নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আজ রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ লগি বৈঠা নারকীয় হত্যাযজ্ঞের ১৯ বছর।

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৩

আজ রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ লগি বৈঠা নারকীয় হত্যাযজ্ঞের ১৯ বছর যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস কালো অধ্যায়। এইসব ঘটনা বারবার প্রমান করে আম্লিগ একটি রক্তপিপাসু, সন্ত্রাসী ও নৈরাজ্যসৃষ্টিকারী সংগঠন। নারকীয় হত্যাযজ্ঞের সামান্য কয়েকটি ছবি দিয়ে আজকেই এই ছবি ব্লগ।













মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি তো আওয়ামীলীগে কোন মানুষ দেখিনা দেখি শুধু অমানুষ আর হায়েনা দল।



২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষ দেখবেন কি করে? মানুষ থাকলে তো দেখবেন।

২| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা এসব সবি ভুলে গেছে, এখন যখন কোন আক্রমন দেখে ডিফেন্স নেয় মানবতার কথা বলে!

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন তো মানবতার ফেরিওয়ালা সেজেছিল কিন্তু ধোপে টেকেনি।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:




ইডিওটিক পোষ্ট দেন, যা বলার বলেন; আসল কথা বলেন না! সেদিন আওয়ামী লীগ কেন রাস্তায় নেমেছিলো?

যাদের ছবি দিলেন, মারা গেছে, মার খাচ্ছে, তারা রাষ্টায় কি করছিলো? মার-খাওয়ারা কোন দলের?

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২০০৬ সালে লগি-বৈঠা আন্দোলনের মূল কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি কে এম হাসানকে নিয়োগ না দেওয়ার দাবি। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এবং এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অভিযোগ ছিল যে, এই নিয়োগের ফলে সরকার নিরপেক্ষ থাকবে না, তাই এই নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয় যা ছিল একেবারে অন্যায় দাবী কারণ নিয়ম ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন কিন্তু আম্লিগ তা মানেনা যার ফলশ্রুতিতে আম্লিগের এই ভয়ানক হত্যাযজ্ঞ।

আম্লিগ মেরেছে বিএনপি ও জামাতের লোকজনকে।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:




সেদিন আমি ছিলাম প্রবাসে, আপনি কি করছিলেন সেদিন?

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেদিন আমি মতিঝিলেই ছিলাম।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহংকারের পতন অবশেষে হয়েছে। এদের রুখে দাঁড়াতে হবে যাতে মাথাচাড়া দিয়ে না উঠে

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোনভাবেই এই ভয়ানক দানবদের ফিরতে দেওয়া হবেনা।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৭

জেনারেশন একাত্তর বলেছেন:




মতিঝিলে কতজনকে হতয়া করেছিলেন? কত জনের রগ কেটেছেন?

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হত্যা করা রগ কাটা তো আম্লিগের কাজ ওটা আমার কাজ না কারণ আম্লিগে আমি কোন মানুষ দেখিনা।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



দাবী তো তুলতে পারে, রাস্তায় নামতে পারে। রাস্তায় সরকারের পুলিশ ছিলো; রাস্তায় আপনি কি করছিলেন?

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি তো সন্ত্রাসী আম্লিগ না যে রাস্তায় থাকবো? আমার কোন প্রয়োজন থাকতে পারেনা?

৮| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫২

অরণি বলেছেন: আপনার পোস্টের উপরের পোস্ট পড়ে মাথা গরম হয়ে গেলো; এদের কি সামান্য মানবতাবোধ নেই?

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওটা পুরাই দালাল। ১৯ বছরে ১৯টি পোস্ট লেখেনি এখন প্রতিদিন একের অধিক পোস্ট প্রসব করছে।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:




হাসান সমস্যা নয়; হাসানকে সামনে এনেছিলো বিএনপি অন্য প্ল্যানে; তারা জানতো যে,আওয়ামী লীগ তা মানবে না; হাসানকে বিএনপি দিতো না, দিতো পাগলা ইয়াজুদ্দিনকে; আপনার বানর মগজে এসব ঢুকবে না।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসানকে আম্লিগ মানবেনা কেন এটাকি আম্লিগের মামার বাড়ি, আম্লিগ যা চাইবে তাই হবে? এগুলোও আপনার কুত্তা মগজে ঢুকবেনা কারণ কুত্তার কামই হলো ঘেউঘেউ করা তাই আপনিও আওয়ামী ঘেউ ঘেউ ছাড়া কিছু বুঝবেন না।

