![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।
ছেলেটার নাম বাবু। পুরো নাম মুসফিকুর রহমান বাবু। সবাই তাকে চিনে বাবু নামে। সবাই তাকে ডাকে বাবু। মুসফিকুর রহমান নামটা কাগজে কলমেই লিখা। বাবু একদিন বুবলির প্রেমে পড়লো। বাবুর ব্যাপারে বুবলির কোন কিছুতেই সমস্যা নেই। সমস্যা শুধু বাবু নামটা নিয়ে। তাই বুবলি প্রেম প্রত্যাখ্যান করলো বাবুর।
অনেক দিন পরে জাহিদ নামের এক ছেলের সাথে প্রেম হল বুবলির। বুবলি জাহিদকে বাবু বলে ডাকা শুরু করলো। ছেলেটার নাম যে জাহিদ তা একসময় বুবলি হয়তো ভুলেই বসল।
কোন এক সময়… কোন একভাবে বাবু জানতে পারলো ব্যাপারটা। মুখোমুখি হল বুবলির। অনেক কৌতুহল তার… জানার অনেক আগ্রহ।
বাবু :- যেই বাবু নাম নিয়ে তোমার এতো সমস্যা। যেই নামের জন্য আমাকে প্রত্যাখ্যান করলে, অথচ আজকে জাহিদকেই সেই নামে ডাকছো তুমি। ফাজলামি পাইছো ?
বুবলি :- ফাজলামি না। আমি জাহিদকে বাবু ডাকি আদর করে। বাবু নাম ধরে ডাকার মাঝে জড়িয়ে থাকে একটি মেয়ের অনেক ভালোবাসা। বাবু নাম একটি মেয়ের অধিকার। আর সেই অধিকার সে ব্যাবহার করে তার ভালবাসার মানুষকে ডেকে। আর তোমার বাবু নামটা সর্বজনীন… সবাই তোমাকে এই নামে ডাকে। এই বাবু নামে আমার কোন অধিকার নেই।
তাই তোমার জন্য আমার কোন ভালোবাসা নেই।
বাবু হতাশ… বাবুর কাছ থেকে এই ঘটনা শুনে আমিও হতাশ।
©somewhere in net ltd.