নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
যতটা যায় বাসা ভালো
তার চেয়েও বেশি তোমায় বেসেছি !
কিন্তু আমি ভালোবাসা পাবার বদলে,
শুধুই অবহেলা ছলনা পেয়েছি ।
যেখানে সুখ পাবার দেয়ার কথা ছিল,
সেখানে শুধু দুঃখ পেয়েছি ।
ছঁন্দমাখা এক মুঠো হাসি দেখার আশায়,
কতইনা যন্ত্রণা সয়েছি!
আর নিজেকে নিজে একা একিত্ব নয়ন জলে ভাসিয়েছি।
কথা ছিল,প্রাণ ভরে হবে হাসাহাসি,
দুজনেই থাকবো চিরকাল সুখী !
হাসার বদলে শুধু কেঁদেছি ।
নিজেকে নিজেই মেরেফেলেছি।
তাইতো তোমার দেয়া দুঃখ গুলোকে
হাসি মুখে সুখ বলে মেনে নিয়েছি ।
যতটা পারা যায় দুঃখ আরো আমা দেও
তবে ঈশ্বরের কাছে করো প্রাথনা !
যাতে আমি পারি করিতে সে দুঃখ সহন,
করার মত ক্ষমতা আমায় দেন যেন তিনি,
আমি যেন সারাটি জীবন,
বইতে পারি সে দুঃখ নামের বোঝা বহন ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেও রাজীব দা।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সব কিছুই দুনিয়াতে পাওয়া হবে না।থাকবেই কিছু অপূর্ণতা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬
সূচরিতা সেন বলেছেন: সেটাই তবু চেষ্টার যেন কোন ত্রুটি নেই।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
ইমু সাহেব বলেছেন: কবিতা পড়তে এসে জীবনের দুঃখ শুনে গেলাম । আর শব্দ চয়নের দিকে একটু মনোযোগী হন ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার উপদেশগুলো মনে রাখবো।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
বাকপ্রবাস বলেছেন: আহারে বেদনা
জনম ভর গেলনা
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস দাদা।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ব্যথায় রচিত কবিতাকে গানের সাদৃশ্য লাগছে যে!
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ তাজুল দা।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
হাবিব বলেছেন: দিদি, কবিতা ভালো হয়েছে। কয়েকটা টাইপু আছে ঠিক করে নিবেন
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ হাবিব দা। আসলে খেয়াল করিনে দাদা। ঠিক আছে দেখে ঠিক করে নিচ্ছি দাদা।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো চালিয়ে যান দিদি ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২
চাঁনমিয়া বলেছেন: দারুন কবিতা দিদি ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই....
বানানগুলো ঠিক করুন
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ। ঠিকআছে দাদা। ঠিক করে নিচ্ছি।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: একটি কথার দ্বিধা থরথর চূড়ে,
ভর করেছিল সাতটি অমরাবতী।
বলুন এটা কার লাইন?
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯
সূচরিতা সেন বলেছেন: কবি সুধীন্দ্রনাথ দত্ত। গ্রন্থ অর্কেষ্ট্রা। কবিতা শাশ্বতী।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: গভীর ভালোবাসার কবিতা।।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিম দা।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি সুখে থাকুন দিদি এই দোআ করি।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ।শুভ সকাল।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি লিখেন ভালো ।সুন্দর লেখা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ দাদা।শুভময় হোক আপনার জীবন।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
এবং বেশ কিছু বানান এডিট করে ঠিক করে নিন।