নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

শেষ প্রহর

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

শৈবালের ছটাক ধরেছে জীবন বৃত্তান্তে,
ক্ষতির হিসাব আজও মিলেনি,
কি যেন কত হিসাব বাকি এখনো
হয়ত রয়ে যাবে সব অজান্তে ।

মন বলে মাঝে মাঝে প্রেক্ষাপটে ভ্রমণ চালাতে
জানি তাতে কোনও লাভ নেই,
যা চলে যাবার তা চলে গেছে,
আর যে যাওয়ার সে যাবেই ।

একাকী মনের গহীনে
কত কথা বলে চলছি সেই অচেনা নীর্জনে !!
মনে পড়ে শুধু প্রতিশ্রুতির কথা !
যা শ্রাবণের আঘাত হানে,
দেয় মনে হারিয়ে যাওয়ার ব্যথা ।

বহু ব্যস্তময় সময়
যা মনে পড়তে আজও অচমক ভয়,
জানি না কি যেন,
কেন এমন হয় ?

আজ বড় ক্লান্ত
ধীরে ধীরে দিয়েছি অনেক পথ পাড়ি !
আর সহ হচ্ছে না ক্লান্ত দেহের বহর,
হয়ত এখনই ঘটবে জীবনের শেষ প্রহর।


০৭।০৯।১৮ ইং
রোজ শুক্রবার ।
শৈশবের বান্ধবী তমার বারান্দায় বসে লেখা।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: 今朝も雨降ってるし(; ̄ェ ̄)
今週末もなんだか、天気良くなさそうになってきてるぞ。
いったい、いつになったら秋晴れになるのやら。かなりイラついてます。今朝も雨降ってるし(; ̄ェ ̄)
今週末もなんだか、天気良くなさそうになってきてるぞ。
いったい、いつになったら秋晴れになるのやら。かなりイラついてます
চীনা ভাষায় মন্তব্য করলাম । কিছু মনে করবেন না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

সূচরিতা সেন বলেছেন: ও আপনি তাহলে চিনদেশে থেকে ব্লগ লেখছেন।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো পড়ে ৷

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

সূচরিতা সেন বলেছেন: অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কাওসার ভাইয়া।শুভ বিকেল।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


বান্ধবীর সাথে সময় কাটানোর সময় কি আপনি উৎফুল্ল হননি?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

সূচরিতা সেন বলেছেন: এটা দুপরের খাবারের পরে বিশ্রামের সময় লেখা ।আর তার আগে কান্নাকাটি হাসি আনন্দ অনেক কিছু ঘটেছে।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

লায়নহার্ট বলেছেন: {আমি বারান্দায় বসে আকাশ দেখি, তখন মাথায় মৃত্যু চিন্তা আসে না}

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

সূচরিতা সেন বলেছেন: সবারই মৃত্যু একদিন না একদিন ঘটবে ওটা নিয়ে এত্ত চিন্তের কিছু নেই।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

ব্লগ মাস্টার বলেছেন: বেশ হচ্ছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

রাকু হাসান বলেছেন: বাহ,এত আগে এত সুন্দর কবিতা ! :|| । প্রথম দুই লাইন বেশি ভাল লাগেলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাকু দা।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর লেখা । :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.