নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
হল কি স্বাদ পূরণ,
দেখিয়া যদি নাই হয় মরণ !
বিদায়ের পথে একা দিবগো কি করে,
সেই মহা পথ,
যেখানে আছো নিয়ে বসে তোমারি রথ !
দেখিয়া বাসনা করিও পূরণ,
হোক যদি হয় তবেও মরণ !
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,
তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০১
সূচরিতা সেন বলেছেন: সুন্দর উপদেশের জন্য অনেক ধন্যবাদ।
২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবিতাটি একটু অন্যরকম। ভালো লাগলো।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ।শুভেচ্ছা থাকলো।
৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২০
ব্লগ মাস্টার বলেছেন: অনুসরন করিয়া গেলাম।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২
সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা থাকলো মাস্টার ভাইয়া।
৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:০৪
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর!!
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:৪৯
কাওসার চৌধুরী বলেছেন: দিদি শুভেচ্ছা নেবেন। সাড়ে দশ মাসে মাত্র একটি পোস্ট!! মেনে নিতে পারলাম না। আপনার লেখার হাত কিন্তু বেশ ভাল।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার দাদা ।শুভেচ্ছা থাকলো ।আসলে দাদু হাতে সময় না থাকাতে আর যতটুকো সময় পাই অতটুকোতে লেখে উঠতে পারি না তাই ব্লগে কম বিচরন।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের চরণ দুটো বেশ ভাল লেগেছে।
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক! হ্যাপী ব্লগিং!
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা জানবেন।
৭| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: প্লাস।
+++
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
শুরুতে অনেক সুন্দর কবিতা দিয়েছেন। নিয়য়মিত লিখুন; অন্যদের পোষ্ট পড়ুন, মন্তব্য করুন; তাতে আপনাকে সামনের পাতায়া লিখতে দেবে।