নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

নিরীহ দৃষ্টি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

অপলক এক নিরীহ দৃষ্টি,
আপন মনে করে সে মায়ার সৃষ্টি!
কালো মেঘের পাহাড় ঝড়ে,
কাঁদে আকাশ ছোঁয়া সেই বৃষ্টি !
নিরীহ এক নারী,
আপন জন রেখে
অপর ঘর দেয় পাড়ি,
সেথায় হয় তার ঘর বাড়ি,
হায়রে অভাগী
ভাবিয়া জীবনভর হইল ত্যাগী ।

আত্মার যবনিকা,
ধরে যায় মরিচিকা !
স্বামী প্রবাসী
অপেক্ষায় নারী জনমদাসী ।

ঘুরফির করে মুহুর্তে পাপ,
ধ্বংসিতে চায় বিষধর সাপ,
স্বামী যে জীবনের সব
শিক্ষা দিয়াছে মায় আর বাপ !

লুটেরা দৃষ্টি
করিতে চায় স্বার্থ সিদ্ধি,
লোভী মন
অপলক হাসে মিষ্টি !


মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপলক এক নিরীহ দৃষ্টি,
আপন মনে করে সে মায়ার সৃষ্টি!
কালো মেঘের পাহাড় ঝড়ে,
কাঁদে আকাশ ছোঁয়া সেই বৃষ্টি !

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আবার ফিরে আসা তোমার কাছে
ঘুমিয়ে পড়ি নক্ষত্রের বুকে
এখনো ভালোবাসি ,ভালোবাসি সে ই
অচেনা শিহরন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। এভাবে যেন সব সময় আপনাদের পাশে পাই।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,
তুমি আমার নয়নে জ্যোতি,
এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
খুজিয়া ফিরি তাহারে, নয়ন হতে নয়নের কোলে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,আবারো সুন্দর একটি মন্তব্যের জন্য।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারণ কবিতা। :||

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে হাসু ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না - পর্ব: ১
আপনার মতামত কাম্য
আমার ব্লগে আরও কবিতা আছে
পড়ার অনুরোধ থাকল ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.