নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

আমি চাই সে হোক চাঁদ

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

কেহ যদি হয় আমার,,,,,,,,,,,,,,,,,
তবে আমিও হবো তার,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সারাটা জীবন সঙ্গে নিয়ে
সুখের অথই সাগর হবো দুজন মিলে পার,,,,,,,,,,,,!

সে যদি কাঁদে আমার দুঃখে
তবে আমি কেন হাসবো না তার সুখে ?
সে যদি আমার হয়ে চায় আকাশ আমার কাছে,,,,,,
আমার বুকের আকাশ তবে ভরিয়ে দিবো তাকে ভালোবেসে,,,,,,,,,,,,, !

মিষ্টি মূখর হবে প্রেম তার ভালোবাসা ধারা
আমি চাই সে হোক চাঁদ
তবে আমি হবো তারা,
এক সুতায় দুটি জীবন বান্ধা হোলাম একটা জীবন মোরা
বাঁচবো না আমরা কেহ,
একজন আরেকজনকে ছাড়া।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা থাকলো।

২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

নতুন বিচারক বলেছেন: ভালো লাগল ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

সূচরিতা সেন বলেছেন: আপনাদের কাছে ভালো লাগছে এটাই আমার কাছে অনেক কিছু।

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


কবিতায় বড় হৃদয়ের অনুভবতা আছে
আপনার কবিতা মনে হয়, ব্লগারদের চোখে পড়েনি

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

সূচরিতা সেন বলেছেন: হয়ত সকলে ঈদে গরু কেনা কাঁটা নিয়ে অনেক ব্যস্ত তাই। আর তা ছাড়াও আমি নতুন মানুষ পরিচিত হতেও একটু সময় লাগবে।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: মিষ্টি অনুভবের কবিতা।

অথই হবে।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

সূচরিতা সেন বলেছেন: কি যে বলেন দাদু । আমরা কবি আর আমাদের কবিতা বড় লজ্জায় ফেলে দেন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬

বিজন রয় বলেছেন: আমাকে দাদু বললেন?!!

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯

সূচরিতা সেন বলেছেন: আমি আন্তরিক দুঃখীত যদি না জেনে আপনার মনে দুঃখ দিয়ে থাকি।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

বিজন রয় বলেছেন: হা হা হা হা দুঃখিত হওয়ার কি আছে?

আপনার কি মনে হয়েছিল, আমি ভেবেছিলাম ফান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৫

সূচরিতা সেন বলেছেন: না ইয়ে মানে আমি ভাবলাম দাদু বলাতে আপনি হয়ত অন্য কিছু মনে করেছেন।

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

রাকু হাসান বলেছেন: সুন্দর ভাবনা । সুন্দর কবিতা কিন্তু খারাপ লাগে

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

সূচরিতা সেন বলেছেন: কেন ভাইয়া খারাপ লাগে কেন ? আমার কোনো ভুল আছে ? যদি থাকে বলে দিন ঠিক করে নেয়ার চেষ্টা করবো।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাকু হাসান বলেছেন: কেন ভাইয়া খারাপ লাগে কেন ? আমার কোনো ভুল আছে ? যদি থাকে বলে দিন ঠিক করে নেয়ার চেষ্টা করবো
আপনার ভুল ধরার মত কবিতা আমি লিখতে পারি না । খারাপ লাগা হলো ভাল লিখেন অথচ প্রথম পাতায় কবিতা পায় না । দেখা যাক বলেছেন,মডুরা কি করে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সূচরিতা সেন বলেছেন: আপনার পরামর্শ মত বলেছিলাম কিন্ত কোনো লাভ হয়নি ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

রাকু হাসান বলেছেন: হওয়ার অপেক্ষা করুন । আমি দেখেছি । একটু ফেসবুকেও বলে রাখতে পারেন । কয়টা দিন দেখেন একটু ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ রাকু ভাইয়া। হাসু মামা কি আপনার আপন মামা হয় ?

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

রাকু হাসান বলেছেন: হুম আামার মামা হয় ,হাসু মামা জাতীয় মামা । একটা কথা বলি ,মনে কিছু নিবেন না ,আপনাকে আমার সাদা দিলের মানুষ মনে হয় =p~ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.