নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
কদিন থেকেই চোখে প্রচন্ত ঘুম,কোনো জায়গায় একটু বসতেও পারিনা বসলেই যেন দুইচোখে ভারি ঘুমের বোজা চেপে বসে।
ছোটবেলায় মা,চাচি,খালাদের মুখে শুনতাম মানুষের হঠাৎ হঠাৎ বেশি ঘুমের আবির্ভাব ভালো লক্ষন নয়,এটা নাকি বিপদ বা
কুলক্ষনের সংকেট।আজ কদিন থেকে আমার চোখে তেমন ঘুমের বাসা বেঁধেছে।
বৃক্ষশাখায় গেনু বসিবার তরে
চমক ঘুম আসিয়া বসিল চরে !
চক্ষু মোর চাহিয়া,
যেন ঘুন বাবুরে আনছে ডাকিয়া ডাকিয়া ।
মধুর কন্ঠে দেয় কানে ছুড়ে
ঘুমতো নয় যেন এখন আর বহুদূরে !
পরে যাচ্ছি দ্বন্ধ দ্বিধায়
ডাকছে যেম কোনো খুনী বিপদ আমায় ।
কেন হচ্ছে এমন ?
ঘুম মাতাল পুরী হয়ত তেমন,
হচ্ছে মনে আছি আমি এখন,
ঘুম রাজপ্রাসাদে থাকতাম যেমন।
কাল বৈকালের একটা ছোট ঘটনা,অবশ্য বলা চলে একটা বিপদ ঘটেছে ।
দুপুর দুইটার দিকে আমি দুধ চুলাতে দিয়ে এসে তেমন আর কোনো কাজ না থাকাতে টিভির সামনে বসি।
টিভি ছেড়ে মনে মিনিট দশ দেখছি কিনা সেটাও সন্দেহ আছে,চোখ ঘুমে টলমল শুরু করে দিল কখন যে
ঘুমিয়ে পড়েছি তাও বলতে পারবো না।পরে ঘুম ভেঙেছে পাশের বাসার বৌদির দরজা লকের শব্দে উঠে
দরজা খুলতেই বৌদি বললো কি বেপার বৌদির কি শরীর অসুস্থ মানে ঠান্ডা জ্বর এরকম কিছু ? আমি
বললাম না বৌদি তেমন কিছু না এই মাথাটা একটু ভার আর কদিন,বলতে বলতেই বৌদি বলে উঠলো
বুঝেছি আর কিছু বলতে হবেনা আগে রান্না ঘরে যেয়ে দেখেন চুলার উপরে হয়ত দুধ বসিয়েছেন তার
অবস্থা কি ? বৌদির মুখে এ কথা শোনার পরে পাহার ভেঙ্গে আমার মাথায় পরলো,ততক্ষনা আমার মনে
হল আমি ঘুমানোর আগে চুলার উপরে দুধ দিয়ে এসে টিভির সামনে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। রান্না ঘরে
যেয়ে দেখি আমার দুধের পাতিলে এক ফোটা দুধও নেই আর পাতিল পুরে কালো এবং লাল বাদামী রঙের
হয়ে গেছে।ঘড়িতে চেয়ে দেখি ৬,৩০মিনিটের মত বাজে প্রায় সারে চার বা পাঁচ ঘন্টার মত আমি ঘুমের
মাঝে ডুবেছিলাম ।হয়ত দুধ পুরে যেয়ে আমায় কিছুটা সতর্ক করে দিয়ে গেল,আর আমিও বুঝতে পারলা
আমার হঠাৎ অতিমাত্রা এই ঘুমের জন্য শুধু দুধের পাতিল না আরো বড় দূর্ঘটনাও ঘটতে পারতো তাই আমাকে
সতর্ক হতে হবে।
ছবিটা আমার না এটা অন্য একটা সাইট থেকে নিয়েছি। লেখার সৌন্দর্যের কথা ভেবে ছবিটি দিলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
সূচরিতা সেন বলেছেন: স্বর্গ নরকের হিসেব আপনার আমার হাতে নয় ঈশ্বরই সব ভালো জানেন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
মিতু হাওলাদার রান বলেছেন: ঘুম সবার জীবনে দরকার।কিন্তু ঘুমেরও সময় থাকে অধিক ঘুম জীবনের অনেক বড় সমস্যায় বয়ে আনতে পারে,শুধু ঘুমই নয় সবকিছুরই নির্দিষ্ঠ সময় থাকে,তাই সব ক্ষেত্রেই সব দিক লক্ষ্য রেখে চলতে হবে যাতে কোন ছোট বা বড় কোন সমস্যায়ই না পরতে হয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০
