| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
অন্ধ বা জন্মান্ধ যারা কোন কিছুই দেখেনা তাদের কথা আলাদা কিন্তু যাদের চোখ আছে, জ্ঞান আছে, বিবেক আছে তারা কেন দেখেনা? তারা কেন একবারও তাদের নিজেকে প্রশ্ন করেনা যে, তাদের চোর নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়েছে সেখানে মৌজমাস্তি করছে কিন্তু বিকেকান্ধ, উচ্ছিষ্টভোগী, হাড়গোড় খেকো ভক্তদের ফেলে রাতের আধারে তাদের গুরুরা বিদেশে পাড়ে জমিয়েছে। বিদেশে তাদের আলিশান ঘরবাড়ি, বৌ, ছেলে, মেয়ে নিয়ে সেখানে দিব্বি আরামে দিনাতিপাত করছে, করছে মৌজমাস্তি। শুরাপান করছে ফোনে উচ্ছিষ্টভোগীদের উস্কেদিচ্ছে। সেই উস্কানীতে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে, চেতনা ব্যবসার তালে আছে। চেতনা ব্যবসার স্টেকহোল্ডার নিরাপদে বিদেশে বসবাস করছে।
এরা কি একবারও ভাবেনা ব্যাংকগুলো লুট করা হলো আজ বাধ্য হয়ে ৫ ব্যাংককে একত্রিত করতে হচ্ছে, জনগন আমানত পাওয়া নিয়ে চিন্তুায় আছে। তারপর আম্লিগ নতুন করে যে কয়বার ক্ষমতায় এসেছে সেই কয়বারই শেয়ারবাজার লুট হয়েছে, লুটের হোতা ছিল জ্বিনের বাদশা, তদন্তেও জ্বিনের বাদশার নাম এসেছিল তারপরও জ্বিনের বাদশার একখানা নিম্নাঙ্গের লোম তুলতে পারেনি কেউ হাসিনার কারণে।
তাহলে ক্লোন রাফা কোন উদ্দেশ্যে ব্লগে নিয়মিত ধ্বংসাত্নক কাজের উস্কানী দিয়ে যাচ্ছে? সরকারের গোয়েন্দা বাহিনীর উচিত হবে ক্লোন রাফ'র "র" কানেকশন খতিয়ে দেখা। সেই সংগে ব্লগে একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রচারণা চালাচ্ছে সেটাও দেখা উচিৎ বলে মনে করি।
এই স্বার্থান্বেষীরা সবাই ধ্বংসাত্মক কার্যক্রম ঘটানোর চেষ্টায় জড়িত এবং প্রতিনিয়ত এরা ধ্বংসাত্মক কার্যক্রমের উস্কানী দেওয়া ও বাস্তবায়নের সংগে জড়িত। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা একান্ত জরুরী।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন।
২|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৩
ধূসর সন্ধ্যা বলেছেন: রাফা ইচ্ছে আওয়ামীলের মগজহীন রানু। ওর প্রতিটা পোস্টই হচ্ছে কোন না কোন আওয়ামী পোস্ট কপিপেস্ট। প্রতিদিন সকালে হাসিনার গু খেয়ে দিন শুরু করে। এই মগজহীনের পেছনে সময় নষ্ট করার কোন দরকার নেই।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় ও্টার সংগে 'র' কানেকশন আছে।
৩|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রথম ও দ্বিতীয় প্যারার সাথে সহমত।
কিন্তু আপনি এখন যেমন বাসে আগুন, পেট্রোল বোমা, নাশকতাকে ধ্বংসাত্মক কাজ বলে উদ্বিগ্ন ঠিক আওয়ামীলীগ ও ১৪ নির্বাচনের পর দেশের গঠিত অগ্নিসন্ত্রাস কে বিএনপি, জামাত-শিবির নাশকতা বলে রাজনীতি করেছে। কোন রকম সুষ্ঠু তদন্ত, বিচার, গোয়েন্দা ব্যার্থতার কিংবা সরকারের গাফিলতি কথা কেউ এখনো ও বলে নাই সেই সময় ও না।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমার সবসময়ই ভালো লাগে। মন্তব্যের আপনাকে ধন্যবাদ।
