নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
ভালো আমি বাসি যারে
সে থাকে বহু দূর
তাকেতো বলি বলি বলে
আজো হয়নি বলা………
ভালো আমি বাসি তারে।
কি করে বুঝাইবো অবুঝ মনতারে
ভালো আমি বাসি যারে
সে থাকে আমার থেকে বহু দূরে…….।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০
সূচরিতা সেন বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা থাকল দাদু। না হতে পারি নাই।
২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৪
কাওসার চৌধুরী বলেছেন: দিদি, শুনে কষ্ট পেলাম । নিয়মিত লেখুন ঠিকই সেফ হবেন।
২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫১
সূচরিতা সেন বলেছেন: উৎসাহিত হলাম দাদু।
৩| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
মামুন ইসলাম বলেছেন: অনুস্বরনে রেখে গেলাম।
২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২
সূচরিতা সেন বলেছেন: উৎসাহিত হলাম মামুন ভাই।
৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৪
রাকু হাসান বলেছেন: আপু আপনার কবিতা মাঝেই মাঝেই পড়ি ,ভাল লাগে , গুণি ব্লগারাও প্রশংসা করছে বারবার আপনার । কিন্তু এখনও সেইফ না হওয়াতে নিজের ই কেন জানি খারাপ লাগছে । কিছূ মনে করবেন না ,এই পোস্টে জানালে ,মডুদের নজরে আসার কথা ,ফেসবুকেও জানাতে পারেন।
আপনার খুব তাড়তাড়ি সেইফ কামনা করছি । মডুদের হয়তো খুঁজে বের করা কঠিন, তাই চোখ এড়িয়ে যাচ্ছে আপনাকে ,অামার মনে হয় । ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় রাকু ভাইয়া।আপনার দেয়া লিঙ্কে যেয়ে জানিয়ে আসলাম প্রবলেমের কথা।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭
কাওসার চৌধুরী বলেছেন: দিদি শুভেচ্ছা নেবেন আপনি কী এখনো সেফ হন নাই?