নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

কৃর্তণ কলি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

কৃর্ত সুখে মনের দুখে
গায় গান পাখী কোন বা রঙে
নয়ন পাপড়ি আরো মণি সঙ্গে
নাঁচিয়া বেরায় কিবা ধঙেরঙে !

আকাশ খোলা মেঘত ঘোলা
কণ্যা পাগলর বেশে
মাখে কর্তন মেঘও বরণ কেশে!
যেন পৃথিবী নড়েচড়ে বসে
দেখ কি কান্ড ভাঝে ভাঝে
গাল কূণো বেয়ে পড়ে হেসে হেসে !

মৃত মাটি বসে জেগে
সে বলে রেগে
এইতো কলি কান্ড হাটবাজারে
মিলায়েছে ভব মেলা কাঁধে,
গা বেয়ে পরে গোলাপের ঢেউ !
দেখিয়া পূবালী মরে হায়রে কেউ কেউ ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লেগেছে! 8-|

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

সূচরিতা সেন বলেছেন: শুভরাত্রী।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯

শুভ্র বিকেল বলেছেন: দারুণ লিখেছেন, শুভ কামনা সবসময়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১

সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

বলেছেন: ভিন্নত্ব।
ভালালাগা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫১

সূচরিতা সেন বলেছেন: শুভ কামনা থাকল।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ধারণা, টাইপিঙে আপনার সমস্যা হচ্ছে, ফলে যে-শব্দটা লিখতে চাইছেন, সেটাতে ভুল থেকে যাচ্ছে।

কৃর্তণ শব্দটা নতুন মনে হলো। অভিধানে পেলাম না। কীর্তন/কীর্ত্তন না তো? আরো কিছু ভুল আছে। ভুল হতেই পারে। যেহেতু কবিতা লিখছেন, কবিতার রচনাশৈলীটা একটু আয়ত্তে আনার চেষ্টা করুন। এই মুহূর্তে আমি কয়েকজন ব্লগারের নাম বলি- জাহিদ অনিক, ঋতো আহমেদ, দিশেহারা রাজপুত্র- তাঁদের কবিতাগুলোর গঠন, শব্দচয়ন ইত্যাদি দেখুন। আপনার ভাবনাগুলো ভালো, কবিতার অবকাঠামোটা ঠিক করতে পারলে আপনার উন্নতি অবশ্যম্ভাবী।

শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেও শুভেচ্ছা রইলো। আসলে ওটা কৃর্তন নয় ওটা কর্তন আর ওটা তেল জাতীয় কোনো সামগ্রী কে বোঝানো হয়েছে ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব দা।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সনেট কবি বলেছেন: দারুণ লিখেছেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ কাকু।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর হইছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

সূচরিতা সেন বলেছেন: অনেক শুভকামনা শ্রদ্ধেয় মফিজ দা।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বাকপ্রবাস বলেছেন: আমি যখন মোবইল দিয়ে লেখি কিছু কিছু বানান ভুল হয় আর শোধরানো যায়না, আপনারও মনে হয় এমন কিছু হচ্ছে, কিছু বানান ধরতে পারছিনা তায় পুরো কবিতা আস্বাদনে বিঘ্ন হচ্ছে। কবিতার ভাবটা ভাল লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

সূচরিতা সেন বলেছেন: টাইপো গুলো সংসোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি শ্রদ্ধেও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.