![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা বিএনপির অনেক বেশী ভাল চায় তারাই মতিঝিলের মৃতের সংখ্যা বেশী বেশী প্রচার করেছে । বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা স্পর্ধা করিতে যাইয়া আদ্যন্ত অসত্য বলিয়া বিবৃতি দেওয়া শুরু করিল প্রত্তোত্তরে বিএনপি কোন মৌলিক প্রমান উপস্থাপন না করিয়া তথ্যগত প্রমানের প্রতি নিজেদের আস্থার উদাহরন টানিল । যার ফলে পুরা দল আজ দেশবাসীর কাছে বিব্রতকর অবস্থার সম্মুখিন । বিএনপির ১/১১ কাঁটা কান ভাল ভাবে জোড়া লাগিবার পূবর্েই হেফাজতে জামাতকে দিয়া আরেকটা কান কাটানর কোন প্রয়োজন ছিল না । জোট বদ্ধ রাজনীতির মানে এই না যে শরীক দলের কাঁধে ভর করিয়া মূল দলকে লক্ষ্যে পৌছাইতে হবে । ছোটখাট রাজনৈতিক প্রয়োজনে তাদের পোষকতা(শুধুমাত্র সংসদে হাত তুলিয়া) গ্রহন করা যাইতে পারে । নিজে ব্যাপক হারে ছোট ছোট দলের অবলম্বন স্বরূপ হইয়া নিজস্ব রাজনৈতিক মতাদর্শের তোয়াক্কা না করিয়া ছোট দলগুলির রাজনৈতিক উদ্দ্যেশ্য হাসিলে উৎসাহীত হইয়া অন্ধ পৃষ্ঠপোষকতা করিয়া যাইতে হইলে নিজ দলের নীতি আদর্শ এবং দলের প্রতি জনগনের শ্রদ্ধাবোধ, দলের সমর্থকদের মান্যতাবোধ হ্রাস পাইবার সম্ভাবনা, দলের নেতাদের প্রতি সমর্থকদের কদর, সম্পর্ক, সমীহ করা এবং মহা মূল্যবান দেশব্যাপী আত্ম মর্যাদা হাড়াইবার সম্ভাবনাগুলি হেফাজতে জামাতের চেয়ে এতই তুচ্ছ হয়ে গেলে ।
বিএনপির নিজ দলের ভাব আদর্শ কিছুই কি থাকিবেনা ?
২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: সহমত না
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৮
স্বপনবাজ বলেছেন: মনে হয় না!