| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
গান হলো সুর ও কথার এক অসাধারণ মিলন, যা আনন্দ দেয়, দুঃখ ভাগ করে নেয় এবং স্মৃতি জাগিয়ে তোলে। এটি হৃদয়ের ভাষা, যা কখনও মনকে শান্ত করে আবার কখনও নাচিয়ে তোলে। গান শুধু সুর নয়, এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। আশা করি গানগুলো আপনাদেরকে বিনোদন দেবে।
বিনোদন কেমন পেলেন জানাতে ভুলবেন না।
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় বাকীগুলো শুনলেও মজা পাবেন।
২|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পরে শুনবো।
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক আছে।
৩|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি তো "ইসলামিক স্কলার" (শিবির শাখা ); ইসলামে গানের অবস্হা কি?
৪|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
নতুন নকিব বলেছেন:
জেনারেশন একাত্তরের এসব গান শুনে বিনোদন লাভ করার অধিকার অবশ্যই আছে। তিনি কি এগুলো শুনেছেন? না কি, না শুনেই হাউকাউ শুরু করেছেন?
৫|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
নতুন নকিব বলেছেন:
আমি একটাও শুনিনি। তবে, ধারণা করছি, এগুলোতে বিনোদন দেওয়ার মত উপাদান থেকে থাকবে।
৬|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ দাদা
৭|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
বিশ্ব এখন জংগী-বিরোধী; দেখছেন, হামাস ও আইএস'এর কি অবস্হা? জামাত-শিবির, তৈয়বে লস্করের একই অবস্হা হবে।
৮|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬
অরণি বলেছেন: ওহ দারুণ বিনোদিত হইলাম। ![]()
৯|
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:০৭
কামাল১৮ বলেছেন: বিক্রিত রুচির পরিচয় ফুটে উঠেছে গানে।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সব শুনতে পারলামনা একটি শুনেছি। মজা পেয়েছি।