নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন পথে চলার এক অচেনা পথিক আমি। হাটি হাটি পা পা করে অনেক দূর পৌছে গেছি। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত মনের জানালায় উকি দেয়। আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য।

সোহানখুলনা

জোনাকির আলো

সোহানখুলনা › বিস্তারিত পোস্টঃ

"গ্যালাক্টিকা" ম্যাগাজিনের এর জুলাই , ২০১৫ প্রকাশিত

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭

কাশিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন গ্যালাক্টিকা এর জুলাই সংখ্যা।

প্রত্যেকটি লিখাতেই চেষ্টা করা হয়েছে বিজ্ঞানের সাধারণ সুন্দর এবং সহজ কিছু ব্যাখ্যা তুলে ধরার। সবাই যাতে ম্যাগাজিনটি বুঝতে পারেন তাই যতটা সম্ভব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে ম্যাগাজিনটি।
যা যা রয়েছে এইবারের সংখ্যায়:
১. সহজ ভাষায় ইলেক্টনিক্স।
২. স্ট্যান্ডার্ড মডেল।
৩. ঘুড়ি কিভাবে আকাশে উড়ে।
৪. তড়িৎ-বর্তনী সরলীকরণ এবং তুল্য রোধ নির্ণয় (প্রথম পর্ব) (HSC Special)।
৫. আশ্চর্য্য সব মাছেরা!!
৬. এন্টিম্যাটার।
৭. শাপলা (ফিচার)।
৮. দেয়াল ঘড়ি কিভাবে সময় নির্দেশ করে।
৯. সায়েন্স ফিকশন (রে-গান)।
১০. ডায়াবেটিস।
১১. কম্পিউটারের তথ্য গুলো হোক সুরক্ষিত (অনলাইন ক্লাউড স্টোরেজ সার্ভিস)।
১২. ইলেক্ট্রিক শক।
১৩. ন্যাফথালিন বলের খেলা।
১৪. গল্পে গল্পে শিখি আলোর প্রতিফলন।
১৫. দি টুইন প্যারাডক্স।
১৬. টেলিপ্যাথি
১৭. নকিয়া ৮০৮ পিউরভিউ

আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও কাজে আসবে।
ডাউনলোড করুন:
সরাসরি আমাদের সাইট থেকে: Click This Link
মিডিয়াফায়ার লিংক: http://www.mediafire.com/?q3gm88px3qvmfhs

ধন্যবাদ আপনাদের। ম্যাগাজিনটি নিয়ে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। :-)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কলাবাগান১ বলেছেন: সরি উপরের কমেন্ট টা আরেক জনের পোস্টে করার কথা কিন্তু কিভাবে এখানে এল বুঝলাম না। মুছে দিবেন

২| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সোহানখুলনা বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:১০

এহসান সাবির বলেছেন: দেখব.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.