নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

প্রেম অমরত্ব

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৬

ভালোবাসা আর বাসি খারাপ নয়
তবে সেই পবিত্র প্রেম পথে ঘাটে যেন না হয়
যাতে লোক মুখে মন্দ না কয়,
প্রেমে জাগিয়ে তুলে মনষত্ব্যের মন ও হৃদয়।

তবেই তাহাকে ভালোবাসা কয়
যদি প্রেমকে পবিত্র আত্মার শ্রাবণে কর জয়
নাই তাতে কোনো দৈহিক ক্ষয়
মরণের আগ পযন্ত হয়না সে প্রেমেরি পরাজয় ।

যদি মনে কর প্রেম তোমার যেন অমৃতু্য রয়
তবে সে প্রেম পার্কে নয়
পবিত্র বন্ধনে যেন ঘরে বসে হয়
প্রেম হোক চির অমর যেন হারিয়ে কারো কাঁদিতে না হয় ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২

কলকন্ঠ বলেছেন: ভালো কাব্য।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:১৬

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ কলকণ্ঠ।

২| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৫

রাকু হাসান বলেছেন: বাহ ! কত সুন্দর ভাবনার কবিতা টা ! :-B , আপনার যতগুলো কবিতা পড়েছি ,কোন টা তে হতাশ হয়নি আমি

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাকু ভাই। আমার কাচা হাতের লেখা আপনাদের ভালো লাগে শুনে খুব ভালো লাগল ভাই।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩০

মো: নিজাম গাজী বলেছেন: তবেই তাহাকে ভালোবাসা কয়
যদি প্রেমকে পবিত্র আত্মার শ্রাবণে কর জয়
নাই তাতে কোনো দৈহিক ক্ষয়
মরণের আগ পযন্ত হয়না সে প্রেমেরি পরাজয় ।

বাহ দারুন লিখেছেন প্রিয়া লেখিকা। প্রেমের অমরত্বের দরকার নেই। অমরত্বের দরকার আছে সত্যিকার প্রেমিক-প্রেমিকার। কারণ-
প্রেম সেতো এমনিতেই অমর,
ভালো হোক আপনার প্রেমের সমর।

ভালো থাকুন। শুভকামনা।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৫

সূচরিতা সেন বলেছেন: অসংখ ধন্যবাদ নিজাম গাজী।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০১

স্রাঞ্জি সে বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন।

তো আপনাকে কখন দেখতে পাবো ফন্ট পেইজে।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে স্রাঞ্জি সে ।সেটা আমার পক্ষে বলা অসম্ভব।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

এখওয়ানআখী বলেছেন: অসাধারণ ব্যঞ্জনাময় সরল সুন্দর কবিতা। ভাল লেগেছে। পরিচয় পেয়েছি বড় মনের। ভাল থাকবেন প্রিয় কবি।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ এখওয়ানআখী ।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

বলেছেন: অনবদ্য কবিতা
প্রতিবাদ করে লাভ নাই কিছুই করতে পারবেনা।
তাই প্রতিবাদ না করাই ভালো আমি মনেকরি

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২

সূচরিতা সেন বলেছেন: না প্রতিবাদ করেই বা ক্ষতি ছাড়া আমাদের লাভ কি হয়েছে কখনো ।সমাজের কিছু নোংড়া মনষত্ব মানুষের জন্য পুরো সমাজ দূষিত।অনেক ধন্যবাদ ল।

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সাথে দোয়া থাকল দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন।

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

বিজন রয় বলেছেন: আরো ভাল ভাবে লেখা যেত।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২১

সূচরিতা সেন বলেছেন: বিজন রয় দাদা কবিতা লেখা আমার কাজ নোনা।

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৫

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ প্রফেসর আপনাকে।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৬

খাঁন কামাল বলেছেন: বেশ সুন্দর লেখার পাকা হাত আপনার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.