![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম আলো অনলাইন জরিপ সম্পকর্ে কিছু বলতে চাইছিলাম না । কারণ দেশবাসীর মতের মূল্য অবশ্যই মূল্যবান । দেশবাসীর মত প্রকাশের সাথে আমার কোন দ্বিমত নাই । অনলাইন জরিপে যারা অংশ গ্রহন করেছেন তাদের প্রতি শ্রুদ্ধা রেখেই বলবো অনলাইন জরিপের ফলাফল অবশ্যই সঠিক এবং জরিপের ফলাফলের যাই হোক তাঁতে আমার কোন দ্বিমত নাই এবংসন্মানের চোঁখেই দেখি । আমি জরিপের ফলাফলের উপর কোন মন্তব্যও করবো না । আমার দৃষ্টিতে জরিপের অবেক্ষন, পর্যবেক্ষন, পাঠকদের বিবেচনার দৃষ্টিপাত, সরল অবলোকন, সঙ্কির্ণ প্রনালীর অভিমত কোনটাই জরিপে অংশগ্রহনকারী পাঠকদের কেউ সম্পূর্ণরূপে প্রয়োগ, মনোনিবেশ, উপযোগী হইয়া করিতে পারে নাই । কারন এমন কোন সুযোই রাখা হয় নাই ।
জরিপে জানতে চাওয়ার ধরন(প্রশ্ন) দেখিয়া আমার কাছে মনে হইল প্রথম আলো তার পাঠকদের দর্শনশক্তি, দৃষ্টির তীক্ষ্ণতা, বিবেচনার সক্ষমতা সম্পুর্ণরূপে অসাড়করণ(অ্যানাসথেসিয়া) করিয়া অংশ গ্রহনের জন্য পরোক্ষভাবে অনুরোধ জানাইয়াছে । অসাড়করণ দেহ মনের মতামত স্বাভাবিক কারনোই প্রশ্নবোধক হইয়া পরে । জানিনা কে কি ভাবলেন । জরিপের প্রশ্ন পড়িলেই বুঝা যাইবে । অনেকটা এমন যে, ঘটকের নিকট কন্যা দ্বায়গ্রস্ত পিতার জানতে চাওয়া,
ছেলে কি করে ।
ঘটকের উত্তর ঃ ছেলের ছড়ানো বিছানো ব্যাবসা । ছেলে কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছ ?
ঘটকের উত্তরঃ ছেলে এক পা'য়ে দাড়ানো ।
বিয়ের দিন দেখতে পেলো ছেলে স্ক্রেচে ভর দিয়ে আসতেছে । কন্যার পিতা ঘটকের কাছে জানতে চাইল ব্যাপর কি ?
ঘটকের উত্তর ঃ কইছিলাম না ছেলে এক পায়ে দাড়ান । কিছু দিন পরে কন্যার পিতা জানতে পারে মেয়ের জামাই রাস্তার ধারে কাপড় বিছাইয়া ভিক্ষা করে । আবার ঘটকের কাছে জানতে চায় । ঘটকের উত্তর ঃ কইছিলাম না যে ছেলের ছড়ান বিছান ব্যাবসা । কন্যা দ্বায়গ্রস্ত পিতার ভুল হয়েছে সে ঘটকের নিকট জানতে চায় নাই কেমন ব্যাবসা যে এত ছড়ান বিছান আর কিভাবে বুঝলে ছেলে বিয়ের জন্য এক পা'য়ে দাড়ান । জরিপের প্রশ্নের ধরনের সাথে ঘটকের উত্তরের মিল পাওয়া যায় । প্রথম আলোর জরিপের মধ্যে জানতে চাওয়ার সুযোগই ছিল না । সুতরাং জরিপের ফলাফল যাই হোক, কন্যা দ্বায়গ্রস্ত পিতার মত অবস্থা হওয়াটাই স্বাভাবিক । যার করনে আমি প্রথমেই বলেছিলাম, জরিপের ফলাফল অবশ্যই সঠিক এবং জরিপের ফলাফলের যাই হোক তাঁতে আমার কোন দ্বিমত নাই এবংসন্মানের চোঁখেই দেখি ।
কন্যা দ্বায়গ্রস্ত পিতার নিকট আড়াল হওয়া প্রশ্নটির ন্যয় অনুরূপ বাক্যে জানতে চাওয়া উচিৎ ছিল কোন "তত্তাবধায়ক সরকার" ?
নির্দলীয়, নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ?
শাহাবুদ্দিন আহাম্মদ সাহেবের তত্তাবধায়ক সরকার ?
লতিফুর রহমান সাহেবের তত্তাবধায়ক সরকার ?
ইয়াজউদ্দিন সাহেবের তত্তাবধায়ক সরকার?
ফখরুদ্দিন সাহেবের তত্তাবধায়ক সরকার ?
নাকি বি এন পি চায় সেই তত্তাবধায়ক সরকার ?
এমন নামে নামে আলাদা আলাদা ভাবে জরিপ করিলে জরিপের ফলাফল আকাশ পাতাল পার্থক্য হইয়া আমাদের সামনে আসিত । লক্ষনীয় ব্যাপার এই যে, নব গঠিত তত্তাবধায়ক সরকারের কথা কারো নিকট জানতে চাওয়া হয় নাই ।
©somewhere in net ltd.