![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা বিএনপির অনেক বেশী ভাল চায় তারাই মতিঝিলের মৃতের সংখ্যা বেশী বেশী প্রচার করেছে । বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা স্পর্ধা করিতে যাইয়া আদ্যন্ত অসত্য বলিয়া বিবৃতি দেওয়া শুরু করিল প্রত্তোত্তরে বিএনপি কোন মৌলিক প্রমান উপস্থাপন না করিয়া তথ্যগত প্রমানের প্রতি নিজেদের আস্থার উদাহরন টানিল । যার ফলে পুরা দল আজ দেশবাসীর কাছে বিব্রতকর অবস্থার সম্মুখিন । যে কোন সংবাদ সম্মেলন ৯৯% নিশ্চিত হইয়া বড় বড় দলের পক্ষে করা উচিৎ । অন্যথায় দলের লোকদেরকেও বিব্রতকর অবস্থার সম্মুখিন হইতে হয় । কোন বিষয় ৫০% নিশ্চিত পরিস্থিতে দলগত সংবাদ সম্মেলন না করিয়া সংবাদ প্রকাশের কৌশল অবলম্বন করাই শ্রেয় । দলগত বিবৃতি প্রদানের পর অসত্যকে সত্য প্রমান করিতে ব্যাস্ত থাকায় দেশবাসীর মনভাব মূল্যায়নের গুরুত্ব কমিয়া দলীয় মনভাব মূল্যায়ন জরুরী হইয়া পরে যার কারনে সমষ্টিগত অন্তীম মূল্যায়ন ঝুকিপূর্ণ থাকিয়া যায় । অস্বাভবিক ঘটনা বিশ্লেষনে যে কোন দলের নিজস্ব উৎসের প্রতি আস্থা স্থপনে এমন পরিস্থিতি কখনোই সৃষ্টি হয় না । মতিঝিল বিভ্রান্তীকর মৃতের সংখ্যার
২| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:১৪
আমি মেহমান বলেছেন: ৭১ সালে কত জন লোক শহীদ হয়েছিল?
এর উত্তর দুইটা
১। আসল সংখ্যা
২। বংগবন্ধুর বাংলিশ মিলিওনের ভ্রান্ত ডিম
কোনটা জানতে চান ইকবাল পারভেজ সাহেব???
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ রাত ২:৫৫
ইকবাল পারভেজ বলেছেন: ভাইজান মনে হট বিএনপি'র দরদিয়া??!! খুব ভাল, খুব ভাল!!
আচ্ছা, বলেনতো ৭১ সালে কত জন লোক শহীদ হয়েছিল??