ভোরের সূর্য বলেছেন: নতুন পাসপোর্ট যেভাবে করেছেন ঠিক একইভাবে করতে হবে। ব্যাংকে ৩০০০টাকা জমা দিয়ে ১সেট ফর্ম(একদম নতুন হলে ২সেট কিন্তু রিনিউ এর জন্য ১সেট) পূরন করবেন। আর ফর্মের ২৩নং এর দেয়া আছে পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নম্বর (প্রযোজ্য হলে) সেখানে আপনার বর্তমান পাসপোর্ট নম্বরটি দিন এবং পাসপোর্ট পরিবর্তনের কারণ উল্লেখ করার জায়গায় টিক চিহ্ন দিন। এবার জমা দিন। আশাকরি ১সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।
১|
২৩ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৮
ভোরের সূর্য বলেছেন: নতুন পাসপোর্ট যেভাবে করেছেন ঠিক একইভাবে করতে হবে। ব্যাংকে ৩০০০টাকা জমা দিয়ে ১সেট ফর্ম(একদম নতুন হলে ২সেট কিন্তু রিনিউ এর জন্য ১সেট) পূরন করবেন। আর ফর্মের ২৩নং এর দেয়া আছে পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নম্বর (প্রযোজ্য হলে) সেখানে আপনার বর্তমান পাসপোর্ট নম্বরটি দিন এবং পাসপোর্ট পরিবর্তনের কারণ উল্লেখ করার জায়গায় টিক চিহ্ন দিন। এবার জমা দিন। আশাকরি ১সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।