নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

অভিনয়

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭


কি করে ভুলি সে মায়পাহাড় মুখশ্রী
ভুলতে চাইলেই কি ভোলা যায়,
কি করে ভুলিবো সে মায়াঢালা শব্দ
যা ক্ষনে ক্ষনে হৃদয়কে করে রেখেছে জব্দ !
দৃষ্টির সীমানায় শুধু সে স্মৃতি
যা অতিপত্র টাণা ইতি !
হাসিয়া করিত খুন,
কাঁদিয়া অভিনয় ছিল বড় গুণ !

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



আহা!! খাঁটি অভিনেতা :(; করে দিল মোর চিত্ত একা!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কাওসার দাদা।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: হাসিয়া করিত খুন, বড় নির্মম দেখতেছি।

ভালো লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

বাকপ্রবাস বলেছেন: আর কিছু করার নাই
বাঁধিয়া রাখুন পরানে তায়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

সূচরিতা সেন বলেছেন: শুভ রাত্রী দিদি।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

যবড়জং বলেছেন: সেই গুণ এখন কে টানিয়া বেড়ায় ?
মন্তব্য করতে গিয়ে প্রশ্ন করলাম কি !!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

সূচরিতা সেন বলেছেন: হাহাহা আপনি খুব কথা বলেন মনে হচ্ছে আপনার কমেন্ট দেখে। শুভরাত্রী।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯

জাহিদ অনিক বলেছেন:


ক্যামনে কহি প্রিয়
কি ব্যথা প্রাণে বাজে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

সূচরিতা সেন বলেছেন: কহিবার নাই যে শব্দ
মনের সিন্ধুকে সবি করেছি জব্দ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম লাইনটাই সরস ও সাবলীল।

ক্রিয়াপদের চলতি রূপ ব্যবহার করলে ভালো হবে।

অতিপত্র শব্দটা ভালো লাগলো। এর অর্থ কী?


কবিতার গঠন ঠিক হলে কবিতা এমনিতেই ভালো হবে। যিনি কবিতার গাঁথুনি সম্পর্কে জানেনে, তিনি জানেন কবিতা কী।


কাঁদিয়া অভিনয় করা এক শ্রেণির মানুষের বড় গুণ :)

শুভেচ্ছা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

সূচরিতা সেন বলেছেন: শ্রদ্ধেয় আমি সবে নতুন।কাচা হাত ।এখনও শব্দ বর্ণ তেমন গোছাতে পারিনি।
অতিপত্র শব্দটা ভালো লাগলো। এর অর্থ কী?
কিছুদিন আগে শেষ কথা ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুলিতে পারি না, তারে ভোলা যায় না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

সূচরিতা সেন বলেছেন: অনেক চেষ্টা করছি কিন্ত পারছি না আর হয়ত পারবোও না।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকেই সুন্দর কবিতার জন্ম হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

সূচরিতা সেন বলেছেন: চেষ্টার কোনো ত্রুটি থাকবে না রাজীব দা। আপনেরা এভাবে সব সময় আমার পাশে থেকে উৎসাহ দিলেও আমার অনেক পাওয়া হবে।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

তারেক_মাহমুদ বলেছেন: যে হাসিয়া খুন হতে আবার কাদিয়া অভিনয় করতে পারে সেইতো আসল অভিনেতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

সূচরিতা সেন বলেছেন: শুভ সকাল তারেক দা।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

এ.এস বাশার বলেছেন: কি করে ভুলি সে মায়াপাহাড় মুখশ্রী......
আহাঃ কি সুন্দর কথামালা.....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়ও।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

রাকু হাসান বলেছেন: অল্প ভাষায় বড় বিষয় ফুটিয়ে তুলে ধরেছেন । পড়তেও খুব ভাল লাগেছে । কবিতাটি ++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

সূচরিতা সেন বলেছেন: আপনেরা পাশে আছেন বলেই লেখতে পারছি রাকু দা। শুভেচ্ছা থাকলো।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

সনেট কবি বলেছেন: ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সূচরিতা সেন বলেছেন: শুভ সকাল কাকু।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

শুভ্র বিকেল বলেছেন: সত্য কথন, শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শুভ বিকেল।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মফিজ দা।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

বাকপ্রবাস বলেছেন: বি.দ্র. আমি দিদি নই, দাদা হব। নিক ছবিটা আমার প্রথম কন্যা উমামা এর, ক্লাশ টু তে পড়ে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

সূচরিতা সেন বলেছেন: আমি দুঃখীত দাদা আগে বুঝতে পারিনি বলে। হৃদয়ের টুকরো উমামা মামনির জন্য রইল অফুরন্ত ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.