| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
২০১৪ সালের ৫ জানুয়ারি, হাসিনার প্রহসনের নির্বাচনকে বৈধতা দিতে ভারতের পরামর্শে হাসিনা গং মেতে উঠে এক নিষ্ঠুর নির্মম খেলায় যা ছিল আগুন সন্ত্রাস। তখন বিএনপির ডাকা হরতালে অথবা হরতাল ছাড়াই যত্রতত্র চলন্ত বাস, দূরপাল্লার বাস, ট্রাক এবং বিভিন্ন স্থাপনায় বোতলে পেট্রোল নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেওয়াই ছিল আম্লিগের প্রধান ও একমাত্র কাজ এবং দালাল মিডিয়া দিয়ে সেটাকে বিএনপি জামাতের কাজ বলে বিরামহীন প্রচারনা চালাতো। ওদিকে ভারতে গদি মিডিয়া তো ছিলই এই প্রচারণায়।
এখন আগুন দিচ্ছে কারা; নিশ্চয় আপনাদের বুঝতে বাকী নেই? তাহলে এবার বুঝলেনতো আগুন সন্ত্রাসী কারা?
আজকের পর আশা করা যায় আগুন সন্ত্রাসীদের প্রধান স্টেকহোল্ডারের আগুন সন্ত্রাস চিরকালের জন্য বন্ধ হবে।
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাহলে নিশ্চয় বুঝে ফেলেছেন আম্লিগ হলো আগুন সন্ত্রাসী সেই আগুন সন্ত্রসীদের উচ্ছিষ্টভোগীরা ব্লগে হাউকাউ করছে।
২|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: এটা দলকানারা বুঝবে না তারা আফসোস শুরু করে দিয়েছে---
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের সামলে পরিত্যক্ত হাড্ডি ঝোলানো থাকে তার লোভেই এরা দলকানা।
৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১০
নতুন নকিব বলেছেন:
এখন যারা দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে, এরা প্রচুর মেহনতী, অপকর্মেও যথেষ্ট নিষ্ঠাবান, সেই কারণে আগুন সন্ত্রাসীর তকমাটা এদেরই প্রাপ্য। এটা এদের হক।
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই আগুন সন্ত্রাসে এরা প্রচুর মেহনতী তাই আগুন সন্ত্রাসী তকমা এদেরই প্রাপ্য।
৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই অরাজকতার বিচার হবে একদিন।
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইতোমধ্যেই বিচার চলছে।
৫|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৮
কলাবাগান১ বলেছেন: খোথায় যেন এই কমেন্ট টা দেখেছি। এক কমেন্টেই সকল রাজাকারদের চরিত্র আয়নায় ভেসে উঠল
"ঠিক আছে। এখন তো তারা নাই। ব্যবসারও সুযোগ নাই। তো এখন তো নিঃসঙ্কোচে মুক্তিযুদ্ধের পক্ষে বলা যায় এবং যারা এর বিপক্ষে তাদের রাজাকার এবং পাকিস্তানপন্থী বলা যায়! কিছু মানুষ তা বলবে না। তারা পাকিস্তানের সব অপরাধ ক্ষমা করতে রাজী। আর মুক্তিযুদ্ধ নিয়ে যে স্বতস্ফূর্ত আবেগ সেটাও তাদের কাছে চেতনার ব্যবসা। সমস্যা এইখানেই। "
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কমেন্টেই আপনি রাজকারদের চরিত্র দেখলেন এটাইতো চেতনার ব্যবসা; আপনাদের ব্যবসা আর চলতে দেওয়া হবেনা।
তারা নেই মানে আম্লিগ নেই এই তো আপনি আম্লিগের বাপ এখানেই আছেন।
৬|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
বাকপ্রবাস বলেছেন: আমার এলাকায় কোন সংঘাত নাই, কেউ কারো উপর হামলা করেনি। তবুও মধ্যরাতে রাস্তার পাশে থাকা একটা বাস পুড়িয়ে দিয়েছে।
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা চেতনা ব্যবসায়ী।
৭|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রায় পড়া শুরু হয়েছে এবার আশা করা যায় আগুন সন্ত্রাসী গড়মাদার-এর পরিসমাপ্তি ঘটবে।
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাই হওয়া উচিত।
৮|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ভুল পথে আছেন আপনি।
আপা দেশকে ভালোবাসেন। উনিই পেরেছিলেন জামাত শিবিরকে দমিয়ে রাখতে। উনিই পেরেছেন রাজাকারদের বিচার করতে। উনিই পেরেছেন শেখ মুজিবের খুনীদের বিচার করতে।
উনি আবার আসবেন। পুলিশ হত্যার বিচার করবেন। মেট্রোরেল ভাঙ্গার বিচার করবেন। ৩২ নম্বর ভাঙ্গার বিচার করবেন। থানায় আগুন দেওয়ার বিচার করবেন। মুজিবের ভাস্কর্য ভেঙ্গে দেওয়া, শিবিরের লোকজন পুলিশের পোশাক পড়ে ছাত্র হত্যা করেছে, জ্বালাও পোড়াও করেছে- সব কিছুর বিচার শেখ হাসিনা করবেন। করা উচিত। দেরী হোক যায়নি সময়।
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যে পুরাই পাগল হয়েছেন এই কমেন্টই তার জ্বলন্ত উদাহরণ।
৯|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪১
অরণি বলেছেন: রানু আপা থুক্কু রানু ভাই মনে হয় বুইড়াভামের ভাব ধরেছে।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক।
১০|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: কলাবাগানের উদ্ধৃত মন্তব্যটি আমার করা। কিন্তু তিনি সেই মন্তব্য এখানে কেন ব্যবহার করলেন তা বুঝলাম না।
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা উহাই ভালো জানে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮
কিরকুট বলেছেন: চালুনি কয় সুই তোর পাছায় ফুটা। তুই একদম সৎ চরিত্রের না।