নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

দেশ যাক রসাতলে তবুও হরতাল জিন্দাবাদ-২

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

এই দেশে এতো গার্মেন্টস থাকবে কেন? বিশ লক্ষের মত নারীরা সেই গামর্েন্টসগুলিতে কাজ করে ।  নারীরা যদি ঘর থেকে বাহির না হইত তবে ব্যাঙের ছাতার মত এত গামর্েন্টস এই দেশে গজাইত না । যা হওয়ার হইছে, যদি নারীদের ধমর্ের পর্দা পড়াইয়া ঘরে ফেরানো যায় তবে ব্যাঙের ছাতাগুলি অটোমেটিক কমতে শুরু করবো । বিদেশের মাটিতে এই দেশের সুনাম এত বেশী কেন ? সব দেশ খালি বাংলাদেশের লোকই তাদের দেশে নিতে চায় । ঐ সকল দেশের দেখা দেখি জাতিসংঘ শান্তিরক্ষী বাহীনিতে সবচাইতে বেশী সংখ্যাক সেনা বাংলাদেশ থেকে নিয়োগ দেয়া হয়েছে । আরও কত দেশ আছে সেইসব দেশের দিকেতো জাতীসংঘের চোখ পড়ে না । দেশের অথবা দেশের সামরিক বাহীনির সুনাম কমাইয়া দিলেইতো অটোমেটিক লোক নেওয়া বন্ধ হয়ে যাবে । পাঠক, আপনাদের কি মনে হচ্ছে, সত্যিই কি এগুলি আমাদের দেশের রাজনীতিবিদদের চিন্তার প্রতিফলন । তাহলে এইগুলি কাদের চিন্তা ? কেউ না কেউতো এমন চিন্তা করতেছে নইলে এমন কথার সৃষ্টি কি করে হলো ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.