নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার কারনেই চাকুরি যায়নি শেখ হাসিনার স্বামী ডঃ ওয়াজেদ মিয়ার

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৪



১৯৯১-৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার স্বামী ডঃ ওয়াজেদ মিয়া। একদিন এক সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার কাছে একটি ফাইল নিয়ে আসেন।
সেখানে ঐ সচিব ডঃ ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করার একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। মন্ত্রী মহোদয় বললেন তা কেনো? সচিব তখন নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছিলেন ।

রফিকুল ইসলাম মিয়া বললেন ফাইল টা রেখে আপনি আপনার কাজে যান।
রফিকুল ইসলাম মিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফোন করে বিষয়টি জানান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন ওয়াজেদ সাহেবকে যেনো কোন ভাবেই চাকুরিচ্যুত না করা হয়।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে বললেন ঐ সচিবকে বলে দেবেন তার যে কাজ তিনি যেনো সেই কাজ মনযোগ দিয়ে করেন। এর বাইরে কোন কিছুতে নাক গলালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া।
.
যিনি কখনো প্রতিহিংসায় বিশ্বাস করেন না। ঐসময় যে সচিব ডঃ ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করতে ফাইল নিয়ে মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার গিয়েছিলেন, তিনি এখন আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন।

তথ্য সূত্রঃ দৈনিক কালের কন্ঠে প্রকাশিত ২০১৪ সালের ২২শে নভেম্বরের সংখ্যায়।



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৩

আদিত্য ০১ বলেছেন: আহা প্রতিহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাক্ষসিনীর, যার জন্মতারিখ ৫টা!
এতটা প্রতিহিংসা যে অন্যের মৃত্যুদিনে ইচ্ছে করে জন্মতারিখ বানিয়ে উল্লাস করে জন্মদিন পালন করে ১৫ আগস্টে। আইছে সে উদারতার গীত শুনাইতে। কয় টাকা বিকাশ করে মিস্টার খাম্বা আপনাকে ভাড়া করেছে

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৮

সূচরিতা সেন বলেছেন: দাদু অন্তত আপনার হাসিনা আম্মার চেয়ে ১০০০ কোটি গুন ভালো ছিলেন উনি।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫১

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: দাদু অন্তত আপনার হাসিনা আম্মার চেয়ে ১০০০ কোটি গুন ভালো ছিলেন উনি।

হ অনেক ভালো ছিলেন, ২০০১-০৬ খালি আদর করছে। জানজুয়াকে যেমনে আদর করছে। আপনি ২০০১-২০০৬ শিশু ছিলেন, বিছানা হিসু করে দিতেন, তাই ১০০০ কোটি কম বলে ফেলেছেন। দুরু কন যেন বাংলাদেশ পয়দা দিছে গোলাপি

০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৩

সূচরিতা সেন বলেছেন: শুনেন দাদু হাসিনা বুবু যে কয়বার ক্ষমতায় আসছে ততবারই জনগনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে আর ক্ষমতায় থেকেছে
তাও নিরহ মানুষের রক্তের খেয়ে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২০

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: শুনেন দাদু হাসিনা বুবু যে কয়বার ক্ষমতায় আসছে ততবারই জনগনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে আর ক্ষমতায় থেকেছে
তাও নিরহ মানুষের রক্তের খেয়ে।

আর আপনার রাক্ষসিনী জানজুয়ার আদর দিয়ে এসেছে। ২০০১-২০০৬ ভুলে গেছেন দাদি। রাক্ষসিনী ২১শের গ্রেনেড ফাটিয়ে কি করেছেন আদর করেছেন। আহার শয়তানের মুখে অমিয় বানী

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৫

আদিত্য ০১ বলেছেন: বুজতে পারছি, নায়িকার নিক দিয়ে আর কত। টেন পার্সেন্টের ভাগের একটু চেটে এই অবস্থা, সূচরিতা জাত মেরে দিলো সস্তা চাটার কর্মী

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬

আদিত্য ০১ বলেছেন:

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭

আদিত্য ০১ বলেছেন:

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭

আদিত্য ০১ বলেছেন:

