নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
অবুঝ নিয়তী আমার,
ধোকা খায় বার বার !
প্রশান্তির ঢেউ উম্মাদ করে তুলে,
যেন গেছ ভুলে,
সব দেয়া কথা ছলে আর কৌশলে !
তোমার বিস্ময় বিব্রত কন্ঠ বলে
তোমার মন বড় নিষ্ঠুর কোনো এক অহংকারীর দলে,
তাই দুঃখগুলো পরে থাকে অবুঝ মনের অনুকূলে,
দেয়া কথা গেলে তুমি কি করে ভুলে !
সোহাগে সোহাগে মিশে যেতাম আত্মার গভীরে
সে আমি আজ তোমায় থেকে কত দূর বহুদূরে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
সূচরিতা সেন বলেছেন: ঠিক বলেছেন এই আধুনিক কলি যুগেও নারীদের দুঃখের শেষ নেই।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
বাকপ্রবাস বলেছেন: আহা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
সূচরিতা সেন বলেছেন: হুম
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
বাকপ্রবাস বলেছেন: আহা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
সূচরিতা সেন বলেছেন: কি হল ?
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
রাকু হাসান বলেছেন: কষ্ট .লিখুন পড়ছি দিদি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
সূচরিতা সেন বলেছেন: দাদা আশির্বাদ করবেন। দাদা আপনি নতুন কিছু পোস্ট করেছেন ?
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: কেউ কথা রাখেনি!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
সূচরিতা সেন বলেছেন: সেটাই দেখছি ! কিন্ত কেন কোন অপরাধে বিধাতা এ দণ্ড দিলেন।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪
সূচরিতা সেন বলেছেন: শুভরাত্রী
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ভাষা সহজ সরল প্রানবন্ত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
সূচরিতা সেন বলেছেন: শুভ সকাল।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেও।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা সুমনদা।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯
বাকপ্রবাস বলেছেন: মোবইল থেকে ডাবল কমেন্ট হয়ে গেছে একটা মুুছে দিলে হবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
সূচরিতা সেন বলেছেন: থাকুক না হয় ক্ষতি নেই।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
ব্লগে বিরহীর সংখ্যা বেড়েই চলছে?