নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন সওদাগরের ব্লগ

পাখি এক্সপ্রেস

সবাক

পৃথিবীর সব পাখির বাপের বাড়ি গ্রামে হয়। যে গ্রামে ঘাসফুল নেই, পাখিরা সে গ্রাম ছেড়ে চলে যায়।

সবাক › বিস্তারিত পোস্টঃ

কবি নির্ঝর নৈঃশব্দ্য :: প্রেয়সী বলেই ভালোবাসি

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩১

ভাবিনি তার ঘর এতোটা গোছালো থাকবে। এ রণে এসে একটুও মিললো না। খোঁচা দাঁড়ির সাথে ঘন শব্দজট মিলে, লম্বাচুলের সাথে কড়ারোদও, অমিল শুধু গোছলো ঘরটা। নিরাশ হয়েছি ভীষণ। তবুও ভাবনার সাথে বাস্তবের মিল দেখে কয়েকবার বিজয়ীর মুকুট পরে নিয়েছি।



চুলে বেণী করতে জানি না। সরু সরু অনেকগুলা বেণী বেঁধে দেয়ার ইচ্ছে হওয়াটাকে আমি মোটেও পাগলামো বলি না। বরং তার লম্বা চুলের কারণে মেয়েদের হাসির শব্দে মন বসিয়ে নিলাম। এভাবে তাকে দেখে প্রকৃতিও মন্তব্য করে। চট্টগ্রাম ভার্সিটির খোলামাঠে তাকিয়ে রোদের শুয়ে থাকা দেখছিলাম। আমার দ্বিতীয় সত্ত্বার তৃতীয় চোখে আচমকা রোদের অদৃশ্য হওয়া টের পেলাম। আহারে! সব রোদ যেন প্রেয়সী চুষে নিলো। বন-বনের গাছ-গাছের ছাল-কাঠ-কাঠের যৌবন আর মাঝের কয়লা, আবার সেই কাঠের অলংকার সবই একসাথে দেখে নিতে পারে, বুঝে নিতে পারে, টুকে রাখতে পারে যারা তাকে পড়ে তাদের জন্য। নির্ঝরের দৃষ্টি একজন নিখাঁদ শিল্পীর দৃষ্টি।



গ্রামের বাড়ির সামনের পুকুরে গুঁড়োফেনার চাদর ছিঁড়ে একটি সড়ক বানাবো। সে সড়ক গিয়ে ধরবে দীর্ঘকেশী হাইওয়ে। আমরা রোদের গাড়িতে চড়ে যাবো নৈ:শব্দ্যের দেশে। নির্ঝর সে দেশের বাদশাহ। বাতাসে ভেসে থাকা সে নেশার দেশে কেউ পড়বে, কেউ লিখবে, আর কেউ আঁকবে। আমি কেবল প্রেয়সীর চুলে ছোট ছোট বেণী বাঁধবো।



তার সাথে থেকে আমার কবিতা আসেনি। কবিতা আসলে তাকেই চেনে, তাকেই কেনে। আমি অনিয়মিত লেনদেনের সওদাগর। পাওনা বুঝিয়ে দিইনা শব্দের, পঙতির আর কবিতার যৌবনের। কবিতার সাথে নির্ঝরের সংগম এবং সংগমপূর্ব শৃঙ্গার, ক্লাসিকাল এবং ক্লাসিকাল। কেবল সংগম পরবর্তী ক্লান্তিতে এসেই নির্ঝর নৈ:শব্দ্য অভিনব এবং অদ্বিতীয়ত। কে জানে এমন মূল্যায়ন হয়তো প্রেয়সী বলেই!



