নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
বুঝিনি কখনো মায়াবী চোখ দুটোই
জীবনের বড় অভিশাপের একটা অংশ,
তার প্রতিটা শব্দের বিলাপে লুকিয়ে আছে
মায়া মুগ্ধ মহা প্রলয় ধ্বংস !
কি করার আছে বা নাই
ভালো বেসে যখন ছুঁপেছি হৃদয়
তখন না হয় প্রেম করিবো দান
আছে আমার দেহে যতদিন ছোট্র একটা প্রাণ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫
সূচরিতা সেন বলেছেন: ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্য!!
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫
সূচরিতা সেন বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৭
সূচরিতা সেন বলেছেন: আপনাদের কছে ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম।
৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন, লিখতে থাকুন।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯
সূচরিতা সেন বলেছেন: অনেক কৃতজ্ঞতা কাচা হাতের লেখা পড়েছেন বলে।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩
স্রাঞ্জি সে বলেছেন: কত গুলো শব্দ টাইপিং ভুল হইছে, মনে হয়।
ভাল লাগল।