১৪ সালের নির্বাচন পরবর্তী যে অগ্নি সন্ত্রাস হয়েছে তা পুরোটাই আম্লিগ করেছে। আপনি আগুন সন্ত্রাসী কারা? এই পোস্ট পড়লে বুঝতে পারবেন আম্লিগ ভারতের পরামর্শে কি খেলাটাই করেছে জনগনের সংগে। ওরা কত ভয়ানক ছিল? মানুষ পুড়ে মারতে ওদের একটুও হাত কাঁপেনি।
৪|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
অরণি বলেছেন: রাজীব নুর, মাথা পাগলা আরো কিছু পাগল ছাগল ভ্যাভ্যা ম্যাম্যা করছে।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা নিয়মিত ভ্যাভ্যা ম্যাম্যা চলছে।
৫|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
খাঁজা বাবা বলেছেন: এইসব প্রতিবন্ধীরা আছে বলেই শেখ হাসিনা আবার ক্ষমতার স্বপ্ন দেখে
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য করেছেন; এইসব প্রতিবন্ধীরা আছে বলেই শেখ হাসিনা আবার ক্ষমতার স্বপ্ন দেখে।
৬|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগুন সন্ত্রাসী কারা? ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন আপনারা।
৭|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার ওপরের দুই প্যারা কেউ যদি পড়ে এবং উপলব্ধি করার চেষ্টা করে তাহলে যে কোনদিন আওয়ামীলীগের উস্কানীতে নাচবেনা। আমি হলফ করে বলতে পারি।
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদের বিবেক, বুদ্ধি, বিচার করার ক্ষমতা, আত্নপোলব্ধি, মানবিকতা সবকিছুই উচ্ছিষ্টভোগে বিনাশ হয়েছে; ওরা সামনে হাড় ঝোলানো দেখলে সবকিছুই ভুলে যায়।
৮|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর এবং মাথা পাগলা নিক যতই নেগেটিভ কথা বলুক উনাদের ban চাই না । কারণ উনাদের counter দেয়ার মতো এনাফ লেখক সামুতে আছেন । ভিজিটর রা বোকা নয় । তারা ঠিকই জানে লিগ কি কি আকাম কুকাম করেছে।
সামু একটা সোশাল মিডিয়ার মতো । সোশাল মিডিয়ায় লিগের পেইজে গিয়ে যারা বিরোধি তারা comments করে ।
।
রাফার এসব হাউকাউ লিখা পড়ে কেউ যদি জোশে পথে ঘাটে নামে নামুক।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজিব নুর এবং মাথা পাগলা এনাদের ব্যান করার কথা আমি বলিনি তবে ফ্লোন রাফা হাউকাউ সন্দেহ জনক। 'র' কানেকশন থাকতে পারে।
৯|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শেয়ার বাজার পরপর তিনবার ডাকাতী করলো দরবেশ, ব্যাংকগুলো লুট করলো এগুলো কি ক্লোন রাফা-রা দেখেনা?
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও বিস্ময়ে অবাক হয়ে ভাবি এরা কি এগুলো একবারও চিন্তা করেনা। নাকি এদের কাছে দেশের চেয়ে নেতা-নেত্রী বড়?
