নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
মনে পরে তোমার....... ?
এখনো শিশিরভেজা সকাল হয়,
দখিনা বাতাস শ্যামল ঘাস দুলিয়ে বয়ে যায় সবুজের স্রোত !
এক দলা বাতাস খুলে দেয়া খোঁপার চুল,
উড়িয়ে আনে পানির ঢেউ এক জাক হাসি মাখা পদ্ম ফুল।
সুভাস ভরা ঘ্রান,
যেন সুখের নগর ছুঁটে চলা দুটো প্রাণ ।
লাজুক লাজুক লুকোচুরি আড় চোখে হয়না দেখা,
প্রান্ত পথিকি আমি যেন শুধু একা ।
ছবি: ইন্টারনেট ।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার হয়েছে,
ভাল লাগলো।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০
সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ হোসেন দা।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১
সূচরিতা সেন বলেছেন: ধন্যবাদ রাজীব দা।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪২
ফাহাদ হামযা বলেছেন: “লাজুক লাজুক লুকোচুরি আড় চোখে হয়না দেখা,
প্রান্ত পথিকি আমি যেন শুধু একা” ।
কবিতার কিছু লাইনে প্রাণ খুঁজে পেয়েছি..!
৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
নীল আকাশ বলেছেন: একঝাক, সুবাস, পথিকই। ঠিক করে দিন।
ছবি সুন্দর লেগেছে।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘাসের উপর শিশির ভেজা সকালে
অনেক দিন হাটা হয়না। ইট পাথরের
শহরে এমন যায়গার খুবই অভা্ব।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
নার্গিস জামান বলেছেন: আপু, অনেক সুন্দর
৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি একা
তুমি এসে দাও দেখা।
+++++++++++++
৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো ।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লাজুক লাজুক লুকোচুরি আড় চোখে হয়না দেখা,
প্রান্ত পথিকি আমি যেন শুধু একা ।
....................................................................
প্রিয়ার চোখে কাজল দিবো,
হাসবে লাজুক লতা,
প্রান ভোমরার চাহিনি দেখে
যায় যে আমার বেলা !!!
.....................................................................