শিল্প, নারী এবং নির্ঝর এ তিনের সুখ আর অত্যাচারের শীৎকার পুরো ঘর জুড়ে। নারীকে এমন যত্ন করে, সবুজ করে নুতন বাগানের ফুলের মতো করে সাজিয়ে রাখতে দেখে ভীষন হিংসা হলো। তুলনা করে দেখলাম আমার কাছে নারী মোটেও নিরাপদ নয়। হতাশা আর কষ্টের কাছাকাছি নারীর অবস্থান বেজায় নোংরা। নির্ঝরের কাছে কেবল প্রেম আছে। প্রেমের কাছে শিল্প এবং শিল্পী নিরাপদ থাকে। শিল্পই শিল্পীকে বাঁচিয়ে রাখবে।



খুব কষ্ট পাবো, যদি কখনো শুনি "নির্ঝর এখন আর কবিতা নির্মাণ করে না, ছবি বাঁধে না"!



নির্ঝর আমার প্রেয়সী। তাকে ভালোবাসি, ভালোবাসি। তাকে ছেড়ে আসার কিছু পথ পরে ভাগাভাগি করে একটি কবিতা লিখলাম :



: ভালো থাকিস

: তুইও ভালো থাকিস



একলাইনের অমন টেনে ধরা বার্তা মুঠোফোনে আর একটিও নেই।





বিশেষ দ্রষ্টব্য :

নির্ঝর ভালো খিঁচুড়ি রান্না করতে জানে।





(চট্টগ্রাম গিয়েছিলাম। নির্ঝরের কাছে দু'দিন একরাত ছিলাম। কাছ থেকে দেখে তাকে নিয়ে এ লেখাটি লেখার লোভ সামলাতে পারিনি। যদিও এটি নির্ঝরের জন্য ব্যক্তিগত বার্তা হতে পারতো, তবুও ব্লগে লেখার বিষয়টা বরাবরই জিভে জল আসার মতো।)

মন্তব্য ৪৯ টি রেটিং +২২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৬

শত রুপা বলেছেন: জাস্ট প্লাস।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৫

সবাক বলেছেন:
আমি তুষ্ট।

২| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪২

আবদুল ওয়াহিদ বলেছেন:
নির্ঝরের ঘর গোছালো!!

নিশ্চয় কোন গড়বড় আছে। নির্ঝর জবাব দে।

এটা ঠিক, ভালো খিঁচুড়ি রান্না করতে জানে।

ওরে ঢাকা হোটেলে খিঁচুড়ী খাইয়ে ছিলাম একবার। খুব বিরক্ত হয়েছিলো্।

+

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫২

সবাক বলেছেন:
নির্ঝরের গোছালো ঘর দেখে আমি নিরাশ হয়েছি....

৩| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৪

_তানজীর_ বলেছেন: আমার সবসময়েই জানার ইচ্ছা ছিল এই রহস্যময় মানুষটাকে। ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬

সবাক বলেছেন:
:)

শুভেচ্ছা।

৪| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫২

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: নির্ঝর ভালো খিঁচুড়ি রান্না করতে জানে
নির্ঝরের খিচুরী খাইতে মন্চায়......;)





রোম্যানটিক লেখা কে অনেক ++++

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৭

সবাক বলেছেন: অনেকদিন পর বৃষ্টির শব্দ শুনলাম।

বৃষ্টির শব্দ যেন ভালো থাকে।

৫| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:০০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কবি নির্ঝর নৈঃশব্দ্য :: প্রেয়সী বলেই ভালোবাসি

----------------------------------------

দুইটি বালকের সম্ভাবনার মৃত্যু ঘটিলো কি । ;) :D


পো্স্টে প্লাস - :)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

সবাক বলেছেন:
আমার কোন সম্ভাবনাই নেই। :(

অন্যজন সম্ভাবনার হিসেব মাড়িয়ে অন্য উচ্চতায় চলে গ্যাছে। :)

৬| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:০০

চিটি (হামিদা রহমান) বলেছেন: বিশেষ দ্রষ্টব্য :
নির্ঝর ভালো খিঁচুড়ি রান্না করতে জানে।



খিঁচুড়ির দাওয়াত চাই:)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৩

সবাক বলেছেন: যাইতে আমাকেও নিয়ে যাইও...