১০| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



হাসানকে আওয়ামী লীগ না'মানার কারণ ছিলো: তাকে "সর্বশেষ প্রধান বিচারপতি বানানোর জন্য, তার চাকুরীর মেয়াদ বাড়ায়েছিলো বেগম জিয়া; আপনার মগজে এসব ঢুকবে না।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্যেষ্ঠতা ভেঙ্গে আপনার মানবতার দুশমন তাহাজ্জুতী হাসিনাও প্রধান বিচারপতি নিয়োগ করেছিল সেগুলো ভুলে গেলেন? ভুলবেনই তো কারণ আপনার মগজে এসব ঢুকবে না।

১১| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



লগি বৈঠার দিনে সরকারী অফিসারেরা কাজে যায়নি, সব বন্ধ; মতিঝিলে আপনার কাজ ছিলো মানুষ হত্যা করা!

ভালো যে, ধরা খাননি।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীপস্থী অফিসারের কাজে যায়নি তাছাড়া সবাই কাজে যোগদান করেছিল। কাজে যাওয়ার পথে এক অফিসারকে আম্লিগ দিগম্বর করেছিল সেটা মনে আছে? মগজ কাজ করে?

১২| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১০

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির পাশাপাশি জামাত ইলেকশন ইনজিনিয়ারিং করে পাওয়ার ধরে রাখতে চেয়েছিলো। বিষয়টা কিভাবে দেখেন ?

জা-শি করে নুরুজজামান নামে এক বড়ো ভাই আমার এক কাজিন কে পড়াতো । তিনি সেখানে লাঠিয়ালি করতে গিয়েছিলেন। এমন মারা মেরেছে উনাকে কান দিয়ে নাকি মগজের পানি বের হয়েছিলো। উনাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে । টিচার মানুষ এভাবে মারামারি করতে ১ম বার দেখেছি ।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ তারা ইলেকশন ইনজিনিয়ারিং -এর ধান্ধায় ছিল আমি তো ভুয়া মুক্তিযোদ্ধার ন্যায় মিথ্যা বলতে পারবোনা। জামাত আগ্রাসী ছিল বেশি সেই জামাতকেই পিটিয়ে ত্যানাত্যানা করেছিল আম্লিগ।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৮

কিরকুট বলেছেন: জামাত শিবির তখন তো মাত্র শিশু ছিলো ভাইজান ।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের সন্ত্রাসের কাঝে জামাত শিশুই ছিল; শিশু বললেও ভুল হবে মায়ের গর্ভে ছিল। তাই না ভাইজান?

১৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সেদিন আওয়ামীলীগ ভয়ঙ্কর রূপে ছিল সামনে যা পাচ্ছিলো সবই ধ্বংস করে ফেলছিল। শতশত মানুষ মেরে গুম করে ফেলেছিল তখন থেকেই আওয়ামীলীগ গুম করতে অভ্যস্ত হয়ে পরে যা ২০২৪ পর্যন্ত তারা চালিয়ে গেছে।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজকে আপনি গুম নিয়ে একটি চমৎকার তথ্য দিলেন। গুম করা তাদের সহজাত প্রবৃত্তি।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লগি বৈঠার হত্যাকান্ডের আগেও তারা গুম করতো কিন্তু লগি বৈঠার হত্যাকান্ডের পর থেকে আওয়ামীলীগ গুমকান্ডে অভ্যস্ত হয়ে পরে।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ধারণা সঠিক।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি ২০১৪ সালের ইলেকশন নিয়ে লিখবেন । এটা আমার আজো বুঝে আসে না কিভাবে লিগ টিুকে গেলো। ভারতের হাত , বিদেশিদের হাত , বিএনপি-জামাত কেন পারলো না , কে কার সাথে ধোকাবাজি করেছে , কিভাবে ১৫৪ জন বিনাভোটে এমপি , বিএনপির মামলা , বিএনপির বোকামি , বিচারপতি সিনহার সাথে যোগাযোগ করতে কেনো বিএনপি পারলো না , আওয়ামি লিগের এক্স factor কি গওহর রিজভি ছিলেন কিনা এসব নিয়ে লিখবেন একটা post এ ।

