নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

হ্যা তে টিক মার্ক দিবেন

৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


১২ তারিখ সারাদিন জুলাই সনদ বাস্তবায়ন করতে হ্যা তে ভোট দিবেন ।
একটা কথা আমাদের মনে রাখতে হবে হ্যা মানে মুক্তি আর না মানে গোলামির শিকলে আবদ্ধ থাকা।
তাই দলীয় ভোট কাকে দিবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত বিষয় কিন্ত গণ ভোটে দয়া করে হ্যা তে
সীল মারবেন।আমাদের মনে রাখতে হবে আমরা চাইলে সকলে মিলে
আমাদের আগামী প্রজন্মকে একটা সোনার বাংলাদেশ উপহার দিতে পারি শুধু মাত্র হ্যা ভোটের মাধ্যমে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫১

নাহল তরকারি বলেছেন: সবই ঠিক আছে। এখন নাকি সংসদে দুইটি কক্ষ থাকবে? একটি হচ্ছে নিম্ম কক্ষ, আরেকটি হচ্ছে উচ্চ কক্ষ। এখন বাংলাদেশের মত গরিব ও ছোট দেশের জন্য দুই কক্ষ বিশিষ্ট আইনসভা শুধু অপচয় করিবে।

এক বালতি দুধে যেমন এক ফোটা প্রসাবের ছিটা, সম্পন্ন দুধ কে নষ্ট করে; হাজারো ভালো জিনিস এর মধ্যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রেখে সম্পন্ন জিনিস কে নষ্ট করে দিয়েছে।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৩

এ পথের পথিক বলেছেন: সোনার বাংলাদেশ শুধু ইসলামী শাসনে সম্ভব । যাইহোক শর্তসাপেক্ষে হ্যা এর পক্ষে ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে দিবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.