১০|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫
সৈয়দ কুতুব বলেছেন: এদের কাছে দেশের চেয়ে নেতা-নেত্রী বড় ।
তাই সহজে ফিরে আসতে পারবে না। তাপস-বাহাউদদিন নাসিম দেশের বাহিরে , সমরাট এখন জেলে । লিগ ঢাকা দখল করতে পারবে না ।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজ কাউকেই রাস্তায় দেখা গেলোনা। ঘোষনা দিয়ে পলাতক চোরগুলো বিদেশে মৌজমাস্তি করছে আর এখানে ছাগলের ৩ নম্বর বাচ্চাগুলো লাফাচ্ছে।
১১|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আওয়ামী সন্ত্রাসীদের কাছে দেশের চেয়ে নেতা-নেত্রীই বড়।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক তাই। এদের দেশপ্রেম বলে কিছু নেই।
১২|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের কাছে হাসুর অন্যায় কোন অন্যায়ই না। আবোল তাবোল পোস্ট করেই যাচ্ছে । আর কয়েকটা তো হাসির গোলাম,
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ এদের কাছে হাসুর অন্যায় কোন অন্যায়ই না। দেশের চেয়ে হাসিনা বড়।
১৩|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫
যারীন তাসনীম আরিশা বলেছেন: সরকারের উচিত হবে এই ব্লগে নজর রাখা।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক।
১৪|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮
আমি নই বলেছেন: রাজিব নুর সম্ভবত প্রতিবন্ধি (অটিস্টিক)। রাফা একজন লীগের কট্টরপন্থী মুরিদ। যেকোনো রাজনৈতিক দলের কট্টরপন্থী মুরিদরা দেশের শত্রু, কারন এরা দলের অপকর্ম চোখে দ্যাখেনা।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা অত্যন্ত কট্টরপন্থী, দেশবিরোধী, ভারতের দালাল।
১৫|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
অনন্য দায়িত্বশীল বলেছেন: @ ব্লগার আমি নই আপনার সংগে পুরোপুরি সহমত।
রাজিব নুর সম্ভবত প্রতিবন্ধি (অটিস্টিক)। রাফা একজন লীগের কট্টরপন্থী মুরিদ। যেকোনো রাজনৈতিক দলের কট্টরপন্থী মুরিদরা দেশের শত্রু, কারন এরা দলের অপকর্ম চোখে দ্যাখেনা।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রা অত্যন্ত কট্টরপন্থী, দেশবিরোধী, ভারতের দালাল।
১৬|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭
একজন নিষ্ঠাবান বলেছেন: ২০১৪ নির্বাচনের পর দেশের গঠিত অগ্নিসন্ত্রাস নিয়ে কিছু বলবেন কী?
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২০১৪ সালের ৫ জানুয়ারি। প্রহসনের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগিয়ে নেয় আম্লিগ ও এর দোসররা। ফলে ১৪৭টি আসনে বাকী নাটক সমাপ্ত করার ভোটগ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। এ নির্বাচনে নাম সর্বস্ব মোট ১২টি রাজনৈতিক দল অংশ নেয়; কাজীর গরুর মতো কাগজে আছে গোয়ালে নেই। আওয়ামী লীগ একাই ২৩৪টি আসন পায়। আরেক দালাল জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ (ইনু) ৫টি, তরীকত ফেডারেশন ২টি, জাতীয় পার্টি (জেপি) ২টি, বিএনএফ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসনে জয়লাভ করে। নির্বাচন কেন্দ্রগুলো ছিল মানুষ শুন্য তারপর গোলাম পাঁ চাটা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ ভোট দেখিয়েছিল ৪০.০৪ শতাংশ।
এই প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে ভারতের পরামর্শে হাসিনা গং মেতে উঠে এক নিষ্ঠুর নির্মম খেলায় যা ছিল আগুন সন্ত্রাস। তখন বিএনপির ডাকা হরতালে অথবা হরতাল ছাড়াই যত্রতত্র চলন্ত বাস, দূরপাল্লার বাস, ট্রাক এবং বিভিন্ন স্থাপনায় বোতলে পেট্রোল নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেওয়াই ছিল আম্লিগের প্রধান ও একমাত্র কাজ এবং দালাল মিডিয়া দিয়ে সেটাকে বিএনপি জামাতের কাজ বলে বিরামহীন প্রচারনা চালাতো। ওদিকে ভারতে গদি মিডিয়া তো আছেই এই প্রচারণায়।
১৭|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্লোন রাফা হলো হাড্ডিখেকো আওয়ামী সন্ত্রাসী এবং র-এর এজেন্ট। সরকার তথা গোয়েন্দা সংস্থার কাছে জোড় দাবী জানাচ্ছি ক্লোন রাফা-কে গ্রেফতার করে ডিম থেরাপী দিয়ে কখন কোথায় সে বোম, ককটেল মেরেছে কোথায় আগুন লাগিয়েছে তা বের করা। সংগে কে কে ছিল তাও বের করা।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার করে ডিম থেরাপী দিলেই কোথায় কোথায় আগুন দিয়েছে তা বের হবে সংগে কে কে ছিল তাও বের হবে।
১৮|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এস.এম. আজাদ রহমান
এটাও তো উস্কানীমূলক পোস্ট দিয়েই চলছে।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিছুটা মার্জিত আছে। অতটা হাড্ডিখেকো নয় তবে কট্টর।
১৯|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আগামী ১৭ তারিখে রায় হবে; ১৭ তারিখ পর্যন্ত এরা সন্ত্রাসী কার্যক্রম চালাতেই থাকবে অথবা চেষ্টা করবে তাই ৩৬ জুলাইয়ের পক্ষের সকল রাজনৈতি দল ও মতকে সতর্ক থাকতে হবে।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা পাগলা কুত্তার মতো পাগল হয়েছে যে কাউকে যখন তখন কামড়াতে পারে তাই সতর্ক থাকতে হবে।
২০|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩
ধূসর সন্ধ্যা বলেছেন: এটা আবার র? এর মত চুনোপুটির সাথে র যোগাযোগ করবে?