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭

আদিত্য ০১ বলেছেন:

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৮

আদিত্য ০১ বলেছেন:

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৮

আদিত্য ০১ বলেছেন:

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯

আদিত্য ০১ বলেছেন: রাক্ষসিনীর হাওয়া ভবন ছিলো এরশাদ সিকদারের মত স্বর্নকমল

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯

আদিত্য ০১ বলেছেন:

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯

আদিত্য ০১ বলেছেন: রাক্ষসিনীর চ্যালাদের লজ্জা নাই

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩০

আদিত্য ০১ বলেছেন:

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১

আদিত্য ০১ বলেছেন:

সই জাল করে রাক্ষসিনী ও তার ইবলিশ পার্টনার নির্বাচনে জয়ী হয়

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৪

আদিত্য ০১ বলেছেন: জানজুয়ার বউ আপনাদের মাতারের কুকর্মের কিছু নমুনা। উইকিলিকসে ভরপুর চাইলে দেখে আসতে পারেন। আর একজন প্রখ্যাত রুচিশীল অভিনেত্রির নামে নিক খুলে চাটাচাটির মত নষ্টামী ব্লগ লিখেন না। পারলে নিজের নামে নিক খুলেন

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২১ আগস্টের পর দেশনেত্রী সংসদে কী বলছিলেন ভুলে গেছেন? শেখ হাসিনা নিজেই নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। ২০০৯ সালে কোকো মারা গেলে শেখ হাসিনা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন, আপনার মহান নেত্রী তাকে বাসায় ঢুকতেই দেননি। ২০১৪-এর নির্বাচনের আগে তাকে যখন শেখ হাসিনা ফোন দিলেন, আপনার নেত্রীর কথাবার্তা কেমন ছিল? দালালি করার আগে ব্রেন একটু খাটান। ওয়াজেদ মিয়াই কিন্তু খালেদার সংসার বাঁচিয়েছেন। কেমনে বাঁচিয়েছেন জানেন তো? স্বাধীনতার পর তাকে জিয়া যখন ঘরে তুলতে চাননি (কেন তুলতে চাননি কষ্ট করে জেনে নেবেন), তখন খালেদাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধু তখন জিয়াকে ডেকে বলেন, খালেদা আমার মেয়ে। তাকে ঘরে তুলে নে। ওয়াজেদ মিয়াকে অপছন্দ করে এমন মানুষ বিএনপি না শুধু জামায়াতেও নেই।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৩

আদিত্য ০১ বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২১ আগস্টের পর দেশনেত্রী সংসদে কী বলছিলেন ভুলে গেছেন? শেখ হাসিনা নিজেই নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলে

আপনি সুন্দর একটা টপিক তুলেছেন।, আমি ভুলে গেছিলাম, যদিও জানজুয়ার কথা বলেছিলাম। খালেদা ১৯৭১-এ পাকি ক্যাম্প থেকে আসতে চাচ্ছিলনা। সে সময় বাংগালি আর্মীদের পরিবার ভারতে সেইফ প্লেসে রাখার জন্য খালেদার সাথে যোগাযোগ করা হয়, কিন্তু খোজ পাওয়া যাচ্ছিল না। পরে তথ্য পাওয়া যায় আর্মী ক্যাম্পে খালেদা। ওখান থেকে আসবে না। পরে দেশ স্বাধিন হওয়ার পর। জিয়া খালেদাকে নিবে না। বঙ্গবন্ধু তখন জিয়াকে ডেকে বলেন, খালেদা আমার মেয়ে। তাকে ঘরে তুলে নে। ওয়াজেদ মিয়াকে অপছন্দ করে এমন মানুষ বিএনপি না শুধু জামায়াতেও নেই।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৪

আদিত্য ০১ বলেছেন: আর রাক্ষসিনী কত বড় শয়তার আর নিমক হারাম যে নিজের ৫টা জন্মতারিখের মধ্যে একটা বানাইছে বঙ্গবন্ধুর শাহাদাত দিবসের সাথে মিল রেখে।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪২

হিমেল_বাতাস বলেছেন: আহারে দালালেরা আর কত দালালি করবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.