নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

অনুলিপি বিবেক

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সবার উর্দ্ধে মানুষ তাহার উপর নাই
শুধু শুধু সময়ের বঞ্চনা
অসময়ের গান মোরা গেয়ে যাই।

ধর্ম যার যার
যেমন কর্ম
তেমন ফল তার ।

আমি হোলাম কবি লেখক
আমি হোলাম কথার ধারাপাত
আমার আবার কিছের ভেদাভেদ
কিছের ধর্ম কিছের আবার জাত।

আমাদের পূর্বে বহু কবিগণ ধর্মজাতের একটা রেসারেসি রেখে গেছেন তাদের বিভিন্ন লেখা সাহিত্য কালামের মাঝে।
আসলে একটু ভেবে দেখুন কাউকে ছোট বা মিথ্যে বড় ছোট বানিয়ে বিবেদ ছড়িয়ে আপনি ক্ষণিকের জন্য হয়ত উঁচ্চ
মর্যাদা কিছু লাভ করতে পারবেন কিন্তু পরবর্তি সময় এর যে জটিলতা তা আপনার নামেই রটবে ।এখন সময়ের তাড়নায়
আপনি যত বড় মহান হননা কেন একটা সময় ঠিক ততটাই নিচে আপনাকে নেমে যেতে হবে যেখান থেকে আর ওঠা সম্ভব
না।
ধরুন
আপনি মুসলিম আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহু ।
আরেকজন হিন্দু তাকে সৃষ্টি করছে ভগবান ।

আল্লাহু ভগবান দুটি শব্দ হলেও এর সীমানা এক স্থানেই বান্ধা। সুতরাং আমরা কবি সাহিত্য যারা আসুন ধর্ম বিবেদ
ভুলে যেয়ে নিজেদের মধ্যে বন্দি থাকা জ্ঞানের আলো অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে পৃথিবীটাকে আলোকিত করার
চেষ্টা করি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: সূচরিতা সেন ,




আপনার লেখাগুলোতে প্রচুর বানান ভুল দেখা যায় যা দৃষ্টিকটু ।
এমনকি আপনার প্রোফাইলের লেখাতেও ভুল । লিখেছেন - এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় । সুন্দর পরামর্শের জন্য কৃতজ্ঞতা। আমি সংশোধন করে নিচ্ছি। ছুপিলাম কারো কাছে নিজেকে দিয়ে দেয়া।
বা দিয়ে দিলুম।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

রাকু হাসান বলেছেন: আপনার ভাবনাগুলো খুব সুন্দর ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাকু দা।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

বাকপ্রবাস বলেছেন: উর্দ্ধে , সপিলাম, তাড়নায়, ততটাই, নিচে, পৃথিবীটাকে............

ভাবনাটা ভাল, ব্লগে বা সাহিত্যে চাইনা কোন ভেদাভেদ। চাই সুস্থ্য সুন্দর পরিবেশ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩১

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা ভুলগুলো সংসোধনের সুযোগ করে দেয়ার জন্য।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন:

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩২

সূচরিতা সেন বলেছেন: এটা আপনার ভুল ধারণা দাদা।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও বড় কবি হয়ে উঠুন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৩

সূচরিতা সেন বলেছেন: দোআ করবেন।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! সুন্দর ভাবনা। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৩

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: নিজের জ্ঞানের আলো অন্যের মাঝে ছড়িয়ে দেয়ার যে কথাটি শেষের দিকে বলেছেন, তা খুব ভাল লাগলো।
তবে সহব্লগার আহমেদ জী এস প্রথম মন্তব্যটাতেই যে কথা বলেছেন- "আপনার লেখাগুলোতে প্রচুর বানান ভুল দেখা যায় যা দৃষ্টিকটু"- সেদিকে নজর দিন।
কথাটা "ছুপিলাম" নয়, সঁপিলাম। আরও অনেক ভুল বানান এখনো রয়ে গেছে আপনার এ লেখায়।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬

সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা স্যার ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

স্রাঞ্জি সে বলেছেন:
সূচরিতা আপু আপনি কই। নতুন পোস্ট দেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৭

সূচরিতা সেন বলেছেন: এইতো এসেছি এবং দিয়েছি ।আশা করি আপনি ভালো আছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.