নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
বুকে দুটো চেরির দানা ফুটে উঠতেই,
শুরু হয় মায়া স্বপ্ন বাধা !
রোজ দুপুরে বাঁশির সুর ধরে ডাকে,
কৃষ্ণ পাগল কোথায় সে রাধা ।
রাধা পাগল হল কৃষ্ণের জন্য
কৃষ্ণ পাগল রাধা বলে,
মনের নগর এইনা ঢোলে
ময়ূর নাচে তাইনা দেখে পাখনা তুলে।
ভর দুপুর কলস কাঙ্খে,
মাত্রী বলেন যাচ্ছনে ওই নদীর কূলে,
শ্রীমতি বলে,
আনবো শুধু কলস জল তুলে ।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
সূচরিতা সেন বলেছেন: ঠিক কইছেন কাকু ।কিন্তু কলি যুগ বলে কথা। যেন শ্রাবনের সব ব্যাথা।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
নাইম রাজ বলেছেন: অসাধারন ।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ---
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০
ব্লগ মাস্টার বলেছেন: এটা কি কবিতা ?
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
সূচরিতা সেন বলেছেন: ছড়া।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে যতনে লুকায়ে রাখতে হয়