![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ
তেল এমন একটি দ্রব্য যা সবাই কমবেশি খেতে পছন্দ করেন কিংবা খাওয়াটা প্রয়োজন নতুবা খাবার সুস্বাদু হবেনা এবং একেবারেই না খেলে একটা সময়ে আপনার দেহে ও মনে তেলের ঘাটতি দেখা দেবে। যা কিনা শারীরিক, মানসিক ও আর্থিক উন্নয়নে আপনাকে নানাভাবে বাঁধাগ্রস্ত করবে।তাই তেল সম্পর্কে একটি সুন্দর ও স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন।কেননা আজকাল এ দ্রব্যটির সঠিক প্রয়োগ ঠিক করে দেয়, আপনার চলার পথের গতি তেলের মত মসৃন হবে না তেলবিহীন শুকনো রুটি! তাই তেল সম্পর্কে সচেতন হোন এবং কাকে, কখন, কোথায়, কিভাবে, কতটুকু তেল দিতে হবে কিংবা খাওয়াতে হবে তা সম্পর্কে ভালোভাবে অবগত হোন। কেননা এই তেলই পারে আপনাকে আপনার যথাযোগ্য গন্তব্যে পৌছে দিতে।আন্তর্জাতিক বাজারে এই করনাকালীন সময়েও কিন্তু এ তেলের মূল্য খুব একটা হ্রাস পায়নি। আর ভোজ্যতেলের মূল্য তো সবসময়ই উর্ধ্বগতি। আজকাল অবশ্য নানাবিধ ভোজ্যতেল পাওয়া যায় যেমন ধরুন সয়াবিন তেল, তিলের তেল,ষরিষার তেল, নারিকেল তেল,রাইস ব্রান্ড তেল, সূ্র্যমূখীর তেল, অলিভ ওয়েল, ক্যাস্টার ওয়েল, আমন্ড ওয়েল নানাবিধ তেল। ভোক্তা তার রুচি ও শারীরিক ও মানসিক অবস্থাভেদে তা গ্রহণ করে থাকে। সে জন্য এই মহা মূল্যবান দ্রব্যটি ব্যবহারে কিছুটা মিতব্যয়ী হোন।অযথা ভুল জায়গায় ভুল সময়ে আপনার অত্যন্ত মূল্যবান তেল ব্যয় করা থেকে বিরত থাকুন। কেননা তেলবিহীন সমাজ কিংবা খাদ্যদ্রব্য এখন প্রায় অকল্পনীয়। এর ভোক্তা ও চাহিদা দিন কে দিন বেড়েই চলছে। তাই আসুন,গঠনমূলকভাবে তেলে তৈলাক্ত হতে শিখি।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
সফেদ বিহঙ্গ বলেছেন: হুম। যথার্থই বলেছেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: বড় বড় শিল্পপতিরা তেল পছন্দ করে। আমার নিজের চোখে দেখা।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৫
সফেদ বিহঙ্গ বলেছেন: হুম। সবাই কমবেশি পছন্দ করে। ধন্যবাদ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: সফেদ বিহঙ্গ এই পোস্ট টা প্রথম পাতায় দুইবার এসেছে। একটা মুছে দিতে পারেন।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৬
সফেদ বিহঙ্গ বলেছেন: হুম। দিয়েছি। ধন্যবাদ তথ্যটি দেয়ার জন্য।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: তেল দিলেও একটু আর্টিস্টটিকভাবে দেয়া উচিত যেন কাজ হয়।
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪
সফেদ বিহঙ্গ বলেছেন: হুম বুঝে শুনে তেল দিন। তেলের অপচয় রোধে এগিয়ে আসুন। হাহা।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮
মা.হাসান বলেছেন: আপনার আহবান উপেক্ষা করিতে পারিলাম না । আপাতত একটি লাইক দিয়াই বিদায় লইলাম।
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৩
সফেদ বিহঙ্গ বলেছেন: আহবানে সাড়া দেবার জন্যে ধন্যবাদ।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭
ঢাবিয়ান বলেছেন: অনলাইনেও এখন তেলের ছড়াছড়ি। পোস্টে লাইক , সুন্দর কমেন্ট পেতেও এখন অন্যদেরও তেল দিতে হয়।
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২
সফেদ বিহঙ্গ বলেছেন: হা হা যথার্থই বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: তেলে উল্টো করে ভাজবে না তাতে পুড়ে যাওয়া বেশ থাকে মেপে মেপে তেল দেওয়াই ভাল তাহলে স্বস্থ্য ভাল থাকবে---------