সূচরিতা সেন বলেছেন: কোনো কিছুই বেশি মাত্রা ভালো লক্ষণ নয়।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: ঢুলুঢুলু ঘুমভাব আমারও হয়, তবে কী আমারও বিপদ আসন্ন?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১
সূচরিতা সেন বলেছেন: ভয়ের কিছু নাই।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা ! ব্লগে সবার হয়েছে কি আমার কয়দিন ধরে লিখতে ভালো লাগছেনা, কাল চাঙ্কু ভাইয়া বলল তারও একই অবস্থা । এদিকে একের পর এক ভূতের গল্প আবার আপুকে ধরেছে ঘুম রোগে
আপু আপনার চুলায় দুধ পুড়ে যাওয়ার কাহিনী পড়ে মনে পরল। আমার একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে একবার আম্মু বাসায় না থাকায় ডাল বসিয়েছিলাম চুলোয়। তারপর সেই যে বসেছি আর মনে নেই, এদিকে ডালের হাড়ি পুড়ে একদম কালো
আমারও ইদানিং চাকরী বাকরি বাদ দিয়ে খালি ঘুমাতে মন চায়
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
সূচরিতা সেন বলেছেন: বাসায় চলে আসেন আমার হাতেও অনেক সময় দুইবোন গলা ধরে ঘুমাবো। হাহাহা ! ভূতের কথা শুনলেই ভয় লাগে ।ব্লগের কাকে আবার ভূতে ধরলো ?
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
ভুয়া মফিজ বলেছেন: ঘুমানো ভালো। যতো ঘুমাবেন ততোই আনন্দে থাকবেন।
তবে চুলায় কিছু দিয়ে না ঘুমানোই ভালো। সেদিকে কঠোর দৃষ্টি রাখবেন....সেইসঙ্গে কিছু লিখলে বানানের দিকেও!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
সূচরিতা সেন বলেছেন: আমি বানানে খুব কাঁচা ভুয়া দা।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও এই সমস্যার ভিতর আছি। শুধু ঘুমে আক্রমণ করে। কি করি বুঝতে পারিনা।। এটা কি কোন সমস্যা নাকি?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
সূচরিতা সেন বলেছেন: বেশি বেশি করে চোখে পানিন দেন তাহলে সমস্যা কিছুটা কাটবে।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২
সনেট কবি বলেছেন: ঘুমানো ভালো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ কাকু।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশি বেশি করে ঘুমান খাইয়া না খাইয়া ঘুমান।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
সূচরিতা সেন বলেছেন: ঠিক আছে মামু।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ঠ্যঠা মফিজ বলেছেন: খুব সুন্দর লেখেন আপনি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
সূচরিতা সেন বলেছেন: আপনার লেখাগুলোও ব্লগের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
জনতার আদালত বলেছেন: ঘুম ক্ষতির কিছুনা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
সূচরিতা সেন বলেছেন: তবে বেশি ঘুম ভালোও না।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: প্রশ্ন হলো মহাত্মা গান্ধী কি বেহেশতে যাবেন? জানি বিচার কার্য আল্লাহ এর হাতে, তবে আপনার কি মনে হয়? মহাত্মা গান্ধী কি বেহেশতে যাবেন?