ভালো জমবে ।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে এসব নিয়ে লিখতে গেলে অনেক সময় লাগে। সেই সময় আমি পাই না। নেটে হয়তো অনেক সময় ব্যাপী দেখেন কিন্তু বাস্তবতা হলো লগইন করা থাকে দেখা হয়না।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩২

অরণি বলেছেন: ঠিকই বলেছেন আপনি ওনার ব্লগে ঢুঁ মারলাম ১৯ বছরে ১৯টি পোস্ট লেখেনি এখন প্রতিদিনই একের অধিক পোস্ট ডেলিভারী দিচ্ছে। এরাই মনে হয় র-এর বাংলাদেশীয় এজেন্ট অথবা কট্টর এবং আওয়ামী উচ্ছিষ্টভোগী দালাল। উচ্ছিষ্ট না পেয়ে পাগল হয়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মালপানি ইদানিং বেশি পাচ্ছে মনে হয়।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৬

সুলাইমান হোসেন বলেছেন: শিয়াল কুকুরও এভাবে মানুষকে কষ্ট দেয়না,যেভাবে BAL মানুষকে কষ্ট দিয়েছে।তবে শিয়াল মাঝে মধ্যে দুই একটি মুরগি খায় ;) এটা তেমন কোনো কষ্ট না

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এজন্যই তো বলে ওরা মানুষ না ওরা আম্লিগ।

১৯| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৭

একজন নিষ্ঠাবান বলেছেন: লগিবৈঠা হত্যাকান্ডের পরবর্তী সময়ে কী হয়েছিল তা নিয়ে র্লিখবেন তাহলে আমাদের মত অনেকেই অনেক কিছু জানতে পারবে।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে লেখার মতো অতো সময় পাই না ।

২০| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



২০০৮ সালে শেখ হাসিনা কিভাবে জয়ী হলো?

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষ হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে, ভাংচূড় করে, অফিসগামীদের উলঙ্গ করে, বাস ট্রেনে আগুন দিয়ে, ট্রেন লাইন উপড়ে ফেলে, রাস্তায় গাছ কে্টে বেড়িকেট দিয়ে, গুলি করে, রামদা দিয়ে কুপিয়ে ২০০৮ সালে জয়ী হয়েছিল। আরো বলবো কি?

২১| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৩

নতুন নকিব বলেছেন:



এরা নৃশংসভাবে মানুষ হত্যাকারী। এই ঘটনার অবশ্যই বিচার হওয়া উচিত।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচার হতেই হবে না হলে এই খুনী হত্যাকারীরা আবার হায়েনার বেশে হাজির হবে।

২২| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



সেইবার পারেননি, ২০২৪ সালে পেরেছেন; দেশ এখন ইউরোপ ও কানাডায় জংগী দেশের লিষ্টে।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডাকাত, খুনী, ধর্ষক, লুটকারী, গণহত্যাকারীদের সংগে সাধারণ জনতার পাওয়ার কথা না। অতিষ্ট হয়ে আমজনতা ধর্ষক, খুনী, লুটকারীদের চিরতরে বিদায় করেছে।

২৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

মেঠোপথ২৩ বলেছেন: ব্লগার একাত্তররা মনে করে ক্রমাগত মিথ্যাচার করে সত্যকে পালটে ফেলা যায় !! আসলে এই দলের সবাই আমার ধারনা মানসিকভাবে চরম অসুস্থ। লোভ এদেরকে উন্মাদে পরিনত করেছে।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনিও এখন উন্মাদের পথেই আছে।

২৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:১৭

এম এ কাশেম বলেছেন: রাম বাম আওয়ামী কু.--- বাচ্চারা আর ভারতীয় দালালরাই এখনও একাত্তরের চেতনা ফেরী করে।

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেতনা চিরতরে বিদায় হয়েছে। চেতনার ব্যবসা আর হবেনা।

২৫| ২৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ফালতু পোষ্ট।

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফালতুরা ফলতু পোস্ট চিনতে পারে।

২৬| ২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৫

মীর সাখওয়াত হোসেন বলেছেন: আওয়ামীলীগ প্রথম গুম এর শিকার ছিলেন জহির রায়হান ও মুনির চৌধুরী যার কোন বিচার না হওয়াতে ওরা আরও অপকর্ম করার সাহস পায় ।

০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তখন বিচার হরে আম্লিগ হায়েনা হয়ে উঠতে পারতোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.