথা ঠিক আছে তবে BJP-RSS এর মতো জামাতিরা মানুষ কুপিয়ে, পুড়িয়ে, সম্মিলিত হামলা করে মানুষ হত্যা করেনা ।
৭|
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এটা নিয়ে কোন এক পত্রিকায় লেখা এসেছিল। আপনি সেখান থেকে কপিপেস্ট করেছেন মনে হয়।
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: না মোটেই না আমি জানিই না কোন পত্রিকায় এসেছিল। আপনি্ ঘেটে দেখতে পারেন।
৮|
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
সুশীল হচ্ছে ১৯৭১ সালের রাজাকারেরা ও তাদের উত্তরসুরীরা; সেই ফরমুলায় আপনি সুশীল।
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাগবেন না বয়স্ক মানুষ রক্তচাপ বেড়ে যাবে।
আমি যে ফর্মূলা বলেছি আপনি সেই ফর্মূলায় সুশীল। একদম খাপেখাপে মিলে গেছে আমার ফর্মূলা। কি বলেন?
৯|
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৪
অরণি বলেছেন: জেনারেশন একাত্তর আওয়ামীলীগের বিরুদ্ধে বললেই রেগে যান; উনি আওয়ামীলীগরে বড় ভক্ত।
১০|
১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৬
অরণি বলেছেন: জেনারেশন একাত্তর আওয়ামীলীগের জন্য ডেডিগেটেড।
১১|
১২ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৬
মেঠোপথ২৩ বলেছেন: গনহত্যার সমর্থক এইসব কুশীলদের সামাজিকভাবে বয়কট করুন।
১২|
১২ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৪
বিজন রয় বলেছেন: আপনি ভুল পথে চলেছেন।
এভাবে না বলে না চলে আপনিও প্রকৃত সুশীল হতে পারতেন।
ঘৃণার বদলে কেবল ঘৃণা ছড়ানো ঠিক না।
১৩|
১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: আপনি তখনই সুশীল যখন.... আপনি জামাত শিবিরিকে ঘৃণা করতে পারবেন।
১৪|
১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
মিরোরডডল বলেছেন:
বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল বা সুশীল সমাজের অংশ হতে গেলে আপনাকে প্রমান করতে হবে আপনি ইসলাম ধর্মকে পছন্দ করেন না, আপনি আম্লিগের চেতনা অন্তকরণে ধারন করেন, আপনি বাংলাদেশের চেয়ে ভারতকে মহান দেশে হিসেবে গন্য করেন এবং পাকিস্তানকে সর্বতভাবে ঘৃণা করেন এবং ছেলে মেয়ে, নাতি পুতিকে নসিহত করে যাবেন এই কাজটিকে বংশপরমপরা বজায়ে রাখতে তবেই আপনি প্রকৃত সুশীল যদি এর কোনটির ব্যর্তয় ঘটে তাহলে আপনি সুশীলা না পাকি প্রেমী, জঙ্গী, রাজাকার।
Really??? এটা কি মশিউরের স্টেটমেন্ট?
ইফ নট, তাহলে এটা কি? সুশীলের সংজ্ঞা, নাকি ট্যাগিং?
মনে হয় এটাও এক ধরণের ট্যাগিং।
যে বা যাদের মাথায় এই ধরণের চিন্তাভাবনা থাকতে পারে, তাদের নৈতিক চরিত্র কেমন?
সুশীল, কুশীল, না মাথানষ্টশীল?
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দলকানাদের এই অভ্যাস কখনো যাবে না। এরা ইসলামের ধারে কাছে নাই। খু-নীকে ভাবে অলি আওলিয়া