৭| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৫

তারার হাসি বলেছেন:
আমি না, চিটি আপু বলেছেন নির্ঝর ভালো খিঁচুড়ি রান্না করতে জানে।
হামলা করতে হবে। :)
নির্ঝরকে দেখে আমার খুব এলোমেলো মনে হয়েছিল, আরো মনে হয়েছিল কি যেন এক ঘোরের মাঝে ছিল। :P
সুন্দর লেখা সবাক।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৬

সবাক বলেছেন:
নির্ঝরের মাঝে কবিতার পরগায়ন হয়। সেখানেই ঘোর।

শুভেচ্ছা তারার হাসি :)

৮| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৯

দ্রোহি বলেছেন:
নৈঃশব্দের মাঝে নির্ঝরের বসত, আর বিরুদ্ধ প্ল্যাকার্ড হাতে সবাকের গল্প; বন্ধুতা'র এমন বহিঃপ্রকাশ ভাল লাগল।

ভাগাভাগির কবিতায় আমিও শামিল হলাম.....

- ভাল থাক তোমরা।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫০

সবাক বলেছেন:
সবাই মিলে সুন্দর থাকি।


সুন্তর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা। :)

৯| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৮

হাসান মাহবুব বলেছেন: নির্ঝররে ইদানিং রাইতের বেলা বলগাইতে দেহিনা, সে কি অহন ভোঁসভোঁস কৈরা ঘুমাইতেসে নাকি? খুব খ্রাপ!

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫১

সবাক বলেছেন: না, ব্যাটার বিদ্যুত ছিলো না।

ওটার কাজ বলতেইতো ছবি আঁকা আর ব্লগানো।

১০| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৮

খেক খেক বলেছেন: তানজীর_ বলেছেন: আমার সবসময়েই জানার ইচ্ছা ছিল এই রহস্যময় মানুষটাকে। ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫৩

সবাক বলেছেন: তানজীরকে ধইন্যা ;) খেক খেক

১১| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৪

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:


@সবাইরে খিচুড়ি খাওয়াইতে চাই। কিন্তু কেমনে?:(

ঘর গোছানোর কারণ ঘরখানা দুয়েকদিনের মধ্যে ছেড়ে দেয়ার কথা ছিলো। আর আমি একেবারেই ঘর গোছাই না, এই কথা ঠিক নয় বছরে একবার নিশ্চয় গোছাই:)

১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০০

সবাক বলেছেন:
গোছালো ঘর সুন্দর নয়।

১২| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: একলব্যের পুনর্জন্ম বলেছেন: কবি নির্ঝর নৈঃশব্দ্য :: প্রেয়সী বলেই ভালোবাসি

----------------------------------------

দুইটি বালকের সম্ভাবনার মৃত্যু ঘটিলো কি । ;) :D






@একলব্য
এই বালকের (আমার) কোনো সম্ভাবনা ছিলো না। অন্য বালকটির সম্ভাবনা অমর।:)

১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০১

সবাক বলেছেন: একলব্য বহুত ভেজাইল্যা মন্তব কর্সে ;)

১৩| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ২:০০

আকাশ অম্বর বলেছেন:

বিশেষ দ্রষ্টব্য :
নির্ঝর ভালো খিঁচুড়ি রান্না করতে জানে।

(লুল ফেলে অপেক্ষায় থাকা আর কি!) :P


ধন্যবাদ, সবাক!

১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০২

সবাক বলেছেন:
আমি খাইয়া লুল ফালাই :)

১৪| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৪

জুল ভার্ন বলেছেন: জীবনের একান্ত কিছু কিছু বিষয় থাকে যা ব্যক্তির একান্তই নিজস্ব-তা অন্য কাউকে শেয়ার করলে ভাল লাগা ক্ষয়িষ্ণু হয়ে যায়! তোমার এই ভাললাগাটাও তেমন-যা শুধু গোপনে অন্তরে লালন করতে হয়...............

