নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
আমার যা কিছু ছিল দেবার
সবটুকো দিয়েছি
নাই যে কিছু বাকী আর !
যা বোঝানোর ছিল
সবটুকো বুঝিয়েছি
নাইযে বাকী কিছু আর বোঝাবার !
আমি বুঝেছি না বুঝে চোরাবালিতে পা দিয়েছি,
স্বার্থেরবরাদে শুধু নয়ন ভরে অশ্রু পেয়েছি,
মনের অজান্তে মন দিয়ে
মন হারিয়েছি।
আগে ছিল সব সাদাকালো
এখন হল রঙ্গিন
সেভাবেই পেলাম আমি,
উত্তরের পথ যার শেষ যেয়ে দক্ষিন।
সে মানুষের বেশে থাকা,
মনের গলি যার ফাকা
সে কি করে বুঝিবে
তাকে নিয়ে আমার বুকে,
যত সব স্বপ্ন বাঁধা
কোন সে প্রেমের ছবি আঁকা।
ফুল ভেবে হারিয়েছি কূল
আসলে আমারই ভুল!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
সূচরিতা সেন বলেছেন: সাজ্জাদ ভাই অভিরাম শুভেচ্ছা থাকল । আপনাদের প্রতিটা মন্তব্য আমার হৃদয়ের সম্পদ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
স্রাঞ্জি সে বলেছেন:
ভুল শুদ্ধ মিলেই মানবসম্প্রদায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
সূচরিতা সেন বলেছেন: তবে সময়ের গালিচায় একটা সময় সব শুদ্ধ হয়ে যায়।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
স্রাঞ্জি সে বলেছেন:
সেটাই তো বড় পাওয়া।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
সূচরিতা সেন বলেছেন: ঠিক বলেছেন সব হারিয়ে ফিরে পাওয়ার মাঝেই খুঁজে পাওয়া সুখ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
এ.এস বাশার বলেছেন:
ভুলতো মানুষেরই হয়,শইতানের নয়।
ভুলগুলি শুধরে নিয়ে জীবন হোক আনন্দময়।।
কবিতা ভালো লেগেছে.....
শুভকামনা জানবেন..
আপনার পোষ্টে আমার প্রথম মন্তব্য সম্ভবত।
আমার ব্লগে নিমন্ত্রন রইলো....
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা থাকল। মন্তব্য রেখে এসেছি।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
স্রাঞ্জি সে বলেছেন:
সুখ খুব কঠিন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
সূচরিতা সেন বলেছেন: বহু গীতিকাব্য এবং বহু গুনীজ্ঞানীরা বলেছেন সুখ সোনার হরিন।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
শোভ বলেছেন: কবিতাটা ভালই লাগল । কিন্তু কথা হইল গিয়ে মরা বেটি কথা কয় ক্যামনে ?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
সূচরিতা সেন বলেছেন: স্বাগতম। শুভ দুপুর । সব দেখাই যে দেখা নয়,সব কথাই যে বলা নয়,কিছু কিছু অমিলেও মিল হয় ।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
ইব্রাহীম আই কে বলেছেন: আহা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
সূচরিতা সেন বলেছেন: শুভ দুপুর ।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফুল ভেবে হারিয়েছেন কূল
আমার মনে হয় না, আপনার ছিল ভুল
ভালো লিখেছেন। বুঝিবে/করিবে না লিখে বুঝবে/করবে লিখলে আরো ভালো হবে।
ইয়ে, আমার পোস্টে আপনার কমেন্ট দেখে আপনার নামটা ভালো লেগে যায়। ঐ নামে কোবতেও লিখে ফেলি পরে ঐ নামে একটা ই-বুকও বেরিয়ে যায়- সুচিত্রা সেন
শুভেচ্ছা রইল
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
সূচরিতা সেন বলেছেন: অশেষ কৃতার্থ মহাদয়ের কাছে সুন্দর পরামর্শের জন্য।আশা রাখি এর পর ভুলগুলো সুধরে নেবো।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
সূচরিতা সেন বলেছেন: শুভ দুপুর শ্রদ্ধেয় রাজীব নুর।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
নতুন নকিব বলেছেন:
প্রায়শই অাপনার অর্থবহ কমেন্ট দেখি, কিন্তু কখনও অাসা হয়নি অাপনার ব্লগে। অাজ 'অামারই ভুল' দেখে এলাম। ভাল লাগলো। শুভকামনা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা থাকল।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
সূচরিতা সেন বলেছেন: অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয়।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। পড়ে ভালো লাগলো।