![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনজাগরনের প্রজন্মেরা এত নীচে নামতেছে কেন ? চুপ কইরা বইসা থাকলে সমস্যা কোথায় ? "কত নীচে নামতে পার" এমন কোন প্রতিযোগীতা চলতেছে? কোন চ্যানেলে ? ৩০/৩২ বৎসর আগে প্রথম আমাদের বাসায় যখন টেলিভিশন আনছিলো তখন আমরা যতটা পাড়া প্রতিবেশীর হীংসার স্বীকার হয়েছিলাম আজ আমি গনজাগরনের ষ্ট্যাটাস পড়ে পড়ে যেন তাই দেখতেছি । ছিঃ
খাইয়া লইয়া কাম না থাকলে যা হয় । গলা যদি খাউজ্জায় তবে তোমার হমাইন্না হমাইন্না গুলির লগে লাগো গা । যেমন ধর ছাত্রলীগ, ছাত্রদল আরো আছে শিবির তারপর হেফাজতের ইয়াং ছেলে পেলে । কই ৯০/৯৫ বৎসরের মূরব্বীর হেলিকপ্টার লইয়া দূই দিন ফেইসবুক গরম করে ফেলছে । কেন ? কি করেছেন ঐ মুরব্বী তোমাগ লগে । তার সমালোচনা করা শুরু করছ দূইদিন হইয়া গেল ? হেলিকপ্টারে উইটঠা মুরব্বী এত বড় অন্যায় করে ফেললো ? প্রাইভেট হেলিকপ্টার যারা ব্যাবসার উদ্দে্যশ্যে আমদানী করল আর কাষ্টম দিয়া যখন বাংলাদেশে ঢুকলো তখন তাগো কিছু কইবেন না । অথচ কেউ হেলিকপ্টারে উঠলেই দোষ । জাগরন ভাই এইটাকি মগের মুল্লুক ? হেলিকপ্টারে কেডা কেডা উঠতে পারবে আর কে কে পারবে না এমন কোন লিষ্ট আমি কোন দিন গনজাগরন মঞ্চ হইতে প্রকাশ হইতে দেখি নাই । দেখলে অবশ্যই আমি নিজেই পুলিশ দিয়া ধরাইয়া দিতাম ।
যেই মুরব্বীকে নিয়ে এতো সমালোচনা করতেছেন তিনি বড় একটা মাঠে দাড়াইলে ২/৩ লক্ষ লোক ভিড় জমে যায় । যদি বলেন আমি ঢাকা যামু সেই ঢাকার টিকেট একা একজন কাটনের জন্য তার ভক্তরা মারামারি খুনা খুনী পর্যন্ত করে । উনি যদি বলে সবাই মিলে টাকা দেন তবে খাড়ার উপরে সাড়া জীবন ঢাকা আসা যাওয়ার ভাড়া জোগার হয়ে যাবে । যদি -বাই দা ওয়ে- কেউ শুনতে পায় বগুড়া যাবেন তবে ২/১ হাজার জন লোক বগুড়ার ভাড়া পেমেন্ট করার জন্য এক পায়ে সিরিয়াল দিয়া খারাইয়া থাকে । হেলিকপ্টারের ভাড়াতো গরীব ভক্তদের টাকায় হয়ে যাবে, যারা রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বেচে, পান বিড়ি সিগরেট বেচে, পানি বেচে, কুলি মিন্তিগিড়ী করে । ১০ লক্ষ ভক্তের চাইর ভাগের এক ভাগ ০.২৫ টাকা (৪ আনা) করে দিলে হেলিকপ্টারের ভাড়া উঠতে ১০ মিনিট লাগে । বড়লোক ভক্তদের বাদই রাখলাম । দূই দিন যাবৎ উনার টিন নম্বরের চিন্তায় গনজাগরন মঞ্চের ঘুম হাড়াম হয়ে গেছে । একজন মুরববীর সাথে বেয়াদবীর সমস্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে ।
এবার থামুন । এবার থামুন । এবার থামুন ।
নিঃশেষে প্রান যে করিবে ...............
গনজাগরনের কিসের ভয় ? আবার শাহবাগ জমবে । মুরব্বীদের সাথে বেয়াদবী করিলে নতুন পুরাতন প্রজন্ম সকলেই খারাপ ধারনা পোষণ করতে শুরু করবে ।
জয় বাংলা ।
২| ০২ রা মে, ২০১৩ রাত ১:৫২
রিমন রনবীর বলেছেন: যার টিকিট কাটনের লাইগা ভক্তরা মারামারি খুনাখুনি পর্যন্ত করে হে একজন আলেম,আল্লামা।
আর যেই ভক্তরা মারামারি করে তারা কি?
৩| ০২ রা মে, ২০১৩ ভোর ৬:৩৮
জাতির চাচা বলেছেন: শাহবাগ হিংসার প্লাটফর্ম।শাহবাগীদের এত হিংসা।তারা ছাড়া কেউ হেলিকপ্টারে চড়তে পারবো না!!
৪| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৫১
আশিকুর রহমান ১ বলেছেন: রানা হেলিকাপ্টারে চড়লে তাদের চুলাকায় না কিন্তু একজন বয়োবৃদ্ধ আলেম হেলিকাপ্টারে চড়ায় তাদের খুব চুলকাইতেছে
৫| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৫৩
পিয়ার আহসান বলেছেন: Irsha/Hingsha hocche oder kache mohot goon. ora purbe o esob practice koreche, ekhon o full form e.
৬| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৫৭
পথহারা সৈকত বলেছেন: হনুদের কথা বাদ দেন তো......... তারা তাদের স্বভাব সুলভ মাৎকার করতে থাকুক.......সমস্যা নাই....
৭| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৪৪
হেমায়েতপুরী বলেছেন: আল্লামা শফির হেলিকপ্টারে উড্ডয়ন দেখে চরম হতাশ ছাত্রলীগের একাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা স্বরূপ ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মিকে পার হেড একটি করে হেলিকপ্টার উপহার দিয়েছেন। ছবিতে একজন ছাত্রলীগ কর্মিকে তার হেলিকপ্টার সহ দেখা যাচ্ছে।
খবর ও ফটুঃ বাবানিউজ৪২০.কম
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ১:০৪
গোয়েন্দাপ্রধান বলেছেন: thik ei briddor somalochona krleo vodrotar maje tekei kra uchit