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৬

সবাক বলেছেন:
নির্ঝর আমার প্রেয়সী

১৫| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩

শাওন৩৫০৪ বলেছেন: লেখার স্টাইল টা খুবই দারুন...

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০১

সবাক বলেছেন:
শাওন....

ভালো থাকুন।

১৬| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬

বৃত্তবন্দী বলেছেন: লেখা খুব ভালো লাগলো...

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪

সবাক বলেছেন:
বৃত্তে বন্দী

১৭| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭

তায়েফ আহমাদ বলেছেন: জাষ্ট ভাল লেগে গেল।

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৫

সবাক বলেছেন: :)


সুন্দর কমেন্টে অনেকগুলা ++++++++++++++++++++++++++

১৮| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৬

বড় বিলাই বলেছেন: হুমম, pretty romantic. সেই সাথে লোভনীয়। মজার খিচুরী খেতে কে না পছন্দ করে।

১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২

সবাক বলেছেন:
pretty romantic

১৯| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২

আইরিন সুলতানা বলেছেন:

বেশ বেশ।

বেঁচে থাকুন শিল্পী, বেঁচে থাকুক শিল্প। বেঁচে থাকুক কবি, বেঁচে থাকুক কাব্য।

১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৪

সবাক বলেছেন:
আইরিন সুলতানার কামনা :

বেঁচে থাকুন শিল্পী, বেঁচে থাকুক শিল্প।
বেঁচে থাকুক কবি, বেঁচে থাকুক কাব্য।

২০| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৮

মুক্তি মণ্ডল বলেছেন: জয় খিচুড়ির। নির্ঝর যেখানে থাকে সেখানে যাবার ইচ্ছা ছিল নানা কারণে যাওয়া হয়নি। এখান থেকে পালালে কেমনে হবে!

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯

সবাক বলেছেন: জয় খিচুড়ি...;)

২১| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০২

শরৎ চৌধুরী বলেছেন: বাহ!

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

সবাক বলেছেন: আহ্

২২| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১

নম্রতা বলেছেন: আহা ! বন্ধুর বাড়ি কি মজা !

-----------
কবির রান্না খিচুড়ি কবে খেতে পাবো ?

১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৭

সবাক বলেছেন: নির্ঝরতো আমার ডার্লিং.....

দেশে আসো.. খাওয়াবে।

২৩| ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
সবাক, নির্ঝর স্বপ্নে পাওয়া শিল্পীর রূপের প্রতিচ্ছবি।

একাসাথে বিড়ি টানা, রিক্সা চড়া এবং মেয়েলি জিনসকেনা কাটা করেছি।
ট্রেনের চেপেছি। নির্ঝর সারারাত জেগে ছিল।

নির্ঝর ততটাই নির্বোধ, যতটা তুখোড় লেখায়।

এইসব নির্বোধদের আমরা হারিয়ে ফেলি।

এইসব নির্বোধই আদর্শ।

শ্লা, নির্ঝরে আমি পিডাইতেও চাই, শ্লা এমন কেমতে???




২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১

সবাক বলেছেন:
শালায় নাকি বিড়ি টানে না :(

তবে শ্লা একখান জিনিস... কামড়ায়া খাইতে ইচ্ছা হয়।

২৪| ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

শত রুপা বলেছেন: কবির ঘরের ভেতরের একটা ছবি দিতে পারেন?

২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৮

সবাক বলেছেন:
না। তবে বর্ণনা দিতে পারি..

তার আঁকা দামি দামি সব ছবি দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে রাখা ছিলো। একটা চৌকি- সেটার বসন খুব আরামদায়ক। নরোম। একটা টেবিল, কোন চেয়ার নয়। চৌকিতে বসে টেবিল ধরতে হতো। টেবিলের সামনে ফ্লোরে অব্যবহৃত তৈজস আর বইপত্র।

জানালা একটা আধাখোলা থাকতো।

কবি এখন ঢাকায়। সে ঘরের খবর জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.