ব্লগে চটি পিয়ালের একনিষ্ট চামচা ছিল এটা। এখনো চটি পিয়াল গং এর পোস্ট ব্লগে ডাম্প করে চলেছে নিয়মিত। মন্তব্যের উত্তরে অসংলগ্ন কথা বলে চলেছে। এর মত মস্তিস্ক বিকৃত কারো পেছনে সময় নষ্ট করার মানে নেই।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। অমি রাহমান পিয়াল ওরফে চটি পিয়াল। তাহলে এটা চটি পিয়ালের চামচা?
২১|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১২
নতুন নকিব বলেছেন:
অগ্নি–সন্ত্রাসীদের রাষ্ট্রীয়ভাবে কঠোর হস্তে দমন করে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সময়ের দাবি। একইসাথে, সামু সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যারা দেশবিরোধী, উসকানিমূলক ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডে লিপ্ত, তাদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সংগে একমত সামাজিক প্ল্যাটফর্মে যারা দেশবিরোধী, উসকানিমূলক ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডে লিপ্ত তাদের চিহ্নিত করে যথাযথ আইনগত আওতায় নিতে সরকারকে অনুরোধ জানাচ্ছি।
২২|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪১
একজন নিষ্ঠাবান বলেছেন: এবার সত্যিটা জানতে পারলাম। আমিও এমটাই ভেবেছিলাম তারপরই আবার ভাবি সরকার কেন করবে? আপনার প্রতিমন্তব্যে বিষটি পরিস্কার হলো।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব মিডিয়াই ছিলো আম্লিগের পক্ষে তাই প্রচারণা চালাতে আম্লিগের সহজ হয়েছে। জনগনও সেই মিথ্যাটাই বিশ্বাস করেছে এখন আস্তে আস্তে জনগন বুঝতে পারছে।
২৩|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৫
একজন নিষ্ঠাবান বলেছেন: সত্য লেখার জন্য মাহমুদুর রহমানকে জেল দেওয়া হয়েছিল।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুধুই কি জেল? তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল সেই সংগে তার পত্রিকা বন্ধ করেছিল এবং ছাপাখানার সব যন্ত্রপাতি খুলে নিয়ে গিয়েছিল অর্থাৎ অবশিষ্ট কিছুই ছিলনা।
২৪|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০
একজন নিষ্ঠাবান বলেছেন: দিগন্ত টিভিও তো বন্ধ করে দেওয়া হয়েছিল।
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ। দিপন্ত টিভি বন্ধ করা হয়েছিল কারণ দিগন্ত টিভি শাপলা চত্ত্বর হত্যা কান্ড লাইভ প্রচার শুরু করেছিল সেই কারণে দিগন্ত টিভিকেও বন্ধ করে দেয়।
২৫|
১৩ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
এই ব্লগে রাজীব খুবই পপুলার ব্লগার; তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার পক্ষের ব্লগার। আপনি তো চাননি যে, মুক্তিযুদ্ধের ফলে "১ পাকিস্তান" ভেংগে বাংগালীরা আলাদা হোক; আপনি রাজকার, আলবদর, শান্তি কমিটি ও যেই ৩০ ভাগ "১ পাকিস্তানে বিশ্বাসী" তাদের সাপোর্টার।
আপনার এই পোষ্টে যারা কেমন্ট করেছেন, ১ জনও কি রাজিব নুরের মতো পপুলার?
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষের বিবেক অবশিষ্ট নেই!