নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভোটের আগেই ফাটে কেন?

১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫


ভোটের আগেই ফাটে কেন? কথাটি যথার্থ।

দিল্লির মতো হাই সিকিউরিটি জোনে এই রকম বিস্ফোরণ অকল্পনীয়। অকল্পনীয় হলে কি হবে ঠিক বিহারের দ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন বিস্ফোরণ। যখনই ভারতের জাতীয় নির্বাচন হবে ঠিক তার আগে ভারতে বড় ধরণের হামলা বা নাশকত হবে হবেই। যখন কর্মসংস্থান, বেকারত্ব, দারিদ্রতা, ভোটচুরি এবং সর্বশেষ SIR নিয়ে ভারতে অস্থির অবস্থা তৈরী হয়েছে এবং বিহারের দ্বিতীয় দফার নির্বাচন ঠিক তখনই হাই সিকিউরিটি জোনে বিস্ফোরণ। স্বাভাবিক ভাবেই মনে হচ্ছে এই বিস্ফোরণ রাজনৈতিক কারণে ক্ষমতাকে আরো কুক্ষিগত করতে মোদীর সেই পুরনো নাটক নতুনভাবে মঞ্চস্থ হলো।

ভোট চোর স্লোগানটা ভোলানোর উদ্দেশ্য এই প্ল্যান। যেমনটা ঘটেছিল পুলওয়ামা ও পেহেলগাম ঘটনা। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে পারলেই মোদীর পোয়াবারো। আজ পর্যন্ত কোন terrorist attack এর পর investigation এর কোনো result বের হয়নি তারমানে daalme kuch kala hay⁉️

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভোটের আগেই ফাটে কেন? B-)

২| ১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:




ভারতীয় রাজনীতি নিয়ে আপনার অগাধ পান্ডিত্য; ভারতের সম্যা ওখানে রাজাকার ছিলো না; ফলে, আপনার মন খারাপ।

৩| ১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

dupur১২৩ বলেছেন: ওরে স্যার দেখি এই খানে, আমার স্যার হলো দিল্লির খাস লোক , মাসিক ভাতা পান উনি , গার্বেজ ইতিহাস সরবরাহ করার জন্য।

আগুন সন্ত্রাস করা করতো আস্তে আস্তে দেশ বাসি বুজতে পারবে , আগেই জানতো কিন্তু , কিছু গার্বেজ ইতিহাস বিদ আর গার্বেজ সুশীল দের জন্য প্রমান করা যায় নাই। কথা কি ঠিক বললাম , গার্বেজ সরবারহ কারি স্যার।

৪| ১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আজকে ভিজিটর এতো কেন ? দেখেন ৩০০০ এর উপর । :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.