নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

ঘটনার বিশ্লেষনে যে কোন দলের নিজস্ব উৎসের প্রতি আস্থা স্থাপনে এমন পরিস্থিতি কখনোই সৃষ্টি হয় না

১৪ ই মে, ২০১৩ রাত ২:৫০

যারা বিএনপির অনেক বেশী ভাল চায় তারাই মতিঝিলের মৃতের সংখ্যা বেশী বেশী প্রচার করেছে । বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা স্পর্ধা করিতে যাইয়া আদ্যন্ত অসত্য বলিয়া বিবৃতি দেওয়া শুরু করিল প্রত্তোত্তরে বিএনপি কোন মৌলিক প্রমান উপস্থাপন না করিয়া তথ্যগত প্রমানের প্রতি নিজেদের আস্থার উদাহরন টানিল । যার ফলে পুরা দল আজ দেশবাসীর কাছে বিব্রতকর অবস্থার সম্মুখিন । যে কোন সংবাদ সম্মেলন ৯৯% নিশ্চিত হইয়া বড় বড় দলের পক্ষে করা উচিৎ । অন্যথায় দলের লোকদেরকেও বিব্রতকর অবস্থার সম্মুখিন হইতে হয় । কোন বিষয় ৫০% নিশ্চিত পরিস্থিতে দলগত সংবাদ সম্মেলন না করিয়া সংবাদ প্রকাশের কৌশল অবলম্বন করাই শ্রেয় । দলগত বিবৃতি প্রদানের পর অসত্যকে সত্য প্রমান করিতে ব্যাস্ত থাকায় দেশবাসীর মনভাব মূল্যায়নের গুরুত্ব কমিয়া দলীয় মনভাব মূল্যায়ন জরুরী হইয়া পরে যার কারনে সমষ্টিগত অন্তীম মূল্যায়ন ঝুকিপূর্ণ থাকিয়া যায় । অস্বাভবিক ঘটনা বিশ্লেষনে যে কোন দলের নিজস্ব উৎসের প্রতি আস্থা স্থপনে এমন পরিস্থিতি কখনোই সৃষ্টি হয় না । মতিঝিল বিভ্রান্তীকর মৃতের সংখ্যার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ২:৫৫

ইকবাল পারভেজ বলেছেন: ভাইজান মনে হট বিএনপি'র দরদিয়া??!! খুব ভাল, খুব ভাল!!

আচ্ছা, বলেনতো ৭১ সালে কত জন লোক শহীদ হয়েছিল??

২| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:১৪

আমি মেহমান বলেছেন: ৭১ সালে কত জন লোক শহীদ হয়েছিল?

এর উত্তর দুইটা
১। আসল সংখ্যা
২। বংগবন্ধুর বাংলিশ মিলিওনের ভ্রান্ত ডিম

কোনটা জানতে চান ইকবাল পারভেজ সাহেব???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.